কাবার চারপাশ থেকে মূর্তিসমূহ দূরীকরণ
কাবার চারপাশ থেকে মূর্তিসমূহ দূরীকরণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩২. অধ্যায়ঃ কাবার চারপাশ থেকে মূর্তিসমূহ দূরীকরণ
৪৫১৭. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ]–এর হাতে একটি ছড়ি [কাঠি] ছিল তিনি তা দিয়ে মূর্তিগুলোকে খোঁচা দিচ্ছিলেন এবং বলছিলেনঃ
جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا
“সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; মিথ্যাতো বিলুপ্ত হবারই” – [সূরা বানী ইসরাঈল ১৭ : ৮১]।
جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ
“সত্য এসেছে এবং অসত্য না পারে নতুন কিছু সৃজন করিতে না পারে পুনরাবৃত্তি করিতে” – [সূরা সাবা ৩৪ : ৪৯]। ইবনি আবু উমর [আরবি] [বিজয়ের দিন] কথাটি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৭৪, ইসলামিক সেন্টার- ৪৪৭৬]
৪৫১৮. ইবনি আবু নাজীহ হইতে এ সানাদ হইতে বর্ণীতঃ
উল্লিখিত হাদীস, আয়াতের শেষ [আরবি] [বিলুপ্ত হবারই] পর্যন্ত বর্ণনা করিয়াছেন। কিন্তু তিনি অপর আয়াতটি বর্ণনা করেননি। আর তিনি [আরবি] [মূর্তি, পূজার বেদী] শব্দের পরিবর্তে [আরবি] [মূর্তি] শব্দ ব্যবহার করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৭৫, ইসলামিক সেন্টার- ৪৪৭৭]
Leave a Reply