কাফিরদের গাছ-পালা কাটা ও জ্বালিয়ে দেয়া বৈধ
কাফিরদের গাছ-পালা কাটা ও জ্বালিয়ে দেয়া বৈধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১০. অধ্যায়ঃ কাফিরদের গাছ-পালা কাটা ও জ্বালিয়ে দেয়া বৈধ
৪৪৪৪. আব্দুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] নাযীর গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দিলেন এবং কেটে দিলেন। বুওয়াইরাহ ছিল সে বাগানের নাম।
কুতাইবাহ এবং ইবনি রুমহ [রহমাতুল্লাহি আলাইহি] উভয়েই তাঁদের হাদীসে অতিরিক্ত বর্ণনা করিয়াছেন। এরপর মহান আল্লাহ এ আয়াত নাযিল করেন: “তোমরা যেসব খেজুর বৃক্ষ কেটে ফেলেছো কিংবা তার কাণ্ডের উপর খাড়া রেখেছ, সবই ছিল আল্লাহর নির্দেশে, যাতে তিনি পাপাচারীদের অপদস্থ করেন।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪০২, ইসলামিক সেন্টার- ৪৪২০]
৪৪৪৫. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] নাযীর গোত্রের খেজুর বাগান কেটেছিলেন এবং জ্বালিয়ে দিয়েছিলেন। এ সম্পর্কে কবি হাসসান [রাদি.] বলেন, “বনী লুওয়াই [অর্থাৎ-কুরায়শ] এর নেতাদের কাছে বুওয়াইরায় আগুনের লেলিহান শিখা খুব সহজ হয়ে গেছে।” আর এ সম্পর্কেই নাযিল হয়েছে এ আয়াত : [অর্থ] “তোমরা যেসব খেজুর গাছ কেটেছো অথবা তা কাণ্ডের উপর রেখে দিয়েছ” আয়াতটির শেষ পর্যন্ত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪০৩, ইসলামিক সেন্টার- ৪৪০৩]
৪৪৪৬. আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] নাযীর গোত্রের খেজুর বাগান জ্বালিয়ে দিয়েছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪০৪, ইসলামিক সেন্টার- ৪৪০৪]
Leave a Reply