কাপড় পরিধানের দোয়া , নতুন কাপড় ও কাপড় খুলে রাখার দুয়া

কাপড় পরিধানের দোয়া , নতুন কাপড় ও কাপড় খুলে রাখার দুয়া

কাপড় পরিধানের দোয়া , নতুন কাপড় ও কাপড় খুলে রাখার দুয়া << হিসনুল মুসলিম এর মুল সুচিপত্র দেখুন

কাপড় পরিধানের দোয়া , নতুন কাপড় ও কাপড় খুলে রাখার দুয়া

২।কাপড় পরিধানের দো‘আ
৩।নতুন কাপড় পরিধানের দো‘আ
৪।অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো‘আ
৫।কাপড় খুলে রাখার সময় কী বলবে

২. কাপড় পরিধানের দো‘আ

الْحَمْدُ للَّهِ الَّذِي كَسَانِي هَذَا (الثَّوْبَ) وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّة

(আল্‌হামদু লিল্লা-হিল্লাযী কাসানী হা-যা (আসসাওবা) ওয়া রযাকানীহি মিন্ গইরি হাওলিম মিন্নী ওয়ালা কুওওয়াতিন)।

৫- “সকল হামদ-প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে এ (কাপড়)টি পরিধান করিয়েছেন এবং আমার শক্তি-সামর্থ্য ছাড়াই তিনি আমাকে এটা দান করেছেন”

হাদীসটি নাসাঈ ব্যতীত সুনান গ্রন্থকারদের সবাই সংকলন করেছেন। আবূ দাউদ, নং ৪০২৩; তিরমিযী, নং ৩৪৫৮; ইবন মাজাহ, নং ৩২৮৫। আর শাইখ আলবানী একে হাসান বলেছেন। দেখুন, ইরওয়াউল গালীল, ৭/৪৭।

৩. নতুন কাপড় পরিধানের দো‘আ

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

(আল্লা-হুম্মা লাকাল-হামদু আনতা কাসাওতানীহি। আসআলুকা মিন খইরিহি ওয়া খইরি মা সুনি‘আ লাহু। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনি‘আ লাহু)

৬- “হে আল্লাহ! আপনারই জন্য সকল হাম্‌দ-প্রশংসা। আপনিই এটি আমাকে পরিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও এটি যে উদ্দেশ্যে তৈরি হয়েছে তার কল্যাণ প্রার্থনা করি। আর আমি এর অনিষ্ট এবং এটি যে জন্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই”

আবু দাউদ, নং ৪০২০, তিরমিজী, নং ১৭৬৭, ১২/৪০, দেখুন মুখতাসারুশ শামাইল লিল আলবানী, পৃ ৪৭।

৪. অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো‘আ

تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى

(তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা)।

৭-(১) “তুমি পুরাতন করে ফেলবে, আর মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করবেন”

আবূ দাউদ, নং ৪০২০; তিরমিযী, নং ১৭৬৭; বাগভী, ১২/৪০; দেখুন, মুখতাসারুশ শামাইল লিল আলবানী, পৃ. ৪৭। সুনান আবি দাউদ ৪/৪১, হাদীস নং ৪০২০; দেখুন, সহীহ আবি দাউদ ২/৭৬০।

اِلْبَسْ جَدِيداً وَعِشْ حَمِيداً وَمُتْ شَهِيداً

(ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান)।

৮-(২) “নতুন কাপড় পরিধান কর, প্রশংসিতরূপে দিনাতিপাত কর এবং শহীদ হয়ে মারা যাও”

সুনান ইবন মাজাহ ২/১১৭৮, নং ৩৫৫৮; বাগাওয়ী, ১২/৪১। দেখুন, সহীহ ইবন মাজাহ ২/২৭৫। 

৫. কাপড় খুলে রাখার সময় কী বলবে

بِسْمِ اللَّهِ

(বিসমিল্লাহ)

৯- “আল্লাহর নামে (খুলে রাখলাম)”

তিরমিযী ২/৫০৫, নং ৬০৬, ও অন্যান্য। আরও দেখুন, ইরওয়াউল গালীল, নং ৫০; সহীহুল জামে‘ ৩/২০৩।


Posted

in

by

Comments

One response to “কাপড় পরিধানের দোয়া , নতুন কাপড় ও কাপড় খুলে রাখার দুয়া”

Leave a Reply