কবিতা বিষয়ক হাদিস লুলু অয়াল মারজান
এই পর্বের হাদীস =২ টি (১৪৫৪-১৪৫৫) >> আল লুলু ওয়াল মারজান এর মুল সুচিপত্র দেখুন
পর্ব-৪১ঃ কবিতা
১/১ কবিতা
১৪৫৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, কবিরা যে সব কথা বলেছেন, তার মধ্যে কবি লাবীদের কথাটাই সবচেয়ে অধিক সত্য কথা। [তিনি বলেছেন] শোন! আল্লাহ ব্যতীত সব কিছুই বাতিল। তিনি আরও বলেছেন, কবি উমাইয়াহ ইবনি সাল্ত ইসলাম গ্রহণের কাছাকাছি হয়ে গিয়েছিল।
[বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৯০ হাদীস নং ৬১৪৭; মুসলিম পর্ব ৪১/ হাঃ ২২৫৬] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
১৪৫৫. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] বলেছেনঃ কোন ব্যক্তির পেট কবিতা দিয়ে ভর্তি হওয়ার চেয়ে এমন পুঁজে ভর্তি হওয়া উত্তম, যা তোমাদের পেটকে ধ্বংস করে ফেলে।
[বোখারী পর্ব ৭৮ অধ্যায় ৯২ হাদীস নং ৬১৫৫; মুসলিম পর্ব ৪১/ হাঃ ২২৫৭] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
Leave a Reply