ওয়াকফ এর বিবরণ। মৃত্যুর পরও যে আমল অব্যাহত থাকে

ওয়াকফ এর বিবরণ। মৃত্যুর পরও যে আমল অব্যাহত থাকে

 ওয়াকফ এর বিবরণ। মৃত্যুর পরও যে আমল অব্যাহত থাকে >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-১৭ঃ ওয়াকফ এর বিবরণ

পরিচ্ছেদ ০১. মৃত্যুর পরও মানুষের যে আমল অব্যাহত থাকে
পরিচ্ছেদ ০২. ওয়াকফের শর্তসমূহ
পরিচ্ছেদ ০৩. ওয়াকফকৃত বস্তু স্থানান্তর করার বিধান

পরিচ্ছেদ ০১. মৃত্যুর পরও মানুষের যে আমল অব্যাহত থাকে

৯২৫ – আবূ হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, মৃত্যুর পর মানুষের তিনটি আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায় । সাদাকাতুল জারিয়াহ, উপকারী ইলম বা বিদ্যা, সৎ সন্তান যে [পিতা-মাতার জন্য] দু`আ করে । {৯৯৩}

{৯৯৩} বুখারি ২১০৭, ২১০৯, ২১১১, মুসলিম ১৫৩১, তিরমিজি ১২৪৬, নাসায়ী ৪৪৬৫, ৪৪৬৬, ৪৪৬৮, আবু দাউদ ৩৪৫৪, ইবনু মাযাহ ২১৮১, ২৮৩৬, আহমাদ ৩৬৯, ৪৪৭০, মালেক ১৩৭৪, দারেমী ২৪৫১ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ০২. ওয়াকফের শর্তসমূহ

৯২৬ – ইবনু উমার [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেছেন, উমার ইবনু খাত্তাব [রাঃআঃ] খায়বারে কিছু জমি লাভ করেন । তিনি এ জমির ব্যাপারে পরামর্শর জন্য আল্লাহর রসূল [সাঃআঃ] এর নিকট এলেন এবং বলিলেন, `হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আমি খায়বারে এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা ইতোপূর্বে আর কখনো পাইনি, [আপনি আমাকে এ ব্যাপারে কী আদেশ দেন?] আল্লাহর রসূল [সাঃআঃ] বলিলেন, `তুমি ইচ্ছা করলে জমির মূলস্বত্ত্ব ওয়াকফে রাখতে এবং উৎপন্ন বস্তু সদাকাহ করিতে পার`। ইবনু উমার [রাঃআঃ] বলেন, `উমার [রাঃআঃ] এ শর্তে তা সদাকাহ [ওয়াকফ] করেন যে, তা বিক্রি করা যাবে না, তা দান করা যাবে না এবং কেউ এর উত্তরাধিকারী হইবে না`। তিনি সাদকাহ করে দেন এর উৎপন্ন বস্তু অভাবগ্রস্থ, আত্মীয়-স্বজন, দাসমুক্তি, আল্লাহর রাস্তায়, মুসাফির ও মেহমানদের জন্য । [রাবী আরও বলিলেন] তার দায়িত্বশীল তা ন্যায়সঙ্গতভাবে খেলে দোষ নেই । বন্ধুকে খাওয়াতে পারবে {৯৯৪} যদি সে নিজস্ব স্বার্থে মাল বৃদ্ধিকারী না হয় । – শব্দ বিন্যাস মুসলিমের ।

বুখারির অন্য বর্ণনায় আছে, তার মূল বস্তুকে ওয়াকফ করে রাখ, বিক্রয় করা, হেবা করা চলবে না বরং তার ফল খরচ করে দিতে হইবে । {৯৯৫}

{৯৯৪} বুখারির বর্ণনায় আছে, কিংবা বন্ধু-বান্ধবকে খাওয়ালে কোন দোষ নেই । তবে তা সঞ্চয় করা যাবে না । {৯৯৫} বুখারি ২৭৩৭, ২৭৬৪, ২৭৭২, ২৭৭৩, মুসলিম ১৬৩৩, তিরমিজি ১২৭৫, নাসায়ী ৩৬৯৩, ৩৬০৪, আবু দাউদ ২৮৭৮, ইবনু মাযাহ ২৩৮৬, ২৩৯৭, আহমাদ ৪৫৯৪, ৫১৫৭ ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ০৩. ওয়াকফকৃত বস্তু স্থানান্তর করার বিধান

৯২৭ – আবূ হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উমার [রাঃআঃ] কে যাকাত ওসুল করার জন্য পাঠিয়েছিলেন, [এটা দীর্ঘ হাদীসের অংশবিশেষ] [তাতে আছে] কিন্তু খালেদ বিন-অলিদ স্বীয় বর্মগুলো ও অস্ত্রসমূহকে আল্লাহর পথে ব্যবহারের জন্য [জিহাদের জন্য] ওয়াকফ করে রেখেছিলেন । {৯৯৬}

{৯৯৬} বুখারি ১৪৬৮, মুসলিম ৯৮৩, তিরমিজি ৩৭৬১, ২৪৬৪ । হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Comments

Leave a Reply