ওযুর প্রতি যত্নশীল হওয়া
ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করা<< সহীহ আত তারগীব ওয়াত তারহীব হাদীস বই এর মুল সুচিপত্র
পরিচ্ছেদঃ ওযুর প্রতি যত্নশীল হওয়া ও নতুনভাবে ওযু করার প্রতি উদ্বুদ্ধ করণঃ
১৯৭. ছাওবান [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ “তোমরা সত্য ও সঠিক পথের উপর অটল ও অবিচল থাক। আমলের ছোয়াব গণনা করে রেখো না। জেনে রেখো তোমাদের সর্বোত্তম আমল হল, সালাত। আর মুমিন ব্যক্তি ছাড়া কেউ ওযুর প্রতি যত্নশীল হয় না।”
[ইবনি মাজাহ সহিহ সনদে এবং হাকেম হাদীসটি বর্ণনা করিয়াছেন] সহিহ ইবনি হিব্বানের বর্ণনায় হাদিসের প্রথমাংশে উল্লেখিত হয়েছেঃ
سددوا وقاربوا واعلموا أن خير أعمالكم الصلاة
“তোমরা সঠিক পথ অনুসন্ধান করে তদানুযায়ী আমল কর এবং তার নিকটবর্তী থাকার চেষ্টা কর। বাড়াবাড়ী ও শিথীলতা পরিহার কর। আর জেনে রেখো তোমাদের সর্বোত্তম আমল হল সালাত…।”
হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
১৯৮- লাইছ বিন আবু সুলাইমের বরাতে মুজাহিদ হইতে বর্ণীতঃ
ইবনি মাজাহ হাদীসটি লাইছ বিন আবু সুলাইমের বরাতে মুজাহিদ থেকে, তিনি আবদুল্লাহ বিন আমর থেকে বর্ণনা করেন।
হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
১৯৯ -বর্ণনাকারী হইতে বর্ণীতঃ
এমনিভাবে তিনি [ইবনি মাজাহ] আবু হাফছের [তিনি মাজহুল বা অজ্ঞাত রাবী] বরাতে আবু উমামাহ থেকে মারফূ সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন।
হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
২০০ -আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ “আমার উম্মতের উপর আমি যদি কঠিন মনে না করতাম, তবে তাহাদেরকে প্রত্যেক সালাতের সময় ওযু করার আদেশ করতাম এবং প্রত্যেক ওযুর সাথে মেসওয়াক করার নির্দেশ দিতাম।”
[হাসান সনদে আহম্মদ হাদীসটি রেওয়ায়াত করেন] হাদিসের তাহকিকঃ হাসান সহিহ
Leave a Reply