যে শস্যে দশ ভাগের এক ভাগ উশর অথবা অর্ধেক উশর

যে শস্যে দশ ভাগের এক ভাগ উশর অথবা অর্ধেক উশর

যে শস্যে দশ ভাগের এক ভাগ উশর অথবা অর্ধেক উশর  >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১. অধ্যায়: যে শস্যে দশ ভাগের এক ভাগ উশর অথবা অর্ধেক উশর

২১৫৩. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেন, পাঁচ ওসাক্বের {১} কম পরিমাণ শস্যে কোন যাকাত নেই, পাঁচ উটের কম সংখ্যায় কোন যাকাত নেই এবং পাঁচ উক্বিয়্যার {২} কমে [রৌপ্যের জন্য/পণ্যদ্রব্যের জন্য] যাকাত নেই।

[ইসলামিক ফাউন্ডেশন ২১৩২, ইসলামিক সেন্টার ২১৩৫]

{১} ওয়াসাক্ব : এক ওয়াসাক্ব ষাট সা। পাঁচ ওয়াসাক্ব ৩০০ সা। এক সা প্রায় আড়াই কেজি- [ইতহাফুল কিরাম-১৭২ পৃষ্ঠা, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী]।

{২} উক্বিয়্যাহ্‌ : এক উক্বিয়্যাহ্‌ ৪০ দিরহাম [রৌপ্য টাকা] পাঁচ উক্বিয়্যাহ্‌ দুশ দিরহাম, অথ্যাৎ ৭৩৫ গ্রাম রৌপ্য। [প্রাগুক্ত, ১৭২ পৃষ্ঠা]

২১৫৪. আম্‌র ইবনি ইয়াহ্ইয়া হইতে বর্ণীতঃ

আম্‌র ইবনি ইয়াহ্ইয়া এ সানাদের মাধ্যমে উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৩৩, ইসলামিক সেন্টার- ২১৩৬]

২১৫৫. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]- কে তাহাঁর হাতের পাঁচ আঙ্গুলের সাহায্যে ইঙ্গিত করে বলিতে শুনেছি। ………. উপরে বর্ণিত ইবনি উয়ায়নার বর্ণিত হাদীসের অনুরূপ ।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৩৪, ইসলামিক সেন্টার- ২১৩৭]

২১৫৬. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুলাহ [সাঃআঃ] বলেছেন : পাঁচ ওয়াসাক্বের কম পরিমাণ শস্যের কোন যাকাত ধার্য হয় না। পাঁচ উটের কম সংখ্যক হলে কোন যাকাত ধার্য হয় না এবং পাঁচ উক্বিয়্যার কমে [রৌপ্যের ] কোন যাকাত নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৩৫, ইসলামিক সেন্টার-২১৩৮]

২১৫৭. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুলাহ [সাঃআঃ] বলেছেন : খেজুর ও শস্য পাঁচ ওয়াসাক্বের কম হলে তাতে যাকাত ধার্য হয় না।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৩৬, ইসলামিক সেন্টার- ২১৩৯]

২১৫৮. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেছেন : শস্য ও খেজুর পূর্ণ পাঁচ ওয়াসাক্ব না হলে তাতে কোন যাকাত নেই, উটের সংখ্যা পাঁচের কম হলে তাতে যাকাত নেই এবং পাঁচ উক্বিয়্যার [বা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্যের] কমে কোন যাকাত নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৩৭, ইসলামিক সেন্টার- ২১৪০]

২১৫৯. ইসমাঈল ইবনি উমাইয়্যাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

ইসমাঈল ইবনি উমাইয়্যাহ্‌ [রহমাতুল্লাহি আলাইহি] থেকে এ সানাদে আবদুর রহমান ইবনি মাহদী [রহমাতুল্লাহি আলাইহি]-এর অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৩৮, ইসলামিক সেন্টার- ২১৪১]

২১৬০. ইসমাঈল ইবনি উমাইয়্যাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

ইসমাঈল ইবনি উমাইয়্যাহ [রহমাতুল্লাহি আলাইহি] এর সূত্রে এ সানাদে আবদুর রহমান ইবনি মাহদী ও ইয়াহ্‌ইয়া ইবনি আদাম [রহমাতুল্লাহি আলাইহি] এর অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। তবে তিনি খেজুরের পরিবর্তে ফল উল্লেখ করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৩৯, ইসলামিক সেন্টার- ২১৪২]

২১৬১. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন : রৌপ্য পরিমাণ পাঁচ উক্বিয়্যার কম হলে তাতে কোন যাকাত নেই, উটের সংখ্যা পাঁচের কম হলে তাতে কোন যাকাত নেই, আর খেজুর পাঁচ ওয়াসাক্বের কম হলে তাতেও যাকাত নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৪০, ইসলামিক সেন্টার- ২১৪৩]

২১৬২. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী [সাঃআঃ]- কে বলিতে শুনেছেন, যে জমি নদী-নালা ও বর্ষার পানিতে সিক্ত হয় তাতে উশর [উৎপাদিত শস্যের দশ ভাগের এক ভাগ যাকাত ] ধার্য হয়। আর যে জমিতে উটের সাহায্যে পানি সরবরাহ করা হয় তাতে অর্ধেক উশর [বিশ ভাগের এক ভাগ যাকাত ] ধার্য হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ২১৪১,ইসলামিক সেন্টার- ২১৪৪]


Posted

in

by

Comments

One response to “যে শস্যে দশ ভাগের এক ভাগ উশর অথবা অর্ধেক উশর”

Leave a Reply