উম্মুল মুমিনীন যাইনাব [রাদি.]-এর ফযিলত
উম্মুল মুমিনীন যাইনাব [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৭. অধ্যায়ঃ উম্মুল মুমিনীন যাইনাব [রাদি.]-এর ফযিলত
৬২১০. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন: তোমাদের মাঝে সর্বপ্রথম সেই-আমার সঙ্গে দেখা হইবে যার হাত অধিক লম্বা। অতএব সব স্ত্রীরা নিজ নিজ হাত মেপে দেখিতে লাগলেন কার হাত অধিক লম্বা।
আয়িশা [রাদি.] বলেন, পরিশেষে আমাদের মাঝে যাইনাবের হাতই সবচেয়ে লম্বা বলে ঠিক হলো। কেননা, তিনি হাত দ্বারা কাজ করিতেন এবং দান করিতেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৯৪, ইসলামিক সেন্টার-৬১৩৫]
Leave a Reply