উম্মুল মুমিনীন উম্মু সালামাহ [রাদি.]-এর ফযিলত

উম্মুল মুমিনীন উম্মু সালামাহ [রাদি.]-এর ফযিলত

উম্মুল মুমিনীন উম্মু সালামাহ [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১৬. অধ্যায়ঃ উম্মুল মুমিনীন উম্মু সালামাহ [রাদি.]-এর ফযিলত

৬২০৯. সালমান [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, তোমার পক্ষে যদি সম্ভব হয় তবে বাজারে প্রবেশকারীদের মাঝে তুমি প্রথম হয়ো না এবং সেখান থেকে বহির্গমনকারীদের মাঝে তুমি শেষ লোক হয়ে না। কেননা বাজার হলো শাইতানের আড্ডাখানা। আর সেখানেই সে তার ঝান্ডা উঁচু করে রাখে।

সালমান [রাদি.] বলেন, আমাকে এ সংবাদও দেয়া হয়েছে যে, জিব্রীল [আঃ] নবী [সাঃআঃ]-এর নিকট আসলেন। তখন তাহাঁর পাশে উম্মু সালামাহ [রাদি.] ছিলেন। জিব্রীল [আঃ] কথা বলিতে লাগলেন এবং পরে চলে গেলেন। তারপর রসূলুল্লাহ্ [সাঃআঃ] উম্মু সালামাকে প্রশ্ন করিলেন, ইনি কে ছিলেন? বা এমন কথা বলিলেন। উম্মু সালামাহ [রাদি.] জবাব দিলেন, ইনি দিহয়াহ্ কালবী [রাদি.]। উম্মু সালামাহ [রাদি.] বলেন, আল্লাহর শপথ! আমি তো তাকে দিহয়াহ্ কালবী বলেই মনে করেছিলাম। যে পর্যন্ত না রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর বক্তৃতা শুনলাম। তিনি আমাদের কথা বলছিলেন, কিংবা এম বলছিলেন। অর্থাৎ- জিব্রীল প্রবেশের বিররণ দিচ্ছিলেন। বর্ণনাকারী বলেন, আমি রাবী আবু উসামাকে প্রশ্ন করলাম যে, আপনি এ হাদীস কার থেকে শুনেছেন? তিনি বলিলেন, উসামাহ্ ইবনি যায়দ [রাদি.] হইতে। [

ইসলামিক ফাউন্ডেশন- ৬০৯৩, ইসলামিক সেন্টার-৬১৩৪]

Comments

Leave a Reply