উমানের [ওমান দেশের] অধিবাসীগণের ফযিলত
উমানের [ওমান দেশের] অধিবাসীগণের ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫৭. অধ্যায়ঃ উমানের [ওমান দেশের] অধিবাসীগণের ফযিলত
৬৩৮৯. আবু বারযাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] এক ব্যক্তিকে কোন এক আরব গোত্রের নিকট প্রেরণ করিলেন। তারা তাঁকে গালি-গালাজ ও মারধর করিল। সে রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট এসে তাঁকে কাহিনী বর্ণনা করিল। তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃ তুমি বংশধরগণের নিকট যেতে তাহলে তারা তোমাকে গালিও দিত না এবং মারধরও করত না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৬৪, ইসলামিক সেন্টার- ৬৩১৩]
Leave a Reply