উভয় ফুঁৎকারের মধ্যে ব্যবধান
উভয় ফুঁৎকারের মধ্যে ব্যবধান >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৮. অধ্যায়ঃ উভয় ফুঁৎকারের মধ্যে ব্যবধান
৭৩০৪. আবু হুরাইরাহ [রাযি:] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ উভয় ফুঁৎকারের মাঝে [ব্যবধান] চল্লিশ হইবে। সহাবাগণ বলিলেন, হে আবু হুরায়রা্! চল্লিশ দিন [ব্যবধান]? তিনি বলিলেন, আমি এ ব্যাপারে সন্দিহান। তারা আবারো প্রশ্ন করিলেন, এ কি চল্লিশ মাস? এবারো তিনি বলিলেন, এ সন্দেহ পোষণ করি। তারা আবারও বলিল, তা কি চল্লিশ বছর? তিনি বলিলেন, আমি তা বলি না। তারপর আকাশ হইতে বৃষ্টিপাত হইবে, এতে মানুষ উদ্গত হইবে যেমন উদ্ভিদ উদ্গত হয়।
এরপর তিনি বলিলেন, একটি হাড় ছাড়া মানুষের সকল শরীর পঁচে যাবে। আর সে হাড়টি হলো, মেরুদণ্ডের হাড়। কিয়ামাতের দিন এ হাড় হইতেই পুনরায় মানুষকে পুনঃসৃষ্ট করা হইবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৬, ইসলামিক সেন্টার- ৭১৯৮]
৭৩০৫. আবু হুরাইরাহ [রাযি:] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, মানুষের সব কিছুই মাটিতে খেয়ে ফেলবে। কেবল মেরুদণ্ডের হাড় বাকী থাকিবে। এর দ্বারাই প্রথমতঃ মানুষ সৃষ্টি করা হয়েছে এবং এর দ্বারাই আবার তাদেরকে জোড়া লাগানো হইবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৭, ইসলামিক সেন্টার- ৭১৯৯]
৭৩০৬. আবু হুরাইরাহ [রাযি:] হইতে বর্ণীতঃ
তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে কতিপয় হাদীস উল্লেখ করিয়াছেন। তন্মধ্যে একটি হাদীস হচ্ছে এই যে, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মানুষের শরীরে এমন একটি হাড্ডি আছে, যা জমিন কখনো ভক্ষণ করিবে না। কিয়ামতের দিন এর দ্বারাই পুনরায় মানুষ সৃষ্টি করা হইবে। সহাবাগণ বলিলেন, হে আল্লাহর রসূল! এ আবার কোন হাড্ডি? তিনি বলিলেন, এ হলো, মেরুদণ্ডের হাড্ডি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৪৮, ইসলামিক সেন্টার- ৭২০০]
Leave a Reply