উট বিক্রি করা, ধার নেয়া ও একই শ্রেণীর পশুর বিনিময়

উট বিক্রি করা, ধার নেয়া ও একই শ্রেণীর পশুর বিনিময়

উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২১. অধ্যায়ঃ উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা
২২. অধ্যায়ঃ কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম
২৩. অধ্যায়ঃ একই শ্রেণীর পশু কম-বেশি করে বিনিময় করা বৈধ

২১. অধ্যায়ঃ উট বিক্রি করা ও নিজে তাতে আরোহণের শর্ত করা

৩৯৯০. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি তার ক্লান্ত উটের উপর আরোহী হয়ে ভ্রমণ করছিলেন। তিনি উটটি ছেড়ে দেয়ার ইচ্ছা করেন। তিনি বলেন, এরপর আমার সাথে নবী [সাঃআঃ] -এর সাক্ষাৎ হয়। তিনি আমার জন্য দুআ করেন এবং উটটিকে আঘাত করেন। এরপর উট এমনভাবে চলতে থেকে যে, যেমন আর কখনও চলেনি। তিনি বলেন, এটি আমার নিকট এক উকিয়ার বিনিময়ে বিক্রি করো। আমি বললাম, না। তিনি আবারও বলিলেন, আমার নিকট এটিকে বিক্রি করে দাও। অতঃপর এক উকিয়ার বিনিময়ে তা বিক্রি করে দিলাম এবং আমার বাড়ী পর্যন্ত তাতে আরোহী হওয়ার শর্ত করলাম। যখন আমি পৌঁছালাম তখন তাহাঁর নিকট উট নিয়ে আসলাম। তিনি আমাকে তাহাঁর মূল্য পরিশোধ করিলেন। পরে ফিরে গেলাম। তিনি আমার পেছনে ডাকতে পাঠালেন এবং বলিলেন, আমি কি তোমার উট নেয়ার জন্য মূল্য কম বলেছিলাম? তোমার উট নিয়ে যাও এবং তোমার দিরহামও তুমি নিয়ে যাও।

[ ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫৩, ইসলামিক সেন্টার-৩৯৫২]

৩৯৯১. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] থেকে ইবনি নুমায়রের হাদীসের মতই বর্ণনা করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫৪, ইসলামিক সেন্টার-৩৯৫৩]

৩৯৯২. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি একবার রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সঙ্গে জিহাদে যাই। আমি একটি ধীরগতির উটের পিঠে চলছিলাম, তিনি আমাকে বললেনঃ তোমার উটের কী হয়েছে? আমি বললাম, অসুখ হয়েছে। অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ] পশ্চাতে গেলেন এবং উটকে ধমক দিলেন ও দুআ করিলেন। এরপর তা সকল উটের আগে আগে চলতে থাকে। তিনি বলিলেন, এখন তোমার উটের অবস্থা কী? আমি বললাম, ভালই; আপনার বারাকাতের পরশ লেগেছে। তিনি বলএন, এটি আমার নিকট বেচে দিবে কি? আমি লজ্জিত হলাম। কারণ এটা ছাড়া আমাদের অন্য কোন বহনকারী উট ছিল না। অবশেষে বললাম, হ্যাঁ। সুতরাং নবী [সাঃ ] -এর নিকট এটা এ শর্তে বিক্রি করলাম যে, মাদীনাহ্‌ পর্যন্ত তার উপর আরোহণ করা আমার অধিকারে থাকিবে। তিনি বলিলেন, এরপর আমি আরয করলামঃ হে আল্লাহর রসূল! আমি সদ্য বিবাহিত। তাই আমি তাহাঁর নিকট অনুমতি চাইলাম [তাড়াতাড়ি চলে আসার], তিনি আমাকে অনুমতি দিলেন। সুতরাং অন্যান্য লোকের আগেই আমি মাদীনার দিকে রওয়ানা হলাম। যখন শেষ সীমায় পৌঁছালাম তখন আমার মামার সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি আমার কাছে উটের অবস্থা জিজ্ঞেস করিলেন। আমি তাকে সে সব কথা জানালাম যা এ ব্যাপারে আমি করেছি। তিনি এজন্যে আমাকে তিরস্কার করিলেন। জাবির [রাদি.] বলিলেন, আমি যখন রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নিকট অনুমতি প্রার্থনা করি তখন তিনি আমাকে জিজ্ঞেস করিলেন, তুমি কি কুমারী মেয়ে বিবাহ করেছো, না পূর্ব বিবাহিতাকে? বললাম, আমি পূর্ব বিবাহিতাকে নারীকে বিবাহ করেছি। তিনি বলিলেন, কেন কুমারী বিবাহ করোনি? যার সাথে তুমি আমোদ-প্রমোদ করিতে আর সেও তোমার সাথে আমোদ-প্রমোদ করত। আমি বললেম, হে আল্লাহর রসূল! আমার কয়েকজন ছোট ছোট বোন রেখে আমার পিতা মারা যান অথবা [বলেন] শাহাদাত বরণ করেন। তাই আমি পছন্দ করিনি তাদের নিকট তাদেরই মত আর একজনকে বিবাহ করে আনতে যে তাদের সুশিক্ষা দিতে ও দায়িত্ব গ্রহণ করিতে পারবে না। এ কারণে আমি পূর্ব বিবাহিতা নারীকে বিবাহ করেছি, যাতে সে তাদের দেখাশুনা করিতে পারে ও সুশিক্ষা দিতে পারে। জাবির [রাদি.] বলেন, যখন রসূলুল্লাহ [সাঃআঃ] মাদীনায় পৌঁছালেন, আমি ভোরে উটসহ তাহাঁর নিকট হাযির হলাম। তিনি তার মূল্য আমাকে প্রদান করেন এবং উটও ফেরত দেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫৫, ইসলামিক সেন্টার-৩৯৫৪]

৩৯৯৩. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা একবার রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সাথে মক্কা থেকে মাদীনায় আগমন করি। অতঃপর আমার উট অসুস্থ হয়ে পড়ে, অতঃপর পূর্ণ ঘটনাসহ তিনি হাদীস বর্ণনা করেন। আর এ বর্ণনায় আছে যে, তিনি আমাকে বলিলেন, আমার নিকট তোমার এ উট বিক্রি করো। আমি বললাম, না, বরং এটা আপনারই হে আল্লাহর রসূল! তিনি বলিলেন, না, বরং আমার নিকটে বিক্রি কর। আমি বললাম, তাহলে আমার উপর এক ব্যক্তির এক উকীয়্যাহ্‌ স্বর্ণ পাওনা আছে তার বিনিময়ে এটি আপনার। তিনি বলিলেন, আমি এটা নিয়ে এলাম। তুমি এতে আরোহী হয়ে মাদীনাহ্‌ পর্যন্ত যেতে পারবে। জাবির [রাদি.] বলিলেন, যখন আমি মাদীনায় পৌঁছালাম তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বিলালকে বলিলেন, একে এক উকীয়্যাহ্‌ স্বর্ণ দাও এবং কিছু বাড়তি দাও। অতঃপর তিনি আমাকে এক উকীয়্যাহ্‌ স্বর্ণ দিলেন এবং এক কীরাত বাড়তি দিলেন।

জাবির [রাদি.]বলেন, আমি [মনে মনে] বললামঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -এর এ বাড়তি বস্তু কখনও আমার থেকে আলাদা হইবে না। রাবী বলেন, অতঃপর তা আমার নিকট একটি থলির মধ্যে থাকত। সিরিয়াবাসীরা হার্‌রা দিবসে তা ছিনিয়ে নিয়ে যায়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫৬, ইসলামিক সেন্টার-৩৯৫৫]

৩৯৯৪. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা এক সফরে নবী [সাঃআঃ] -এর সাথে ছিলাম। আমার উট পিছনে থেকে যায়, অতঃপর হাদীসটি পূর্ণ বর্ণনা করেন। আর তাতে বলেনঃ অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ] উটটিকে খোঁচা দিলেন। তারপর সর্বদা আমাকে বেশি দিতে থাকেন এবং বলিতে থাকেন, আল্লাহ তোমাকে মাফ করুন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫৭, ইসলামিক সেন্টার-৩৯৫৬]

৩৯৯৫. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যখন আমার নিকট নবী [সাঃআঃ] আসলেন তখন আমার উট ক্লান্ত হয়ে পড়েছিল। তারপর তিনি উটটিকে খোঁচা দিলেন। এতে সে দৌড়াতে শুরু করিল। পরে আমি এটার লাগাম টেনে ধরি নবী [সাঃআঃ] -এর কথা শুনার জন্য, কিন্তু তা আমি পেরে উঠলাম না। অবশেষে নবী [সাঃআঃ] আমার সাথে একত্রিত হন এবং বলেন, আমার নিকট একে বিক্রি করো। সুতরাং পাঁচ উকিয়্যার বিনিময়ে আমি একে বিক্রি করি। জাবির [রাদি.] বলেন, আমি এ শর্ত করলাম যে, মাদীনাহ্‌ পর্যন্ত আমি এতে সওয়ার হয়ে যাব। তিনি বলেন, মাদীনাহ্‌ পর্যন্ত তুমি সওয়ার হইতে পারবে। জাবির [রাদি.] বলেন, যখন আমি মাদীনায় পৌঁছালাম তখন উটসহ আমি তাহাঁর নিকট গেলাম। তিনি আমাকে আরো এক উকিয়্যাহ্‌ বাড়তি দেন এবং পরে নবী [সাঃআঃ] উটটিও আমাকে প্রদান করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫৮, ইসলামিক সেন্টার-৩৯৫৭]

৩৯৯৬. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সঙ্গে কোন এক সফরে সঙ্গী থাকি। রাবী বলেন, হয়ত তিনি যুদ্ধে সফরের কথা বলেছেন এবং পূর্ণ হাদীস বর্ণনা করেন। তাতে আরও বাড়তে আছে যে, তিনি বলেনঃ হে জাবির! আমি কি মূল্য পরিশোধ করেছি? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, মূল্য তোমার, উটও তোমার।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৫৯, ইসলামিক সেন্টার-৩৯৫৮]

৩৯৯৭. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমার থেকে একটি উট দু উকিয়্যাহ্ ও এক দিরহাম বা দু দিরহামের বিনিময়ে ক্রয় করেন। যখন তিনি সিরার নামক স্থানে পৌঁছেন, তখন একটি গাভী যাবাহ করার জন্যে আমাকে আদেশ দেন। তারা সকলেই তা খেলেন। যখন তিনি মাদীনায় পৌঁছেন তখন আমাকে মাসজিদে আসার ও দুরাকআত আদায়ের হুকুম করেন। তিনি আমাকে উটের মূল্য ওজন করে দেন এবং কিছু বেশী দেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬০, ইসলামিক সেন্টার-৩৯৫৯]

৩৯৯৮. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] -এর ঘটনা বর্ণনা করেন। এতে তিনি আরও বলেন যে, তিনি [সাঃআঃ] যে দাম বলেন আমার থেকে সে দামে তা ক্রয় করেন। তিনি দু উকীয়্যাহ্ ও এক দিরহাম এবং দু দিরহামের কথা উল্লেখ করেননি। আর তিনি গাভী যাবাহ করার কথা বলেন। সুতরাং তা নহর করা হয় ও পরে গোশ্ত বণ্টন করা হয়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬১, ইসলামিক সেন্টার-৩৯৬০]

৩৯৯৯. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

, নবী [সাঃআঃ] তাকে বলেন, আমি চার দীনার মূল্যে তোমার উট নিলাম, আর এর পিঠে চড়ে তুমি মাদীনায় যেতে পারবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬২, ইসলামিক সেন্টার-৩৯৬১]

২২. অধ্যায়ঃ কোন কিছু ধার নেয়া এবং তারচেয়ে উৎকৃষ্ট কিছু দ্বারা ধার পরিশোধ করা উত্তম

৪০০০. আবু রাফি [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] এক ব্যক্তির থেকে একটি উটের বাচ্চা ধার নেন। এরপর তাহাঁর নিকট সদাকাহ্র উট আসে। তিনি আবু রাফিকে সে ব্যক্তির উটের ধার শোধ করার আদেশ দান করেন। আবু রাফি রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নিকট ফিরে এসে জানালেন যে, সদাকাহ্র উটের মধ্যে আমি সেরূপ দেখছি না , তার চেয়ে উৎকৃষ্ট উট আছে। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ ওটাই তাকে দাও। সে ব্যক্তিই উত্তম যে ধার পরিশোধে উত্তম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬৩, ইসলামিক সেন্টার-৩৯৬২]

৪০০১. রসূলুল্লাহ [সাঃআঃ] -এর আযাদকৃত গোলাম আবু রাফি [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উটের একটি বাচ্চা ধার নেন, এরপর উক্তরূপ বর্ণনা করেন। তবে এতে তিনি বলেন যে, আল্লাহর বান্দাদের মধ্যে সে ব্যক্তি ভাল যে দেনা পরিশোধে উত্তম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬৪, ইসলামিক সেন্টার-৩৯৬৩]

৪০০২. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] -এর উপর এক ব্যক্তির ঋণ ছিল। সে তাহাঁর সাথে কঠোর ব্যবহার করে। এতে নবী [সাঃআঃ] -এর সাহাবীগণ তাকে [শাসন করিতে] উদ্যত হন। নবী [সাঃআঃ] বললেনঃ পাওনাদারের কিছু বলার অধিকার আছে। তারপর তিনি সাহাবীদেরকে বললেনঃ তোমরা তার জন্যে একটি উট খরিদ করো এবং তাকে সেটি দিয়ে দাও। তারা বলিলেন, আমরা যে উট পাই তা তার উটের চেয়ে উত্তম। নবী [সাঃআঃ] বলেনঃ ওটা খরিদ করো ও তাকে দিয়ে দাও। কারণ তোমাদেরক বা তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে দেনা পরিশোধ করার ব্যাপারে উত্তম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬৫, ইসলামিক সেন্টার-৩৯৬৪]

৪০০৩. আবু কুরায়ব [রহমাতুল্লাহি আলাইহি] আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] একটি উট ঋণ করে আনেন। অতঃপর এর থেকে বড় একটি উট তাকে দিয়ে বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম , যে উত্তমভাবে ঋণ শোধ করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬৬, ইসলামিক সেন্টার-৩৯৬৫]

৪০০৪. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক ব্যক্তি রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নিকট এসে ধার নেয়া উট দাবী করিতে থাকে। তিনি [সাঃআঃ] বলিলেন, তার উটের চেয়ে উৎকৃষ্ট উট তাকে দাও এবং বলেন, তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যে ধার পরিশোধের ক্ষেত্রে উত্তম।

[ই .ফা. ৩৯৬৭, ইসলামিক সেন্টার-৩৯৬৬]

২৩. অধ্যায়ঃ একই শ্রেণীর পশু কম-বেশি করে বিনিময় করা বৈধ

৪০০৫. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা একজন গোলাম এসে নবী [সাঃআঃ] -এর নিকট হিজারাতের উপর বাইআত করেন। নবী [সাঃআঃ] বুঝতে পারেননি যে, সে লোকটি গোলাম। অতঃপর তার মনিব তাকে নিয়ে যাওয়ার জন্যে চলে আসেন। নবী [সাঃআঃ] তাকে বলেনঃ আমার কাছে একে বিক্রি করে দাও। তারপর তিনি দুজন কালো রং বিশিষ্ট গোলামের বিনিময়ে একে খরিদ করেন। এরপর থেকে তিনি বাইআত নিতেন না যতক্ষণ না জিজ্ঞেস করিতেন যে, সে গোলাম কি-না?

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৯৬৮, ইসলামিক সেন্টার-৩৯৬৭]


Posted

in

by

Comments

One response to “উট বিক্রি করা, ধার নেয়া ও একই শ্রেণীর পশুর বিনিময়”

Leave a Reply