ইহরামের প্রকারভেদ ও তার গুণ পরিচয়

ইহরামের প্রকারভেদ ও তার গুণ পরিচয়

 ইহরামের প্রকারভেদ ও তার গুণ পরিচয় >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায় ৩ঃ ইহরামের প্রকারভেদ ও তার গুণ পরিচয়

৭২৭ – আয়িশা [রাঃআঃ] থেকে বর্ণিতঃ

তিনি বলেন, হাজ্জাতুল বিদার বছর আমরা নাবী [সাঃআঃ]-এর সঙ্গে বের হই। আমাদের মধ্যে কেউ কেবল উমরাহর ইহরাম বাঁধলেন, আর কেউ হাজ্জ ও উমরাহ উভয়টির ইহরাম বাঁধলেন। আর কেউ শুধু হাজ্জ-এর ইহরাম বাধলেন এবং আল্লাহর রাসূল [সাঃআঃ] শুধু হাজ্জের জন্য ইহরাম বাঁধলেন। ফলে যারা কেবল উমরাহর জন্য ইহরাম বেঁধেছিলেন তাঁরা [উমরাহ সমাধা করে] হালাল হলেন আর যারা হাজ্জ বা হাজ্জ ও উমরাহ উভয়ের জন্য ইহরাম বেঁধেছিলেন তারা কুরবানীর দিন না আসা পর্যন্ত হালাল হতে পারলেন না। {৭৭৪}

{৭৭৪} বুখারী ২৯৪, ৩০৫, ৩১৬, ১৫১৮, ১৫৫৬, ১৫৬২, মুসলিম ১২১১, তিরমিয়ী ৯৩৪, ৯৪৫, নাসায়ী ২৯০, ২৪৮, আবূ দাউদ ১৭৮২, ১৯৯৫, ইবনু মাজাহ ২৯৬৩, ২৯৯৯, আহমাদ ২৩৫৮১, ২৩৬৩৯, ১৮৬২ ৷ ইহরামের প্রকারভেদ হাদিসের তাহকীকঃ সহিহ হাদিস


by

Comments

Leave a Reply