যে সকল কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে
যে সকল কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১. অধ্যায়ঃ যে সকল কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, তাদের বিরুদ্ধে পূর্ব ঘোষণা ব্যতীত যুদ্ধের বৈধতা
৪৪১১. ইবনে আওন [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নাফি [রহমাতুল্লাহি আলাইহি] -কে এ কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে, যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দ্বীনের দাওয়াত দেয়া প্রয়োজন কি-না? ইবনি আওন বলেন, তখন তিনি আমাকে লিখলেন যে, এ [প্রথা] ইসলামের প্রারম্ভিক যুগে ছিল। রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বানূ মুসতালিকের উপর অতর্কিত আক্রমণ করিলেন এমন অবস্থায় যে, তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তিনি তাদের যোদ্ধাদের হত্যা করিলেন এবং বাকীদের বন্দী করিলেন। আর সেদিনেই তাহাঁর হস্তগত হয়েছিল- ইয়াহইয়া বলেন যে, আমার মনে হয় তিনি বলেছেন – জুওয়াইরিয়াহ্ কিংবা নিশ্চিতরূপে বলেছেন হারিসের কন্যা। বর্ণনাকারী বলেন, এ হাদীস আমাকে আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] বর্ণনা করিয়াছেন। তিনি তখন সে সেনাদলের মধ্যে ছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৭০, ইসলামিক সেন্টার- ৪৩৭০]
৪৪১২. ইবনি আওন [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ একই সূত্র হইতে বর্ণীতঃ
উল্লিখিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু তিনি জুওয়াইরিয়াহ্ বিনতু হারিস এর নাম উল্লেখ করিয়াছেন তাতে সন্দেহ পোষণ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৭১, ইসলামিক সেন্টার- ৪৩৭১]
Leave a Reply