ইসলামিক চিকিৎসা পদ্ধতি

ইসলামিক চিকিৎসা পদ্ধতি

হাদিসঃ সহিহুল বুখারি – ৫৬৭৮ঃ আবূ হুরাইরা (রাঃ) সূত্রে নবী (সাঃআঃ) হইতে বর্ণিতঃ

তিনি বলেছেনঃ আল্লাহ্‌ এমন কোন রোগ পাঠাননি যার আরোগ্যের ব্যবস্থা দেননি।

(আধুনিক প্রঃ- ৫২৬৭, ইঃ ফাঃ- ৫১৬৩)

===========

আদাবুলমুফরাদ -৪৯৪ঃ আবু সাঈদ খুদরী ও আবু হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণীত

নাবী [সাঃআঃ] বলেনঃ মুসলিম বান্দার উপর রোগ-শোক, দুঃখ-কষ্ট, দুর্ভাবনা যাই আসুক, এমনকি যে কাঁটা তার গায়ে বিধে তার বিনিময়ে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করেন

[বোখারী, মুসলিম, তিরমিজী, আবু দাউদ]। হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস

আদাবুলমুফরাদ -৪৯৫ঃ আবদুর রহমান ইবনি সাঈদ [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীত

তিনি বলেন, আমি সালমান [রাঃআঃ]-এর সাথে ছিলাম। তিনি কিন্দায় এক রোগীকে দেখিতে গেলেন। তিনি তার নিকট প্রবেশ করে বলেন, তুমি সুসংবাদ গ্রহণ করো। কেননা আল্লাহ মুমিন বান্দার রোগকে তার গুনাহসমূহের কাফফারা ও অনুশোচনাস্বরূপ গ্রহণ করেন। আর পাপাচারীর রোগ হলো এমন উটতুল্য যাকে তার মালিক বেঁধে রাখলো, অতঃপর ছেড়ে দিলো। অথচ সে জানে না যে, তারা কেন তাকে বাঁধলো এবং কেনই বা তাকে ছেড়ে দিলো।

হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস

আদাবুলমুফরাদ -৪৯৬ঃ আবু হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণীত

নাবী [সাঃআঃ] বলেনঃ ঈমানদার পুরুষ ও নারীর জান-মাল ও পরিবার-পরিজনের উপর বালা-মুসীবত লেগেই থাকে। অতঃপর সে মহামহিম আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাত করে যে, তার কোন গুনাহই অবশিষ্ট থাকে না

[তিরমিজী, আহমাদ]। হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস


Posted

in

by