ইমামের দায়িত্ব

ইমামের দায়িত্ব

ইমামের দায়িত্ব >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ৪, অধ্যায়ঃ ২৭

  • অধ্যায়ঃ ২৭. প্রথম অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ২৭. দ্বিতীয় অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ২৭. তৃতীয় অনুচ্ছেদ

অধ্যায়ঃ ২৭. প্রথম অনুচ্ছেদ

১১২৯. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ]-এর চেয়ে আর কোন ইমামের পেছনে এতো হালকা ও পরিপূর্ণ সলাত আদায় করিনি। তিনি যদি [সলাতের সময়] কোন শিশুর কান্নার শব্দ পেতেন, মা চিন্তিত হয়ে পড়বে মনে করে সলাত হালকা করে ফেলতেন।{১}

{১} সহীহ : বোখারী ৭০৮, মুসলিম ৪৭০। ইমামের দায়িত্ব -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১১৩০. আবু ক্বাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] ইরশাদ করেছেনঃ আমি সলাত আরম্ভ করলে তা লম্বা করার ইচ্ছা করি। কিন্তু যখনই [পেছন থেকে] শিশুদের কান্নার শব্দ শুনি, তখন আমার সলাতকে আমি সংক্ষেপ করি। কারণ তার কান্নায় তার মায়ের মনের উদ্বিগ্নতা বেড়ে যাওয়ার আশংকায়। ] {১}

{১} সহীহ : বোখারী ৭১০। ইমামের দায়িত্ব -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১১৩১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] ইরশাদ করেছেনঃ তোমাদের যারা মানুষের সলাত আদায় করায় সে যেন সলাত সংক্ষেপ করে। কারণ [তার পেছনে] মুক্তাদীদের মধ্যে রোগী, দুর্বল, বুড়ো থাকে [তাদের প্রতি খেয়াল রাখাও দরকার]। আর তোমাদের কী যখন একা সলাত আদায় করিবে সে যত ইচ্ছা সলাত দীর্ঘ করিতে পারে। {১}

{১} সহীহ : বোখারী ৭০৩, মুসলিম ৪৬৭। ইমামের দায়িত্ব -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১১৩২. ক্বায়স ইবনি আবু হাযিম [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আবু মাসউদ [রাদি.] আমাকে বলেছেন, একদিন এক লোক রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট এসে আবেদন করিল, হে আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]! আল্লাহ্‌র শপথ, অমুক লোক খুব দীর্ঘ সলাত পড়াবার জন্যে আমি ফাজরের সলাতে দেরী করে আসি। আবু মাসউদ বলেন, সেদিন অপেক্ষা উপদেশ করার সময় আর কোন দিন তাঁকে [রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে] আজকের মতো এত রাগ করিতে দেখিনি। তিনি [সাঃআঃ]-বলেনঃ তোমাদের কেউ কেউ [দীর্ঘ করে সলাত আদায় করে] মানুষকে বিরক্ত করে তোলে। [সাবধান!] তোমাদের যে লোক মানুষকে [জামাআতে] সলাতে ঈমামতি করিবে। সে যেন সংক্ষেপে সলাত আদায় করায়। কারণ মুক্তাকীদের মাঝে দুর্বল, বুড়ো, প্রয়োজনের তাড়ার লোকজন থাকে। {১}

{১} সহীহ : বোখারী ৭০২, মুসলিম ৪৬৬। ইমামের দায়িত্ব -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

অধ্যায়ঃ ২৭. প্রথম অনুচ্ছেদ

১১৩৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] ইরশাদ করেছেনঃ তোমাদেরকে ঈমাম সলাত আদায় করাবেন। বস্তুতঃ যদি সলাত ভালোভাবে পড়ায় তবে তোমাদের জন্যে সফলতা আছে [তার জন্যেও আছে]। আর সে যদি কোন ভুল করে ফেলে তাহলে তোমরা সাওয়াব পাবে। তার জন্যে সে পাপী হবে। {১}

{১} সহীহ : বোখারী ৬৯ । ইমামের দায়িত্ব -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১১৩৪. উসমান ইবনি আবিল আস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে যে শেষ ওয়াসিয়্যাত করিয়াছেন তা ছিল, যখন তোমরা মানুষের [সলাতের] ঈমামতি করিবে, করে সলাত পড়াবে।

সহীহ মুসলিমের আর এক সুত্রে পাওয়া যায়, রাসূলুল্লাহ [সাঃআঃ] উসমানকে বলেছেনঃ নিজ জাতির ঈমামতি করো। উসমান বললেন, আমি আবেদন করলাম, আল্লাহ্‌র রসূল [সাঃআঃ]! আমার মনে খটকা লাগে। এ কথা শুনে রাসূলুল্লাহ [সাঃআঃ] বল্লেনঃ আমার নিকট আসো। আমি তাহাঁর নিকট আসলে তিনি আমাকে তাহাঁর সামনে বসালেন। আমার সিনার উপর দুছাতির মাঝে তাহাঁর নিজের হাত রেখে বললেন। এদিকে পিঠ ফিরাও। আমি তাহাঁর দিকে আমার পিঠ ফিরালাম। তিনি আমার পিঠে দুকাধের উপর হাত রাখলেন এবং বললেনঃ যাও, নিজের জাতির সলাতে ঈমামতি করো। [মনে রাখবে] যখন কোন লোক কোন জাতির ঈমামতি করিবে তার উচিত ছোট করে সলাত আদায় করানো। কারণ সলাতে বৃদ্ধ লোক থাকে। অসুস্থ মানুষ থাকে। দুর্বল ও প্রয়োজনের তাড়া থাকে এমন লোক উপস্থিত হয়। যখন কেউ একা একা সলাত আদায় করিবে সে যেভাবে [যত দীর্ঘ] চায় আদায় করিবে।{১}

{১} সহীহ : মুসলিম ৪৬৮। {বিঃ দ্রঃ এ অধ্যায়টিতে দ্বিতীয় অনুচ্ছেদ নেই। [وَهذَا الْبَابُ خَالٍ عَنِ اَلْفَصْلِ الثَّانِيْ] .] ইমামের দায়িত্ব -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১১৩৫. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদেরকে হালকা করে সলাত আদায় করার নির্দেশ দিয়েছেন। আর তিনি আমাদেরকে যখন সলাত আদায় করাতেন সাফফাত সূরাহ দিয়ে সলাত আদায় করাতেন। {১}

{১} সহীহ : নাসায়ী ৮২৬, ইবনি খুযায়মাহ্ ১৬০৬, ত্ববারানী তার কাবীরে ১৩১৯৪, আহমাদ ৪৭৯৬, সুনান আল কুবরা লিল বায়হাক্বী ৫২৮২। ইমামের দায়িত্ব -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply