আহারকারীর বিনয় -নম্রতা মুস্তাহাব এবং তার উপবেশনের নিয়ম

আহারকারীর বিনয় -নম্রতা মুস্তাহাব এবং তার উপবেশনের নিয়ম-কানুন

আহারকারীর বিনয় -নম্রতা মুস্তাহাব এবং তার উপবেশনের নিয়ম-কানুন। >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৪. অধ্যায়ঃ আহারকারীর বিনয় -নম্রতা মুস্তাহাব এবং তার উপবেশনের নিয়ম-কানুন।

৫২২৬. আনাস ইব্‌নে মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] –কে জানুদ্বয় উচ্চে তুলে উপরি বৈঠকে খেজুর খেতে লক্ষ্য করেছি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫৮, ইসলামিক সেন্টার- ৫১৭০]

৫২২৭. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] –এর নিকট শুকনো খেজুর আনা হলে তিনি তা ভাগ করিতে লাগলেন এবং স্বয়ং জানুদ্বয় তুলে উপরি বৈঠক অবস্থায় জলদি এগুলো থেকে আহার করছিলেন। যুহায়র [রহমাতুল্লাহি আলাইহি]-এর বর্ণনায় [আরবী] শব্দের স্থান [আরবী] শব্দ বর্ণিত হয়েছে। [দুটি শব্দের একই অর্থ – দ্রুত]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫৯, ৫১৭১]


Posted

in

by

Comments

Leave a Reply