নবী [সাঃআঃ]-এর আহলে বায়াত ফযিলত

নবী [সাঃআঃ]-এর আহলে বায়াত ফযিলত

নবী [সাঃআঃ]-এর আহলে বায়াত ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৯. অধ্যায়ঃ নবী [সাঃআঃ]-এর আহলে বায়াত ফযিলত

৬১৫৫. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] সকালে বের হলেন। তাহাঁর পরনে ছিল কালো নকশী দ্বারা আবৃত একটি পশমী চাদর। হাসান ইবনি আলী [রাদি.] এলেন, তিনি তাঁকে চাদরের ভেতর প্রবেশ করিয়ে নিলেন। হুসায়ন ইবনি আলী [রাদি.] এলেন, তিনিও চাদরের অভ্যন্তরে ঢুকে পড়লেন। ফাতিমা [রাদি.] এলেন, তাঁকেও ভেতরে ঢুকিয়ে ফেললেন। তারপর আলী [রাদি.] এলেন তাঁকেও ভেতরে ঢুকিয়ে নিলেন। তারপরে বললেনঃ

 إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا

হে আহলে বায়ত! আল্লাহ তাআলা তোমাদের হইতে অপবিত্রতাকে দূরীভূত করে তোমাদের পবিত্র করিতে চান- [সূরাহ্ আল আহযাব ৩৩:৩০]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪৩, ইসলামিক সেন্টার- ৬০৮০]

Comments

Leave a Reply