বাইআতে রিযওয়ানে অংশগ্রহনকারী আসহাবে শাজারাহ [রা]-এর ফযিলত

বাইআতে রিযওয়ানে অংশগ্রহনকারী আসহাবে শাজারাহ [রাদি.]-এর ফযিলত

বাইআতে রিযওয়ানে অংশগ্রহনকারী আসহাবে শাজারাহ [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩৭. অধ্যায়ঃ বাইআতে রিযওয়ানে অংশগ্রহনকারী আসহাবে শাজারাহ [রাদি.]-এর ফযিলত

৬২৯৮. জাবির ইবনি আব্দুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

আমাকে উম্মু মুবাশশার [রাদি.] অবহিত করিয়াছেন যে, তিনি রসূলুল্লাহ্ [সাঃআঃ] কে হাফসাহ [রাদি.] এর নিকট বলিতে শুনেছেন, আল্লাহ চান তো বৃক্ষের নীচে বসে বাইআতে রিযওয়ানে অংশগ্রহনকারীদের কেউই জাহান্নামে ঢুকবে না। তিনি [হাফসাহ] বলিলেন, হ্যাঁ, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! [কেন যাবে না] তখন তিনি তাকে নিন্দাবাদ করিলেন। হাফসাহ [রাদি.] বলেছিলেন আল্লাহ তাআলা বলেছেন,

 وَإِنْ مِنْكُمْ إِلاَّ وَارِدُهَا‏

তোমাদের মাঝে এমন কেউ নেই যে তা অতিক্রম না করিবে অর্থৎ- পুলসিরাত। তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলিলেন, আল্লাহ তো এও বলেছেন;

ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا

যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদের মুক্তি দিব এবং যালিমদেরকে হামাগুড়ি দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত অবস্থায় রেখে দিব।

[সূরাহ মারইয়াম ১৯: ৭১-৭২] [ই.ফা.৬১৭৯, ইসলামিক সেন্টার- ৬২২৩]

Comments

Leave a Reply