দুঃখ, অক্ষমতা, অলসতা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা
দুঃখ, অক্ষমতা, অলসতা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৪. অধ্যায়ঃ [আল্লাহর কাছে] ফিত্নাহ্ ইত্যাদির অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা
১৫. অধ্যায়ঃ অক্ষমতা, অলসতা ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা
১৬. অধ্যায়ঃ খারাপ সিদ্ধান্ত, [মুসীবাতে] দুঃখ পাওয়া ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা
১৪. অধ্যায়ঃ [আল্লাহর কাছে] ফিতনাহ ইত্যাদির অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা
৬৭৬৪ : আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এ দুআসমূহ পাঠের মাধ্যমে দুআ করিতেন,
اللَّهُمَّ فَإِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ فَإِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ
“আল্ল-হুম্মা ফাইন্নী আঊযুবিকা মিন্ ফিতনাতিন্ না-রি ওয়া আযা-বিন্ না-রি ওয়া ফিতনাতিল কব্রি ওয়া আযা-বিল্ কব্রি ওয়ামিন্ শার্রি ফিতনাতিল গিনা ওয়ামিন্ শার্রি ফিতনাতিল ফাক্রি ওয়া আঊযুবিকা মিন্ শার্রি ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-ল, আল্ল-হুম্মাগ্সিল খতা- ইয়া-ইয়া বিমা-য়িস্ সাল্জি ওয়াল বারাদ, ওয়ানাক্কি কল্বী মিনাল খতা-ইয়া- কামা- নাক্কাইতাস্ সাওবাল্ আব্ইয়াযা মিনাদ্ দানাস ওয়া বা-ইদ বাইনী ওয়া বাইনা খতা-ইয়া-ইয়া কামা- বা-আদ্তা বাইনাল মাশ্রিকি ওয়াল মাগ্রিব, আল্ল-হুম্মা ফা-ইন্নী আঊযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগ্রাম।” অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকট জাহান্নামের ফিতনা থেকে আশ্রয় চাই, জাহান্নামের শাস্তি হইতে আশ্রয় চাই, কবরের ফিতনাহ্, কবর শাস্তি ও ধন-সম্পদের ফিতনাহ্ এবং অসচ্ছলতার ফিতনার খারাবী হইতে আপনার নিকট আশ্রয় চাই। আমি আপনার নিকট মাসীহ দাজ্জালের ফিতনার বিভ্রান্তির অপকারিতা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমার গুনাহ্সমূহ বরফ ও কুয়াশার স্নিগ্ধ-শীতল পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আমার অন্তর পবিত্র করে দিন যেভাবে আপনি সাদা কাপড় ময়লা হইতে পরিষ্কার করে দেন। আমি ও আমার গুনাহসমূহের মাঝে দুরত্ব করে দিন যেমন আপনি পূর্ব ও পশ্চিমের মাঝে দুরত্ব সৃষ্টি করিয়াছেন। হে আল্লাহ! আমি আপনার নিকট অলসতা, বার্ধক্য, গুনাহ ও ধার-কর্জ হইতে আশ্রয় চাই।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৪, ইসলামিক সেন্টার- ৬৬৭৯]
৬৭৬৫. হিশাম [রহমাতুল্লাহি আলাইহি]-এর সানাদ হইতে বর্ণীতঃ
এ সূত্রে হুবহু হাদীস বর্ণিত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৫, ইসলামিক সেন্টার- ৬৬৮০]
১৫. অধ্যায়ঃ অক্ষমতা , অলসতা ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা
৬৭৬৬ : আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
“আল্ল-হুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল আজ্যি ওয়াল কাসালি ওয়াল জুব্নি ওয়াল হারামি ওয়াল বুখ্লি ওয়া আঊযুবিকা মিন আযা-বিল কব্রি ওয়ামিন ফিতনাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত”। অর্থাৎ- “হেআল্লাহ! আমি আপনার কাছে অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, বার্ধক্য, বখিলতা থেকে আশ্রয় চাচ্ছি। আমি আপনার নিকট আরও আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি, জীবন ও মরণের ফিতনার খারাবী থেকে।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৬, ইসলামিক সেন্টার- ৬৬৮১]
৬৭৬৭ : আনাস [রাদি.]-এর সানাদে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
তার অবিকল হাদীস বর্ণিত। তবে ইয়াযীদ বর্ণিত হাদীসে নবী [সাঃআঃ]-এর বাণী জীবন ও মরণের ফিতনার খারাবী হইতে কথাটি উল্লেখ নেই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৭, ইসলামিক সেন্টার- নেই]
৬৭৬৮ : আনাস ইবনি মালিক [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
তিনি আশ্রয় চেয়েছেন বর্ণিত বিষয়সমূহ থেকে এবং বখিলতা হইতে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৮, ইসলামিক সেন্টার- ৬৬৮২]
৬৭৬৯ : আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] এ দুআসমূহ পাঠ করিতেনঃ
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْكَسَلِ وَأَرْذَلِ الْعُمُرِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ
“আল্ল-হুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল বুখ্লি ওয়াল কাসালি ওয়া আর্যালিল উমুরি ওয়া আযা-বিল কব্রি ওয়া ফিতনাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত”। অর্থাৎ- “হে আল্লাহ! আমি আপনার নিকটে বখিলতা, অলসতা, নিকৃষ্ট জীবন-যাপন, কবরের শাস্তি এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২৯, ইসলামিক সেন্টার- ৬৬৮৩]
১৬. অধ্যায়ঃ খারাপ সিদ্ধান্ত , [মুসীবাতে] দুঃখ পাওয়া ইত্যাদি থেকে আশ্রয় প্রার্থনা করা
৬৭৭০ : আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] আশ্রয় প্রার্থনা করিতেন অদৃষ্টের অনিষ্ট থেকে, দুঃখ পাওয়া থেকে, শত্রুদের আনন্দ থেকে এবং বালা-মুসীবাতের কষ্ট থেকে।
আম্র তাহাঁর হাদীসে বলেছেন যে, সুফ্ইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] বলেছেন, আমি সন্দেহ করছি, এর মধ্যে একটি বাড়িয়ে বলেছি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৩০, ইসলামিক সেন্টার- ৬৬৮৪]
৬৭৭১ : খাওলা বিনতু হাকীম আস্ সুলামিয়্যাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, তিনি বলেছেনঃ যে লোক কোন ঘাঁটিতে নেমে এ দুআ পড়ে,
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
“আঊযু বিকালিমাতিল্ লা-হিত্ তা-ম্মা-তি মিন্ শার্রি মা- খলাক্”। (অর্থাৎ- “আমি আল্লাহর পরিপূর্ণ কালাম দিয়ে তাহাঁর নিকট তাহাঁর সৃষ্টির খারাবী হইতে আশ্রয় চাই।” সে ঐ ঘাঁটি হইতে অন্য ঘাঁটিতে রওনা না হওয়া পর্যন্ত তাকে কোন কিছুই কোন ক্ষতি সাধন করিতে পারবে না।)
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৩১, ইসলামিক সেন্টার- ৬৬৮৫]
৬৭৭২ : খাওলাহ্ বিনতু হাকীম আস্ সুলামিয়্যাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, তিনি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছেন যে, তিনি বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন কোন ঘাঁটিতে নামেন তখন সে যেন এ দুআ পড়ে-
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
“আঊযু বিকালিমাতিল্লা-হিত্ তা-ম্মা-তি মিন্ শার্রি মা- খলাক্”। (অর্থাৎ- আমি পূর্ণাঙ্গ কালিমাহ্ দ্বারা আল্লাহর নিকট তাহাঁর সৃষ্টির খারাবী থেকে পানাহ চাই। এতে সে লোক এ ঘাঁটি হইতে অন্যত্র রওনা হওযা পর্যন্ত কোন কিছু তাকে ক্ষতি সাধন করিতে পারবে না। )
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৩২, ইসলামিক সেন্টার- ৬৬৮৬]
৬৭৭৩ : আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক লোক নবী [সাঃআঃ]-এর নিকট এসে বলিল, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন করার কারণে আমি বড় কষ্ট পেয়েছি। তিনি বলিলেন, যদি তুমি সন্ধ্যায় এ দুআটি পড়তে
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
“আঊযু বিকালিমাতিল্লা-হিত্ তা-ম্মা-তি মিন্ শার্রি মা-খলাক্” (অর্থাৎ- আমি পূর্ণাঙ্গ কালিমাহ্ দ্বারা আল্লাহর নিকট তাহাঁর সৃষ্টির খারাবী থেকে পানাহ চাই। তাহলে সে তোমাকে ক্ষতি করিতে পারত না। )
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৩২, ইসলামিক সেন্টার- ৬৬৮৬]
৬৭৭৪ : আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
[তিনি বলেন,] এক লোক বলিল, হে আল্লাহর রসূল! আমাকে একটি বিচ্ছু দংশন করেছে। এরপর ইবনি ওয়াহ্ব-এর হাদীসের অবিকল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৩৩, ইসলামিক সেন্টার- ৬৬৮৭]
Leave a Reply