আল্লাহ এবং অমুক যা চায় [তাই হইবে]’ বলা নিষিদ্ধ
আল্লাহ এবং অমুক যা চায় [তাই হইবে]’ বলা নিষিদ্ধ >> রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন
পরিচ্ছেদ – ৩৩৩ : আল্লাহ এবং অমুক যা চায় [তাই হইবে]’ বলা নিষিদ্ধ
1/1754 عَنْ حُذَيْفَةَ بنِ اليَمَانِ رضي الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: «لاَ تَقُولُوا : مَا شَاءَ اللهُ وَشَاءَ فُلاَنٌ ؛ وَلَكِنْ قُولُوا : مَا شَاءَ اللهُ، ثُمَّ شَاءَ فُلاَنٌ» . رواه أبو داود بإسناد صحيح
১/১৭৫৪। হুযাইফাহ ইবনি ইয়ামান রাঃআঃ হইতে বর্ণিত, নবী সাঃআঃ বলেছেন, ‘‘তোমরা ‘আল্লাহ ও অমুক যা চায় [তাই হইবে]’ বলো না, বরং বলো, ‘আল্লাহ যা চান, তারপর অমুক যা চায় [তাই হইবে]।’’ [আবূ দাঊদ বিশুদ্ধ সূত্রে][1]
* [এবং বা ও যোগ করে বললে আল্লাহর ইচ্ছার সঙ্গে সৃষ্টির ইচ্ছাকে একাকার করে দেওয়া হয়। যেহেতু আল্লাহ একাই যা চান, তাই হয়ে থাকে। পক্ষান্তরে তাহাঁর চাওয়ার পরে কারো চাওয়ার কথাকে প্রকাশ করিতে হলে, ‘তারপর’ বা ‘অতঃপর’ বলে সংযোগ করিতে হইবে।]
[1] আবূ দাউদ ৪৯৮০, আহমাদ ২২৭৫৪, ২২৮২৮, ২২৮৭২
Leave a Reply