আবু সুফইয়ান ইবনি হারব [রাদি.]-এর ফযিলত
আবু সুফইয়ান ইবনি হারব [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪০. অধ্যায়ঃ আবু সুফইয়ান ইবনি হারব [রাদি.]-এর ফযিলত
৬৩০৩. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
মুসলিমরা আবু সুফইয়ানের প্রতি দৃষ্টি দিতেন না এবং তাহাঁর সাথে উঠা-বসা করিতেন না। তখন তিনি রসূলুল্লাহ্ [সাঃআঃ] কে বলিলেন, হে আল্লাহর নবী! তিনটি জিনিস আমাকে দিন। তিনি বলিলেন, হ্যাঁ। তিনি [আবু সুফইয়ান] বলিলেন আমার নিকট আরবের সবচেয়ে উত্তম ও সুন্দরী উম্মু হাবীবাহ বিনতু আবু সুফইয়ান[রাদি.] আছে তাকে আমি আপনার সাথে বিবাহ দিব। রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলিলেন হ্যাঁ। আবু সুফইয়ান [রাদি.]পুনরায় বলিলেন, আমার পুত্র মুআবিয়াহকে আপনি ওয়াহী লেখক নিযুক্ত করুন। রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলিলেন হ্যাঁ। আবু সূফইয়ান [রাদি.] বলিলেন আমাকে কাফিরদের বিপক্ষে যুদ্ধ করার নির্দেশ দিন, যেমন আমি [ইসলাম গ্রহণের পূর্বে] মুসলিমদের বিপক্ষে অস্ত্র ধারণ করেছিলাম। তিনি বলিলেন আচ্ছা। আবু যুমায়ল [রাদি.] বলেন, যদি তিনি এসব ব্যাপারে রসূলুল্লাহ্ [সাঃআঃ] এর নিকট আবেদন না করিতেন তাহলে তিনি তা দিতেন না। কারণ, তাহাঁর [আবু সুফইয়ান [রাদি.] এর নিকট চাওয়া হলে তিনি হ্যাঁ বলিতেন।
[ই.ফা.৬১৮৪, ইসলামিক সেন্টার- ৬২২৮]
Leave a Reply