আবু তালহা আনসারী [রাদি.]-এর ফযিলত

আবু তালহা আনসারী [রাদি.]-এর ফযিলত

আবু তালহা আনসারী [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২০. অধ্যায়ঃ আবু তালহা আনসারী [রাদি.]-এর ফযিলত

৬২১৬. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আবু তালহার ঔরসজাত উম্মু সুলায়মের একটি ছেলে মৃত্যুবরণ করলো। তখন উম্মু সুলায়ম [রাদি.] তার পরিবার-পরিজনের ব্যক্তিদের বলিল, আবু তালহাকে তাহাঁর পুত্রের সংবাদ দিও না, যতক্ষণ আমি না বলি। আবু তাল্হাহ্ [রাদি.] আসলেন। উম্মু সুলায়ম [রাদি.] রাতের খানা সম্মুখে নিয়ে আসলে তিনি খাবার খেলেন। এরপর উম্মু সুলায়ম আগের চাইতে ভাল মতো সাজগোজ করিলেন। আবু তাল্হাহ্ [রাদি.] তাহাঁর সঙ্গে মিলিত হলেন। যখন উম্মু সুলায়ম [রাদি.] দেখলেন যে, তিনি মিলনে পরিতৃপ্ত। তখন তাঁকে বলিলেন, হে আবু তাল্হাহ্! কেউ যদি কারো কোন জিনিস রাখতে দেয়, তারপর তা নিয়ে নেয় তবে কি সে তা ফিরাতে পারে? আবু তাল্হাহ্ [রাদি.] বলিলেন, না। উম্মু সুলায়ম [রাদি.] বলিলেন, তাহলে তোমার ছেলের ব্যাপারে মনে করো [আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন]। আবু তাল্হাহ্ [রাদি.] রেগে গিয়ে বলিলেন, তুমি আমাকে আগে বলোনি, এখন আমি অপবিত্র, এখন ছেলের সংবাদটা দিলে। অতঃপর তিনি রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট গিয়ে ছেলের যা ঘটেছে সব জানালেন। রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃতোমাদের গত রাতটিতে আল্লাহ তাআলা বারাকাত দিন। উম্মু সুলায়ম গর্ভবতী হলেন। অতঃপর রসূলুল্লাহ্ [সাঃআঃ] এক সফরে ছিলেন, উম্মু সুলায়মও এ সফরে তাহাঁর সাথে ছিলেন। রসূল [সাঃআঃ] যখন কোন সফর হইতে প্রত্যাবর্তন করিতেন তখন রাতের বেলা মাদীনায় ঢুকতেন না। যখন লোকেরা মাদীনার কাছাকাছি পৌঁছলো তখন উম্মু সুলায়মের প্রসব বেদনা আরম্ভ হলো। আবু তাল্হাহ্ [রাদি.] তাহাঁর নিকট থেকে গেলেন এবং রসূলুল্লাহ্ [সাঃআঃ] চলে গেলেন। আবু তাল্হাহ্ [রাদি.] বলিলেন, হে প্রতিপালক! তুমি তো জানো যে, আমার ভাল লাগে তোমার রসূলের সঙ্গে বের হইতে যখন তিনি বের হন এবং তাহাঁর সাথে প্রবেশ করতো যখন তিনি প্রবেশ করেন। কিন্তু তুমি জানো, কেন আমি থেমে গেছি। উম্মু সুলায়ম [রাদি.] বলিলেন, হে আবু তাল্হাহ্! আগের মতো যাতনা আমার নেই। চলুন আমরা চলে যাই। স্বামী-স্ত্রী মাদীনায় পৌঁছলে উম্মু সুলায়মের ব্যথা আবার আরম্ভ হলো। আর তিনি একটি শিশু ছেলে প্রসব করিলেন। আমার মা বলিলেন, হে আনাস! শিশুটিকে যেন কেউ দুধ না খাওয়ায়, যতক্ষণ তুমি তাঁকে ভোরবেলা রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট নিয়ে না যাও। সকাল হলে আমি সন্তানটিকে নিয়ে রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট গেলাম। আমি লক্ষ্য করলাম, তাহাঁর হাতে উট দাগানোর যন্ত্র। আমাকে যখন তিনি দেখলেন, বলিলেন, হয়তো উম্মু সুলায়ম এ পুত্রটি প্রসব করেছে। আমি বললাম, হ্যাঁ। তিনি সে যন্ত্রটি হাত থেকে রেখে দিলেন। আমি শিশুটিকে নিয়ে তাহাঁর কোলে রাখলাম। তিনি মাদীনার আজ্ওয়া খেজুর আনালেন এবং নিজের মুখে দিয়ে চিবুলেন। যখন খেজুর গলে গেল, তখন শিশুটির মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগল। আনাস [রাদি.] বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলিলেন, দেখো আনসারদের খেজুর-প্রীতি! অবশেষে তিনি শিশুর মুখে হাত বুলিয়ে তার নাম আবদুল্লাহ রাখলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১০০, ইসলামিক সেন্টার-৬১৪১]

৬২১৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আবু তাল্হার একটি পুত্র মৃত্যুবরণ করিল . . . –এর পরের অংশ উপরোল্লিখিত হাদীসের অবিকল।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১০১, ইসলামিক সেন্টার-৬১৪২]

Comments

Leave a Reply