আবু জাহেল নিধন
আবু জাহেল নিধন >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪১. অধ্যায়ঃ আবু জাহেল নিধন
৪৫৫৪. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, [বাদ্র যুদ্ধের দিন] রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃআবু জাহ্লের কী হলো, কে আমাদের জানাবে? তখন ইবনি মাসঊদ বেরিয়ে গেলেন এবং [যুদ্ধক্ষেত্রে] গিয়ে দেখলেন, আফরা-এর দুপুত্র তাকে এমনি আঘাত করেছে যে, সে ঠান্ডা হয়ে গেছে। রাবী বলেন, তখন ইবনি মাসঊদ তার দাড়ি ধরে বলিলেন, তুমিই কি আবু জাহ্ল? সে বলিল, তার চাইতেও উত্তম কাউকে তোমরা হত্যা করেছ? অথবা সে বলিল, “যাকে তার সম্প্রদায়ের লোকেরা হত্যা করেছে?” রাবী বলেন, আবু মিজলায [রহমাতুল্লাহি আলাইহি] বলেছেন, আবু জাহ্ল বলেছে, হায়! চাষা ছাড়া অন্য কেউ যদি আমাকে হত্যা করতো।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫১১, ইসলামিক সেন্টার- ৪৫১৩]
৪৫৫৫. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তাতে তিনি বলেন, আল্লাহর নবী [সাঃআঃ] বলেছিলেন, “আবু জাহ্ল কি করলো, তা কে আমার পক্ষ থেকে জেনে আসবে? অতঃপর তিনি ইবনি উলাইয়্যাহ্ ও আবু মিজলায [রহমাতুল্লাহি আলাইহি]-এর অনুরূপ হাদীসটি বর্ণনা করিয়াছেন, যেমন ইসমাঈল [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫১২, ইসলামিক সেন্টার- ৪৫১৪]
Leave a Reply