আবু উবাইদাহ ইবনি জার্রাহ্ [রাদি.]-এর ফযিলত
আবু উবাইদাহ ইবনি জার্রাহ্ [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৭. অধ্যায়ঃ আবু উবাইদাহ ইবনি জার্রাহ্ [রাদি.]-এর ফযিলত
৬১৪৬. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন: সকল উম্মাতের একজন আমীন [বিশ্বস্ত] থাকে। আর হে উম্মাত! আমাদের আমীন হলেন আবু উবাইদাহ ইবনি জাররাহ্ [রাদি.]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৩৪, ইসলামিক সেন্টার- ৬০৭১]
৬১৪৭;আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
ইয়ামান থেকে কতিপয় লোক এসে রসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে বলিল, আমাদের সাথে একজন লোক পাঠিয়ে দিন, যিনি আমাদের ইসলাম ও সুন্নাত শিক্ষা দিবেন।
আনাস [রাদি.] বলেন, তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] আবু উবাইদার হাত ধরে বলিলেন, ইনি হলেন এ উম্মাতের আমীন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৩৫, ইসলামিক সেন্টার- ৬০৭২]
৬১৪৮. হুযাইফাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
নাজরানবাসী কিছু লোক রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট এসে বলিল, হে আল্লাহর রসূল! আমাদেরকে একজন আমীন [বিশ্বস্ত] লোক দিন। রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃআমি তোমাদের মধ্যে একজন আমীন [বিশ্বস্ত] ব্যক্তিকে প্রেরণ করবো, যিনি সত্যই আমীন, সত্যই আমীন। লোকেরা প্রতীক্ষায় ছিল যে, তিনি কাকে পাঠান। বর্ণনাকারী বলেন, পরিশেষে তিনি আবু উবাইদাহ ইবনি জাররাকে প্রেরণ করিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৩৬, ইসলামিক সেন্টার- ৬০৭৩]
৬১৪৯.আবু ইসহাক্ [রাদি.] হইতে বর্ণীতঃ
একই সূত্রে হুবহু হাদীস রিওয়ায়াত করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৩৭, ইসলামিক সেন্টার- ৬০৭৪]
Leave a Reply