আবদুল্লাহ ইবনু আব্বাস ও খালিদ ইবনু ওয়ালিদ (রা) এর মর্যাদা

আবদুল্লাহ ইবনু আব্বাস ও খালিদ ইবনু ওয়ালিদ (রাদি.) এর মর্যাদা

আবদুল্লাহ ইবনু আব্বাস ও খালিদ ইবনু ওয়ালিদ (রাদি.) এর মর্যাদা >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ৬২, সাহাবিগণের মর্যাদা, অধ্যায়ঃ (২৪-২৫)=২টি

৬২/২৪. অধ্যায়ঃ (আবদুল্লাহ) ইবনু আব্বাস (রাদি.)-এর মর্যাদা।
৬২/২৫. অধ্যায়ঃ খালিদ ইবনু ওয়ালিদ (রাদি.) এর মর্যাদা।

৬২/২৪. অধ্যায়ঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাদি.)-এর মর্যাদা।

৩৭৫৬

ইবনু আব্বাস (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী সাঃআঃ আমাকে তাহাঁর বুকে জড়িয়ে ধরলেন এবং বলিলেন, হে আল্লাহ, তাকে হিক্মত শিক্ষা দিন। (আঃপ্রঃ ৩৪৭৩, ইঃফাঃ ৩৪৮১)

আবদুল ওয়ারিস (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিত। তিনি বলেন, [নাবী সাঃআঃ] এ কথাটিও বলেছিলেন, হে আল্লাহ! তাকে কিতাবের জ্ঞান দান করুন। মূসা (রাদি.)….খালিদ (রহমাতুল্লাহি আলাইহি) হইতে একইভাবে বর্ণনা করিয়াছেন। ইমাম বুখারী (রহমাতুল্লাহি আলাইহি) বলেন الْحِكْمَةُ অর্থ নবুওয়াতের বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছা। (৭৫)

(আঃপ্রঃ ৩৪৭৪, ইঃফাঃ ৩৪৮২)

৬২/২৫. অধ্যায়ঃ খালিদ ইবনু ওয়ালিদ (রাদি.) এর মর্যাদা।

৩৭৫৭

আনাস (রাদি.) হইতে বর্ণিতঃ

নাবী (সাঃআঃ) যায়দ, জাফর ও আবদুল্লাহ (রাদি.)-এর মৃত্যু সংবাদ যুদ্ধক্ষেত্র হইতে সংবাদ আসার পূর্বেই আমাদেরকে শুনিয়েছিলেন। তিনি বলছিলেন, যায়দ (রাদি.) পতাকা ধারণ করে শাহাদাত লাভ করেছে। অতঃপর জাফর (রাদি.) পতাকা ধারণ করে শাহাদাতের মর্যাদা লাভ করিল। অতঃপর আবদুল্লাহ ইবনু রাওয়াহা (রাদি.) পতাকা হাতে নিয়ে শাহাদাত লাভ করিল। তিনি যখন এ কথাগুলি বলছিলেন তখন তাহাঁর দুচোখ দিয়ে অশ্রু ঝরছিল। (অতঃপর বলিলেন) আল্লাহ তাআলার তরবারিগুলোর এক তরবারি অর্থাৎ খালিদ ইবনু ওয়ালিদ পতাকা উঠিয়েছেন। অবশেষে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দিয়েছেন।

(আঃপ্রঃ ৩৪৭৫, ইঃফাঃ ৩৪৮৩)

Comments

Leave a Reply