আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.]-এর ফযিলত

আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.]-এর ফযিলত

আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১১. অধ্যায়ঃ আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.]-এর ফযিলত

৬১৬০. আবদুল্লাহ ইবনি আবু মূলাইকাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.] আবদুল্লাহ ইবনি যুবায়র [রাদি.]-কে বলিলেন, তোমার স্মরণ আছে কি যখন আমি তুমি এবং ইবনি আব্বাস রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর সঙ্গে একত্রিত হয়েছিলাম? সে সময় আমাকে তিনি আরোহণ করালেন, আর তোমাকে ছেড়ে দিলেন। তিনি বলিলেন, হ্যাঁ।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪৮, ইসলামিক সেন্টার- ৬০৮৫]

৬১৬১. হাবীব ইবনি শাহীদ হইতে ইবনি উলাইয়্যাহ্ [রাদি.]-এর সানাদ হইতে বর্ণীতঃ

হাবীব ইবনি শাহীদ হইতে ইবনি উলাইয়্যাহ্ [রাদি.]-এর সানাদ ও হাদীসের অবিকল রিওয়ায়াত করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৪৯, ইসলামিক সেন্টার- ৬০৮৬]

৬১৬২. আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] সফর থেকে প্রত্যাবর্তন করিতেন তখন স্বীয় গৃহের শিশুদের দ্বারা তাকে স্বাগতম জানানো হত। বর্ণনাকারী বলেন, একদা তিনি সফর হইতে আসলেন, প্রথমে আমাকে তাহাঁর নিকট নিয়ে যাওয়া হল, তখন তিনি আমাকে তাহাঁর সম্মুখে বসিয়ে দিলেন, তারপর ফাতিমা [রাদি.]-এর এক পুত্র নিয়ে আসা হলে তিনি তাকে পশ্চাতে বসালেন। আমরা তিনজন একই সওয়ারীতে আরোহণ করে মাদীনায় প্রবেশ করলাম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৫০, ইসলামিক সেন্টার- ৬০৮৭]

৬১৬৩. আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ] যখন সফর হইতে ফিরতেন তখন আমাদের দ্বারা তাঁকে স্বাগতম জানানো হত। একদা আমাকে এবং হাসান অথবা হুসায়নের দ্বারা স্বাগতম জানানো হল। আমাদের একজনকে বসালেন তাহাঁর সম্মুখে, অন্যজনকে পশ্চাতে। এভাবে আমরা মাদীনায় ঢুকলাম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৫১, ইসলামিক সেন্টার- ৬০৮৮]

৬১৬৪. আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] একদিন আমাকে তাহাঁর পশ্চাতে আরোহণ করালেন এবং কানে কানে আমাকে একটা কথা বলিলেন, এটা আমি লোকদের মধ্যে কাউকে বলব না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৫২, ইসলামিক সেন্টার- ৬০৮৯]

Comments

One response to “আবদুল্লাহ ইবনি জাফার [রাদি.]-এর ফযিলত”

Leave a Reply