আপোষ মীমাংসা। শরীয়ত বিরোধী না হলে সন্ধি করা জায়েয

আপোষ মীমাংসা। শরীয়ত বিরোধী না হলে সন্ধি করা জায়েয

 আপোষ মীমাংসা। শরীয়ত বিরোধী না হলে সন্ধি করা জায়েয >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-৭ঃ আপোষ মীমাংসা

পরিচ্ছেদ ০১. শরীয়ত বিরোধী না হলে সন্ধি করা জায়েয
পরিচ্ছেদ ০২. মুসলিম প্রতিবেশী তার অপর প্রতিবেশী ভাইকে তার দেয়ালে কাঠ গাড়তে দিতে বাধা প্রদান করা নিষেধ
পরিচ্ছেদ ০৩. মুসলিম ভাইয়ের অসন্তষ্ট-মনে তার সামন্যতম সম্পদ নেওয়া নিষেধ

পরিচ্ছেদ ০১. শরীয়ত বিরোধী না হলে সন্ধি করা জায়েয

৮৭২ -আম্‌র বিন আওফ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

নবী [সাঃআঃ] বলেছেন- মুসলিমদের মধ্যে আপোষ-মীমাংসা করা বৈধ কাজ, তবে তার দ্বারা হালালকে হারাম ও হারামকে হালাল করা হলে তা অবৈধ হইবে । মুসলিম ব্যক্তি স্বীয় শর্তাদি পালনেও বাধ্য, তবে ঐ শর্ত পালনে বাধ্য নয় যার দ্বারা হালাল বস্তুকে হারাম ও হারাম বস্তুকে হালাল করা হয় । -তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন । অন্যান্য মুহাদ্দিস মুনকার বলেছেন । কেননা এ হাদীসের রাবী `কাসীর বিন `আবদুল্লাহ বিন আম্‌র বিন আওফ দুর্বল । তিরমিয়ী সম্ভবতঃ সানদের আধিক্যতা হেতু হাদিসটিকে সহিহ বলেছেন ।” {৯৩৭}

{৯৩৬} তিরমিযি হাদিসটিকে সহিহ বলেছেন, অন্যান্য মুহাদ্দিস মুনকার বলেছেন। হাদিসের তাহকিকঃ অন্যান্য

৮৭৩ -আবূ হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

এই হাদিসটিকে ইবনু হিব্বান সহিহ বলেছেন।” {৯৩৮}

{৯৩৮} আবু দাউদ ৩৫৯৪, আহমাদ ৮৫৬৬। হাদিসটি সহিহ লিগাইরিহি, তাওযিহুল আহকাম ৪/৫০৩ পৃঃ- হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি

পরিচ্ছেদ ০২. মুসলিম প্রতিবেশী তার অপর প্রতিবেশী ভাইকে তার দেয়ালে কাঠ গাড়তে দিতে বাধা প্রদান করা নিষেধ

৮৭৪ -আবূ হুরাইরা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

নবী [সাঃআঃ] বলেছেন, কোন প্রতিবেশী যেন তার প্রতিবেশীকে তার দেয়ালে খুঁটি পুততে নিষেধ না করে । তারপর আবু হুরাইরা [রাঃআঃ] বলেন, কী হল, আমি তোমাদেরকে এ হাদিস হইতে উদাসীন দেখিতে পাচ্ছি । আল্লাহর কসম, আমি সব সময় তোমাদেরকে এ হাদিস বলিতে থাকব । {৯৩৯}

{৯৩৯} বুখারি ২৪৬৩, ৫৬২৭, ৫৬২৮, মুসলিম ১৬০৯, ১৩৫৩, ৩৬৩৪, আবু দাউদ ৩৬৩৪, ইবনু মাযাহ ২৩৩৫, আহমাদ ৭১১৪, ৭২৩৬, ৭৬৪৫, মুওয়াত্তা মালেক ১৪৬২৷ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

পরিচ্ছেদ ০৩. মুসলিম ভাইয়ের অসন্তষ্ট-মনে তার সামন্যতম সম্পদ নেওয়া নিষেধ

৮৭৫ -আবু হুমাইদ সাঈদী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, কোন লোক তার ভাই-এর অন্তরকে ব্যথিত করে তার লাঠি [সামান্য বস্তু] গ্রহণও বৈধ হইবে না । -ইবনু হিব্বান ও হাকিম তাঁদের সহীহা এর মধ্যে। {৯৪০}

{৯৪০} ইবনু হিব্বান ১১৬৬, সহিহ আত্তারগীব লি আলবানী ১৮৭১, গায়াতুল মারাম ৪৫৬- হাদিসের তাহকিকঃ হাসান হাদিস


by

Comments

Leave a Reply