আনাস ইবনি মালিকের মা উম্মু সুলায়ম এবং বিলাল [রাদি.]-এর ফযিলত
আনাস ইবনি মালিকের মা উম্মু সুলায়ম এবং বিলাল [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৯. অধ্যায়ঃ আনাস ইবনি মালিকের মা উম্মু সুলায়ম এবং বিলাল [রাদি.]-এর ফযিলত
৬২১৩. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ্ [সাঃআঃ] আপন স্ত্রীদের ব্যতীত অন্য কোন নারীর গৃহে ঢুকতেন না। কিন্তু উম্মু সালায়মের নিকট যেতেন। লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি বলিলেন, এর উপর আমার বড় মায়া হয়। আমার সাথে থেকে তাহাঁর ভাই নিহত [শাহীদ] হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৯৭, ইসলামিক সেন্টার-৬১৩৮]
৬২১৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেন: আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে আমি কারও চলার আওয়াজ পেলাম। আমি প্রশ্ন করলাম, কে? লোকেরা বলিল, তিনি আনাস ইবনি মালিকের মাতা গুমাইসা বিনতু মিলহান [রাদি.]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৯৮, ইসলামিক সেন্টার-৬১৩৯]
৬২১৫. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন: আমাকে জান্নাত দেখানো হয়েছে যে, আমি আবু তালাহার সহধর্মিণীকে দেখলাম। তারপর আমার সম্মুখে পদধ্বনি শুনতে পেলাম, লক্ষ্য করে দেখি তিনি বিলাল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬০৯৯, ইসলামিক সেন্টার-৬১৪০]
Leave a Reply