আনাস ইবনি মালিক [রাদি.]-এর ফযিলত

আনাস ইবনি মালিক [রাদি.]-এর ফযিলত

আনাস ইবনি মালিক [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩২. অধ্যায়ঃ আনাস ইবনি মালিক [রাদি.]-এর ফযিলত

৬২৬৬. উম্মু সুলায়ম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, ইয়া রসূলুল্লাহ্ [সাঃআঃ]! আপনার খাদিম আনাসের জন্য আল্লাহর কাছে দুআ করুন। তখন তিনি দুআ করিলেন, ………

 اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

আল্লাহুম্মাকছির মালুহু ওয়া ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফিমা আত্বাইতাহু। “হে আল্লাহ! তাকে ধন-সম্পদ এবং সন্তান-সন্ততিতে বারাকাত দিন এবং আপনি তাঁকে যা দান করিয়াছেন তাতেও বারাকাত দিন।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৪৮, ইসলামিক সেন্টার-৬১৯১]

৬২৬৭. কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

আনাস [রাদি.]-কে বলিতে শুনেছেন যে, উম্মু সুলায়ম [রাদি.] বলেছেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আপনার খাদিম আনাস . . . এরপর তাহাঁর অবিকল বর্নণা করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৪৯, ইসলামিক সেন্টার-৬১৯২]

৬২৬৮. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি অর্থানুরূপ বলেছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫০, ইসলামিক সেন্টার-৬১৯৩]

৬২৬৯. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] আমাদের কাছে এলেন। সে সময় আমি, আমার মা ও আমার খালা উম্মু হারাম ছাড়া সেখানে কেউ ছিল না। আমার মা বলিলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আপনার ছোট খাদিমের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। রাবী বলেন, তিনি আমার জন্য সব ধরণের বারাকাতের দুআ করিলেন। তিনি আমার জন্য যে দুআ করেছিলেন তার শেষাংশ ছিল- .

اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيهِ 

আল্লাহুম্মাকছির মালুহু ওয়া ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফিহি, “হে আল্লাহ! তাঁকে ধন-সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করুন এবং তাতে তাঁকে বারাকাত দিন।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫১, ইসলামিক সেন্টার-৬১৯৪]

৬২৭০. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমার মা উম্মু আনাস [রাদি.] আমাকে রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট নিয়ে গেলেন। তখন তিনি তাহাঁর ওড়নার অর্ধাংশ দিয়ে আমার ইযার [পায়জামা] এবং বাকী অর্ধাংশ দ্বারা আমার চাদর তৈরি করেছিলেন। তিনি বলিলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! এ আমার বালক পুত্র উনায়স, আমি তাকে আপনার নিকট নিয়ে এসেছি, সে আপনার সেবায় থাকিবে। তার জন্য আল্লাহর নিকট দুআ করুন। তখন তিনি দুআ করিলেন, ………………………

اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ 

আল্লাহুম্মাকছির মালুহু ওয়া ওয়া ওয়ালাদুহু, “ হে আল্লাহ! তাহাঁর ধন-সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন।”

আনাস [রাদি.] বলেন, আল্লাহর শপথ! আমার ধন-মাল অনেক আর সে যুগে আমার সন্তান ও সন্তানের নাতী-নাতনীর সংখ্যা ছিল একশর মতো।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫২, ইসলামিক সেন্টার-৬১৯৫]

৬২৭১. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা রসূলুল্লাহ্ [সাঃআঃ] কোথাও যাচ্ছিলেন। তখন আমার মা উম্মু সুলায়ম [রাদি.] তাহাঁর কণ্ঠস্বর শুনতে পেলেন এবং তিনি বলিলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক, এ ছোট বালক আনাস। তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] আমার জন্য তিনটি দুআ করিলেন। এর দুটি আমি দুনিয়াতে পেয়েছি এবং আখিরাতে তৃতীয়টি পাওয়ার দৃঢ় প্রত্যাশা করি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫৩, ইসলামিক সেন্টার-৬১৯৬]

৬২৭২. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] আমার নিকট এলেন। আমি তখন বালকদের সঙ্গে খেলায় লিপ্ত ছিলাম। তিনি বলেন, তিনি আমাদের সালাম করিলেন। তিনি আমাকে কোন একটি বিশেষ প্রয়োজনে পাঠালেন। আমি আমার মায়ের নিকট বিলম্বে ফিরে আসলাম। আমি মায়ের নিকট গেলে তিনি আমাকে প্রশ্ন করিলেন, তোমাকে কিসে আটকিয়েছিল? আমি বললাম রসূলুল্লাহ [সাঃআঃ]আমাকে একটি প্রয়োজনে পাঠিয়েছিলেন। তিনি বলিলেন, প্রয়োজনটি কি? আমি বললাম, তা গোপনীয়। তিনি বলিলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর গোপনীয় বিষয় কক্ষনো কাউকে বলবে না।

আনাস [রাদি.] বলিলেন, আল্লাহর কসম, হে সাবিত! সে গোপনীয় ব্যাপার কারও নিকট উল্লেখ করলে তা তোমাকে অবশ্যই বলতাম।


[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫৪, ইসলামিক সেন্টার-৬১৯৯]

৬২৭৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] একটি গোপনীয় বিষয় সম্পর্কে আমার নিকট বলেছিলেন। তারপর আমি কারও নিকট তা প্রকাশ করিনি এমনকি [আমার মা] উম্মু সুলায়ম [রাদি.] সে ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছিলেন; কিন্তু আমি তাঁকেও তা জানায়নি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৫৫, ইসলামিক সেন্টার-৬১৯৮]

Comments

Leave a Reply