আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড pdf গোসলখানায় প্রবেশের নিয়ম
<< সহীহ আত তারগীব ওয়াত তারহীব হাদীস বই এর মুল সুচিপত্র << আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড pdf গোসলখানায় প্রবেশের নিয়ম
পরিচ্ছেদঃ লুঙ্গি ছাড়া পুরুষদের এবং নেফাসযুক্ত বা রুগ্ন মহিলা ব্যতীত অন্যান্য মহিলাদের লুঙ্গিসহ গণ গোসলখানায় প্রবেশের ব্যাপারে ভীতি প্ৰদৰ্শন। এক্ষেত্রে যে নিষেধাজ্ঞা এসেছে তার বর্ণনাঃ
১৬৪ -জাবের [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] বলেনঃ “যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন লুঙ্গি ছাড়া গণগোসলখানায় প্রবেশ না করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার স্ত্রীকে গণগোসলখানায় প্রবেশ না করায়।”
[হাদীসটি বর্ণনা করিয়াছেন নাসাঈ, তিরমিজি ও হাকেম। হাকেম বলেন, মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহিহ] আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড pdf হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
১৬৫ -আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ [সাঃআঃ] কে একথা বলিতে শুনেছিঃ “আমার উম্মতের নারীদের জন্যে হাম্মামে [জন সাধারণের জন্য উন্মুক্ত গোসলখানায়] প্রবেশ করা হারাম।” [হাদীসটি বর্ণনা করিয়াছেন হাকেম।
তিনি বলেন, হাদীসটির সনদ সহিহ] আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড pdf হাদিসের তাহকিকঃ হাসান সহিহ
১৬৬ -আবু আইয়ুব আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ “যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন লুঙ্গি ছাড়া গণগোসলখানায় প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন ভাল কথা বলে নতুবা চুপ থাকে। আর তোমাদের মহিলাদের মধ্যে যে আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন গণগোসলখানায় প্রবেশ না করে।”
আবু আইয়ুব বলেনঃ ওমার বিন আবদুল আয়ীয্যের খেলাফত কালে হাদীসটি আমি তাহাঁর সামনে উত্থাপন করলাম। তিনি এর সত্যতা জানার জন্য আবু বকর বিন মুহাম্মাদ বিন আমর বিন হাযমের নিকট এই মর্মে চিঠি লিখেন যে, তিনি যেন হাদীসটি সম্পর্কে মুহাম্মাদ বিন ছাবেতকে জিজ্ঞেস করেন। কেননা তাহাঁর কথাতে সন্তুষ্ট হওয়া যায়। তিনি তাকে প্রশ্ন করে হাদীছের সত্যতা সম্পর্কে ওমারকে লিখে পাঠালেন। তখন তিনি গণগোসলখানায় প্রবেশের ব্যাপারে মহিলাদের প্রতি নিষেধাজ্ঞা জারি করে দিলেন।
[হাদীসটি বর্ণনা করিয়াছেন ইবনি হিব্বান {স্বীয় সহিহ গ্রন্থে}, হাকেম, ত্বাবরানী {কাবীর ও আওসাত গ্রন্থে}] আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৬৭ -কৃাস আল আজনাদ হইতে বর্ণীতঃ
[তিনি কুসতুনতুনিয়ায় অবস্থান করিতেন]। তিনি হাদীস বর্ণনা করেন যে, ওমার বিন খাত্তাব [রাদি.] বলেন, হে লোক সকল! আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে একথা বলিতে শুনেছিঃ “যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন এমন দস্তরখানায় না বসে যেখানে মদ বিতরণ করা হয়। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন লুঙ্গি ছাড়া গণগোসলখানায় প্রবেশ না করে এবং যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার স্ত্রীকে গণগোসলখানায় প্রবেশ না করায়।”
[হাদীসটি বর্ণনা করিয়াছেন আহম্মদ] আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
১৬৮ -আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
ঈমাম আহম্মদ হাদীছের শেষাংশটুকু আবু হুরায়রা [রাদি.] থেকেও বর্ণনা করিয়াছেন। {১}
{১} শায়খ আলবানী বলেন, হাদীসটির সনদ হাসান। [আবু খায়রা] ব্যতীত হাদীছের বর্ণনাকারীগণ পরিচিত। আবু খায়রা মিসরের অধিবাসী। মিসরী বর্ণনাকারীদের সম্পর্কে সবচেয়ে জ্ঞানী আলেম আবু সাঈদ বিন ইউনুস {তারীখে মিসর} নামক গ্রন্থে নির্ভরযোগ্য ব্যক্তিদের মারফত তার জীবনী উল্লেখ করিয়াছেন। তিনি বলেন, আবু খায়রা সম্মানিত লোক ছিলেন। আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড হাদিসের তাহকিকঃ হাসান সহিহ
১৬৯ -উম্মু দারদা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ আমি গোসলখানা থেকে বের হলাম। তখন নাবী [সাঃআঃ] এর সাথে আমার সাক্ষাৎ হল, তিনি বলিলেন, কোথেকে হে উম্মু দারদা? আমি বললাম, গোসলখানা থেকে। তিনি বললেনঃ “শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, যে মহিলা স্বীয় মাতৃকুলের বাড়ী ছাড়া অন্যের বাড়ীতে নিজের বস্ত্র খুলবে, সে দয়াময় আল্লাহ তাআলা এবং তার মাঝের পর্দাকে ধ্বংস করে দিবে।”
[হাদীসটি বর্ণনা করিয়াছেন আহম্মদ, ত্বাবরানী {কাবীর গ্রন্থে}] আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৭০ -আবু মুলায়হ আল হুযালী {১} [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, হিমস অথবা শামের কয়েকজন মহিলা হযরত আয়েশাহ [রাদি.]এর নিকট এলেন। তিনি তাহাদেরকে বললেনঃ তোমরা সেই জাতি, যাদের মহিলাগণ গোসলখানা সমূহে প্ৰবেশ করে?! আমি শুনিয়াছি রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ “যে নারী তার স্বামীর গৃহ ব্যতীত অন্যের গৃহে স্বীয় পোষাক খুলবে, সে তার এবং তার প্রভূর মাঝে পর্দা ধ্বংস করে দিবে।”
[হাদীসটি বর্ণনা করিয়াছেন তিরমিযি, আবু দাউদ, ইবনি মাজাহ ও হাকেম। হাদীছের বাক্য তিরমিজির, তিনি বলেন হাদীসটি হাসান। হাকেম বলেন, বোখারী ও মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহিহ] {১} তিনি তাবেঈ ছিলেন। তাহাঁর মৃত্যু ৯৮ হিজরিতে। আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড pdf হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৭১ -সায়েব [রাদি.] হইতে বর্ণীতঃ
ঈমাম আহমদ, আবু ইয়ালা, ত্বাবরানী ও হাকেম আবুস সামাহ দাররাজের সূত্রে সায়েব [রাদি.] থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ কতিপয় মহিলা উন্মু সালামা [রাদি.]এর নিকট এলে তিনি তাহাদেরকে জিজ্ঞেস করিলেন, কে তোমরা? তারা বললঃ আমরা হেমসের অধিবাসী। তিনি বললেনঃ গোসলখানায় প্রবেশকারীদের মধ্যে থেকে? তারা বললঃ এতে কোন অসুবিধা আছে? তিনি বললেনঃ আমি শুনিয়াছি, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ “যে মহিলা নিজের গৃহ ব্যতীত অন্যের গৃহে স্বীয় পোষাক খুলবে, আল্লাহ তার পর্দাকে ছিন্ন করে দিবেন।”
আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
১৭২ -ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] “যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন লুঙ্গি ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন তার স্ত্রীকে গণগোসলখানায় প্রবেশ না করায়। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন মদ পান না করে। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন এমন দস্তরখানায় না বসে যেখানে মদ বিতরণ করা হয়। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে, সে যেন এমন নারীর সাথে নির্জন না হয় যখন তার মাঝে এবং সে নারীর মাঝে কোন মাহরাম পুরুষ না থাকে।”
[ত্বাবরানী স্বীয় {কাবীর} গ্রন্থে হাদীসটি বর্ণনা করিয়াছেন।] আত তারগীব ওয়াত তারহীব ১ম খন্ড pdf হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি
Leave a Reply