আকীকা করার বৈধতা ও আকীকার পরিমাণ
আকীকা >> বুলুগুল মারাম এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায় – ৩ঃ আকীকা
পরিচ্ছেদ ২৭. আকীকা করার বৈধতা
পরিচ্ছেদ ২৮. আকীকার পরিমাণ
পরিচ্ছেদ ২৯. জন্মগ্রহন করার পর কতিপয় বিধান
পরিচ্ছেদ ২৭. আকীকা করার বৈধতা
১৩৫৫. ইবুন আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী [সাঃআঃ] ঈমাম হাসান ও ঈমাম হুসাইন [রাদি.] এর জন্য একটা করে দুম্বা আ’কীকা করিয়াছেন। {১৪৬৩}
{১৪৬৩} আবু দাউদ ২৮৪১, নাসাঈ ৪২১৯। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৩৫৬. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
অনুরূপ একটা হাদিস ঈমাম ইবনি হিব্বান সংকলন করিয়াছেন। {১৪৬৪}
{১৪৬৪} ইবনি হিব্বানে রয়েছে, [আরবী] রসূলুল্লাহ [সাঃআঃ] দুটি ভেড়া দিয়ে হাসান এবং হুসাইনের আ’কীকা দিয়েছিলেন। হাদিসটি সহিহ। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ২৮. আকীকার পরিমাণ
১৩৫৭. আয়িশা [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] তার সাহাবাদেরকে পুত্র সন্তানের জন্য দুটো সমজুটি ছাগল ও কন্যা সন্তানের জন্য একটা ছাগল আকীকা করার আদেশ করিয়াছেন।–তিরমিজি হাদিসটিকে সহিহ বলেছেন। {১৪৬৫}
{১৪৬৫} তিরমিজি ১৫১৩, ইবনি মাজাহ ৩১৬৩। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৩৫৮. সাহাবীয়াহ [রাদি.] হইতে বর্ণীতঃ
অনুরুপ একটা হাদিস বর্ণনা করিয়াছেন। {১৪৬৬}
{১৪৬৬} বোখারী ৩২৭, ৩৩৪, আবু দাউদ ২৭৯, ২৮৮, তিরমিজি ১২৯, নাসাঈ ২০২, ২০৩, ইবনি মাজাহ ৬২৬, ৬৪৬, আহম্মদ ২৪০১৭, দারিমী ৭৬৮, ৭৭৫, ৭৮২। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
পরিচ্ছেদ ২৯. জন্মগ্রহন করার পর কতিপয় বিধান
১৩৫৯. সামুরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ প্রত্যেক শিশুকে তার আক্বীকা্র বিনিময়ে রেহেন রাখা হয়, ফলে তার জন্মের সপ্তম দিনে আকীকা যাবাহ করিতে হইবে, তার মাথার চুল কামান [মুন্ডানো] হইবে ও তার নামকরণ করিতে হইবে। ঈমাম তিরমিজি একে সহিহ বলেছেন। {১৪৬৭}
{১৪৬৭} বোখারী ৫৪৭২, আবু দাউদ ২৮৩৭, তিরমিজি ১৫২২, নাসাঈ ৫২২০, ইবনি মাজাহ ৩১৬৫, আহম্মদ ১৯৫৯, ২৭৭০৯, দারিমী ১৯৬৯।
Leave a Reply