নাবী [সাঃ] ডান হাতে আংটি পরিধান করিতেন
নাবী [সাঃ] ডান হাতে আংটি পরিধান করিতেন , এই অধ্যায়ে হাদীস ৬ টি ( ৭৫-৮০ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১৩ঃ নবী (সাঃ) ডান হাতে আংটি পরিধান করতেন
১।পরিচ্ছদঃ নাবী (সাঃআঃ) ডান হাতে আংটি পরিধান করিতেন
২।পরিচ্ছদঃ সাহাবীগণও তাহাঁর অনুসরণে ডান হাতে আংটি পরতেন
৩।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে খতেন
৪।পরিচ্ছদঃ হাসান ও হুসাইন [রাদি.] বাম হাতে আংটি পরতেন
৫। পরিচ্ছদঃ স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না
১।পরিচ্ছদঃ নাবী (সাঃআঃ) ডান হাতে আংটি পরিধান করিতেন
৭৫. আলী ইবনি আবু তালেব [রাদি.] হইতে বর্ণীতঃ
নাবী (সাঃআঃ) ডান হাতে আংটি-পরিধান করিতেন।{১}
{১} আবু দাউদ, হাদিস নং/৪২২৮; সুনানে নাসাঈ, হাদিস নং/৫২০৩; সুনানে কুবরা লিন নাসাঈ, হাদিস নং/৯৪৫৮ ইবনি হিব্বান, হাদিস নং/৫৫০১। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২।পরিচ্ছদঃ সাহাবীগণও তাহাঁর অনুসরণে ডান হাতে আংটি পরতেন
৭৬. হাম্মাদ ইবনি সালামা [রহঃ] হইতে বর্ণীতঃ
বর্ণিত। তিনি বলেন, আমি আবু রাফিকে ডান হাতে আংটি পরতেন দেখে কারণ জিজ্ঞেস করলাম। জবাবে তিনি বলিলেন, আমি আবদুল্লাহ ইবনি জাফরকে ডান হাতে আংটি পরিধান করিতে দেখেছি। আর আবদুল্লাহ ইবনি জাফর [রাদি.] বলেন, তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] কে ডান হাতে আংটি পরতে দেখেছেন। {৭৮}
{৭৮} মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৭৪৬; শারহুসঃ সুন্নাহ, হাদিস নং/৩১৪২। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৭৭. সালত ইবনি আবদুল্লাহ [রহঃ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, ইবনি আব্বাস [রাদি.] তার ডান হাতে আংটি পরতেন। আমার যতদূর মনে পড়ে তিনি শুধু বলেছিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] ডান হাতে পরতেন।
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৩।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর আংটির পাথরটি হাতের তালুর দিকে সন্নিহিত করে খতেন
৭৮. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] একটি রৌপ্যের আংটি তৈরি করান, যার পাথর স্থাপিত দিকটি তার হাতের তালুর দিকে সন্নিহিত করে রাখেন। এ আংটিতে তিনি মুহাম্মাদুর রসূলুল্লাহ অংকিত করান। তবে অন্য কাউকে তা অংকিত করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ঐ আংটিটি মুআয়কীবের হাত থেকে আরীস কূপে পড়ে যায়। {৭৯}
{৭৯} সহিহ মুসলিম, হাদিস নং/৫৫৯৮; মুস্তাখরাজে আবু আওয়ানা, হাদিস নং/৬৯৮৬; শারহুস সুন্নাহ, হাদিস নং/১৩৩৩; মুসনাদে হুমায়দী, হাদিস নং/৭০৯ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৪।পরিচ্ছদঃ হাসান ও হুসাইন [রাদি.] বাম হাতে আংটি পরতেন
৭৯. জাফর ইবনি মুহাম্মাদ [রহঃ] হইতে বর্ণীতঃ
তিনি তার পিতার হতে বর্ণনা করেন যে, হাসান ও হুসাইন [রাদি.] বাম হাতে আংটি পরতেন {৮০}
{৮০} মুসান্নাফে ইবনি আবি শায়বা, হাদিস নং/২৫৬৭৩; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১৪৭। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৫। পরিচ্ছদঃ স্বর্ণের আংটি ব্যবহার করা যাবে না
৮০. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] একটি স্বর্ণের আংটি তৈরি করান। তিনি তা ডান হাতে পরিধান করিতেন। সাহাবায়ে কেরাম [রাদি.]ও তার দেখাদেখি স্বর্ণের আংটি তৈরি করান। এক পর্যায়ে তিনি স্বর্ণের আংটিটি খুলে ফেলেন এবং বলেন, আমি কখনো তা পরিধান করব না। অতঃপর সাহাবায়ে কেরাম [রাদি.]ও তাহাদের আংটি খুলে ফেলেন। {৮১}
ব্যাখ্যা – ইসলামের প্রাথমিক যুগে স্বর্ণের ব্যবহার বৈধ ছিল। এজন্য রসূলুল্লাহ [সাঃআঃ] প্রথমে স্বর্ণের আংটি তৈরি করান এবং পরিধান করেন। অতঃপর সাহাবীগণও তার অনুসরণে স্বর্ণের আংটি তৈরি করান। যখন স্বর্ণের ব্যবহার পুরুষের জন্য নিষিদ্ধ হয়, রসূলুল্লাহ [সাঃআঃ] তখন সে আংটিটি খুলে ফেলেন এবং সাহাৰীগণও খুলে ফেলেন। {৮১} শারহুস সুন্নাহ, সহাদিস নং/৩১২৯।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply