অসীয়ত

অসীয়ত

অসীয়ত >> অসিয়ত করার নিয়ম – এক তৃতীয়াংশ অসীয়ত করা প্রসঙ্গে।

পর্বঃ ৫৫, চাষাবাদ, অধ্যায়ঃ (১-৩৬)=৩৬টি

৫৫/১. অধ্যায়ঃ অসীয়ত প্রসঙ্গে
৫৫/২. অধ্যায়ঃ ওয়ারিসদেরকে অন্যের নিকট হাত পাতা অবস্থায় রেখে যাওয়ার চেয়ে মালদার রেখে যাওয়া উত্তম।
৫৫/৩. অধ্যায়ঃ এক তৃতীয়াংশ অসীয়ত করা প্রসঙ্গে।
৫৫/৪. অধ্যায়ঃ অসীর নিকট অসীয়তকারীর কথাঃ তুমি আমার সন্তানাদির প্রতি খেয়াল রাখবে, আর অসীর জন্য কেমন দাবী জায়িয।
৫৫/৫. অধ্যায়ঃ রুগ্ন ব্যক্তি মাথা দিয়ে স্পষ্টভাবে ইশারা করলে তা গ্রহণীয় হইবে।
৫৫/৬. অধ্যায়ঃ ওয়ারিসের জন্য অসীয়ত নেই।
৫৫/৭. অধ্যায়ঃ মৃত্যুর প্রাক্কালে দান খয়রাত করা।
৫৫/৮. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণীঃ ঋণ আদায় ও অসীয়ত পূর্ণ করার পর (মৃতের সম্পত্তি ভাগ হইবে)। (আন-নিসা : ১২)
৫৫/৯. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ “ঋণ পরিশোধ ও অসীয়ত পূরণ করার পর (মৃতের সম্পত্তি বণ্টন করিতে হইবে)” (আন-নিসা ১১) এর ব্যাখ্যা।
৫৫/১০. অধ্যায়ঃ যখন আত্মীয়-স্বজনের জন্য ওয়াক্‌ফ বা অসীয়ত করা হয় এবং আত্মীয় কারা?
৫৫/১১. অধ্যায়ঃ স্ত্রীলোক ও সন্তানাদি আত্মীয়ের মধ্যে কি?

ওয়াক্‌ফ করার নিয়মাবলী- মসজিদের জন্য জমি ওয়াক্‌ফ করা।

৫৫/১২. অধ্যায়ঃ ওয়াক্‌ফকারী তার ওয়াক্‌ফ দ্বারা উপকার গ্রহণ করিতে পারে কি?
৫৫/১৩. অধ্যায়ঃ কোন কিছু ওয়াক্‌ফ করতঃ অন্যের কাছে হস্তান্তর না করলেও তা জায়িয।
৫৫/১৪. অধ্যায়ঃ যদি কেউ বলে যে, আমার বাড়ীটি আল্লাহর ওয়াস্তে সদকা এবং ফকীর বা অন্য কারো কথা উল্লেখ না করে তবে তা জায়িয। সে তা আত্মীয়দের মধ্যে কিংবা যাদের ইচ্ছা দান করিতে পারে।
৫৫/১৫. অধ্যায়ঃ কেউ যদি বলে আমার এই জমিটি কিংবা বাগানটি আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে সদকা তবে তা জায়িয, যদিও তা কার জন্য তার বর্ণনা না দেয়।
৫৫/১৬. অধ্যায়ঃ কোন ব্যক্তি তার সম্পদের কিছু অংশ কিংবা তার গোলামদের কতকগুলি অথবা কিছু জন্তু-জানোয়ার সদকা বা ওয়াক্‌ফ করলে তা জায়িয।
৫৫/১৭. অধ্যায়ঃ যে ব্যক্তি তার উকিলকে সদকা প্রদান করিল, অতঃপর উকিল সেটি তাকে ফিরিয়ে দিল।
৫৫/১৮. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বানীঃ মীরাসের মাল বণ্টনের সময় যদি কোন আত্মীয়, ইয়াতিম ও মিসকিন হাজির থাকে, তাহলে তাত্থেকে তাদেরও কিছু প্রদান করিবে। (আন-নিসা ৮)
৫৫/১৯. অধ্যায়ঃ অকস্মাৎ কেউ মারা গেলে তার জন্য দান-খয়রাত আর মৃতের পক্ষ থেকে তার মানত আদায় করা।
৫৫/২০. অধ্যায়ঃ ওয়াক্‌ফ ও সদকায় সাক্ষী রাখা।
৫৫/২১. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বানীঃ “ইয়াতীমদেরকে তাদের ধন-সম্পদ দিয়ে দিবে এবং ভালোর সঙ্গে মন্দ বদল করিবে না। তোমাদের সঙ্গে তাদের সম্পদ মিলিয়ে গ্রাস করিবে না, তা মহাপাপ। তোমার যদি আশংকা হয় যে, ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করিতে পারবে না, তবে বিবাহ করিবে নারীদের মধ্যে, যাকে তোমাদের ভাল লাগে।” (আন নিসা ২-৩)
৫৫/২২. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ
৫৫/২৩. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ নিশ্চয় যারা ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে খায়, তারা তো শুধু তাদের পেটে আগুন ভর্তি করছে; আর তারা সত্বরই দোজখের আগুনে জ্বলবে। (আন নিসা ১০)
৫৫/২৪. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ
৫৫/২৫. অধ্যায়ঃ আবাসে কিংবা সফরে ইয়াতীমদের থেকে খেদমত গ্রহণ করা, যখন তা তাদের জন্য কল্যাণকর হয় এবং মা ও মায়ের স্বামী কর্তৃক ইয়াতীমের প্রতি নযর রাখা।
৫৫/২৬. অধ্যায়ঃ যখন কেউ কোন জমি ওয়াক্‌ফ করে এবং তার সীমা বর্ণনা না করে তা বৈধ। সদকাহও তদ্রূপ।
৫৫/২৭. অধ্যায়ঃ কোন দল যদি তাদের শরীকী জমি ওয়াক্‌ফ করে তা জায়িয।
৫৫/২৮. অধ্যায়ঃ ওয়াক্‌ফ কিভাবে লিখিত হইবে?
৫৫/২৯. অধ্যায়ঃ গরীব, ধনী এবং মেহমানের জন্য ওয়াক্‌ফ করা।
৫৫/৩০. অধ্যায়ঃ মসজিদের জন্য জমি ওয়াক্‌ফ করা।
৫৫/৩১. অধ্যায়ঃ পশু, অশ্ব, আসবাবপত্র ও স্বর্ণ-রৌপ্য ওয়াক্‌ফ করা।
৫৫/৩২. অধ্যায়ঃ ওয়াক্‌ফের তদারককারীর ব্যয় নির্বাহ।
৫৫/৩৩. অধ্যায়ঃ যখন কেউ জমি বা কূপ ওয়াক্‌ফ করে এবং অপরাপর মুসলমানদের মত সে নিজেও পানি নেয়ার শর্ত আরোপ করে।
৫৫/৩৪. অধ্যায়ঃ ওয়াক্‌ফকারী যদি বলে, আমি একমাত্র আল্লাহর নিকট এর মূল্য পেতে চাই তা জায়িয।
৫৫/৩৫. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ
৫৫/৩৬. অধ্যায়ঃ অসীয়তকারী কর্তৃক মৃত ব্যক্তির ওয়ারিসদের অনুপস্থিতিতে মৃত ব্যক্তির দেনা পরিশোধ করা।


Posted

in

by

Comments

Leave a Reply