অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত …

অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত

অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১৪. অধ্যায়ঃ অযাচিত প্রশংসার মধ্যে এবং প্রশংসার ফলে যদি প্রশংসিত ব্যক্তির বিভ্রান্তে পতিত হওয়ার আশঙ্কা থাকে তবে তা নিষিদ্ধ

৭৩৯১ আবু বাকরাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ]-এর নিকট একদিন এক লোক অন্য লোকের প্রশংসা করিল। এ কথা শুনে তিনি বলিলেন, তোমার ধ্বংস হোক। তুমি তো তোমার সাথীর গর্দান কেটে দিয়েছ, তুমি তো তোমার সাথীর গর্দান কেটে ফেলেছ। এ কথাটি তিনি একাধিকবার বলিলেন। তারপর তিনি বলিলেন, তোমাদের কারো যদি তার সাথীর প্রশংসা করিতেই হয় তবে সে যেন বলে অমুকের ব্যাপারে আমার ধারণা আল্লাহ তাআলাই তার পুঙ্খানুপুঙ্খ অবস্থা নিরূপণকারী, আমি কাউকে তার মনের অবস্থা সম্পর্কে জানিনা, পরিণাম সম্পর্কিত জ্ঞান আল্লাহ্‌রই আছে। আমি ধারনা করি সে এই এই রকম- যদি সে এ কথাটি তদ্রূপ জানে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩০, ইসলামিক সেন্টার- ৭২৮৩]

৭৩৯২ আবু বাকরাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

একদিন নবী [সাঃআঃ]-এর কাছে এক লোকের ব্যাপারে আলোচনা হয়। তখন অন্য এক লোক বলিল, হে আল্লাহর রসূল! অমুক অমুক কাজের বিষয়ে রসূলূল্লাহ [সাঃআঃ]-এর পর তার চেয়ে উত্তম আর কোন লোক নেই। এ কথা শুনে রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তোমার ধ্বংস হোক, তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে ফেলেছ। তিনি এ কথাটি বার বার বলিলেন। অতঃপর বলিলেন, তোমাদের কারো যদি তার ভাইয়ের প্রশংসা করিতেই হয় তবে সে যেন বলে অমুকের ব্যাপারে আমার ধারণা যে, সে এমন [বাস্তবে হলেই এ কথাটি বলিতে পারবে], তবে আল্লাহর সম্মুখে আমি কাউকে দোষমুক্ত ঘোষণা করছি না [অর্থাৎ আমি আল্লাহর সামনে কাউকে পবিত্র করিতে পারি না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩১, ইসলামিক সেন্টার- ৭২৮৪]

৭৩৯৩ শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ

ইয়াযীদ ইবনি যুরাই [রহমাতুল্লাহি আলাইহি]-এর হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে হাশিম ও শাইবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি]-এর হাদীসের মধ্যে এ কথাটি বর্ণনা নেই যে, অতঃপর এক লোক বলিল যে, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর পর তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩১, ইসলামিক সেন্টার- ৭২৮৫]

৭৩৯৪ আবু মূসা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদিন নবী [সাঃআঃ] জনৈক লোককে অপর লোকের অতিরিক্ত প্রশংসা করিতে শুনলেন। তারপর তিনি বলিলেন, তুমি তো ঐ লোকের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছো [ধ্বংস করে দিয়েছ]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩২, ইসলামিক সেন্টার- ৭২৮৬]

৭৩৯৫ আবু মামার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক ব্যক্তি দণ্ডায়মান অবস্থায় কোন এক আমীরের বা নেতার ভূয়সী প্রশংসা করিতে শুরু করলে মিকদাদ [রাদি.] তার মুখে মাটি ছুঁড়ে করে বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদেরকে নির্দেশ দিয়েছেন অতিমাত্রায় প্রশংসাকারীদের মুখে মাটি ছুঁড়ে মারার জন্য।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩৩, ইসলামিক সেন্টার- ৭২৮৭]

৭৩৯৬ হাম্মাম ইবনিল হারিস [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

একদিন এক লোক উসমান [রাদি.]-এর প্রশংসা করিতে শুরু করিলেন। তখন মিকদাদ [রাদি.] হাঁটুর উপর ভর করে বসলেন, কারণ তিনি ছিলেন মোটা মানুষ। এরপর তিনি প্রশংসাকারীর মুখে মাটি নিক্ষেপ করিতে লাগলেন। তখন উসামন [রাদি.] তাকে বলিলেন, হে মিকদাদ! তুমি এ কি করছ? উত্তরে তিনি বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা অতিমাত্রায় প্রশংসাকারীদেরকে দেখলে তাদের চেহারায় মাটি নিক্ষেপ করিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩৪, ইসলামিক সেন্টার- ৭২৮৮]

৭৩৯৭ মুহাম্মাদ ইবনিল মুসান্না ও ইবনি বাশ্শার, উসমান ইবনি আবু শাইবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] মিকদাদ [রহমাতুল্লাহি আলাইহি]-এর সানাদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২৩৫, ইসলামিক সেন্টার- ৭২৮৯]

Comments

Leave a Reply