অপরাধ ও তার শাস্তি

অধ্যায়ঃ ৪০, অনুচ্ছেদঃ ১-৪০=৪০টি, হাদীসঃ (৪৩৫১-৪৪৯৩)=১৪৩টি

অপরাধ ও তার শাস্তি সম্পর্কে হাদীস সমূহ

অনুচ্ছেদ-১ঃ মুরতাদ সম্পর্কে বিধান
অনুচ্ছেদ-২ঃ যে নাবী [সাঃআঃ] কে গালি দেয় তার সম্পর্কিত বিধান
অনুচ্ছেদ-৩ঃ বিদ্রোহ
অনুচ্ছেদ-৪ঃ শাস্তি মওকুফের জন্য সুপারিশ করা
অনুচ্ছেদ-৫ঃ শাসকের নিকট না পৌঁছা পর্যন্ত হাদ্দের অপরাধ গোপন রাখা
অনুচ্ছেদ-৬ঃ কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে যথাসম্ভব তা গোপন রাখা উচিৎ
অনুচ্ছেদ-৭ঃ হাদ্দের অপরাধী উপস্থিত হয়ে স্বীকারোক্তি করলে তার সম্পর্কে
অনুচ্ছেদ-৮ঃ হাদ্দ থেকে মুক্তি পাওয়ার মতো কথা বলার পরামর্শ দেয়া
অনুচ্ছেদ-৯ঃ যে ব্যক্তি হাদ্দের অপরাধ স্বীকার করে অথচ অপরাধের নাম বলে না
অনুচ্ছেদ-১০ঃ মারধর করে তথ্য বের করা

ইসলামে চুরির শাস্তি – যে পরিমাণ সম্পদ চুরি করলে চোরের হাত কাটা যায়

অনুচ্ছেদ-১১ঃ যে পরিমাণ সম্পদ চুরি করলে চোরের হাত কাটা যায়
অনুচ্ছেদ-১২ঃ যেসব বস্তু চুরির দায়ে হাত কাটা যায় না
অনুচ্ছেদ-১৩ঃ ছিনতাই ও প্রতারনার অপরাধে হাত কাটা সম্পর্কে
অনুচ্ছেদ-১৪ঃ যে নিরাপদে সংরক্ষিত স্হান থেকে চুরি করে
অনুচ্ছেদ—১৫ঃ ঋণ গ্রহনের পর তা অস্বীকার করলে হাত কাটা প্রসঙ্গে
অনুচ্ছেদ—১৬ঃ পাগল চুরি বা হাদ্দযোগ্য অপরাধ করলে
অনুচ্ছেদ—১৭ঃ নাবালগের অপরাধের শাস্তি
অনুচ্ছেদ-১৮ঃ যুদ্ধের সময় চুরি করলে হাত কাটা প্রসঙ্গে
অনুচ্ছেদ-১৯ঃ কাফন চোরের হাত কাটা সম্পর্কে
অনুচ্ছেদ—২০ঃ একই চোর একাধিবার চুরি করলে
অনুচ্ছেদ—২১ঃ হাত কেটে চোরের গর্দানে ঝুলিয়ে দেয়া
অনুচ্ছেদ—২২ঃ দাস চুরি করলে তাহাকে বিক্রি করে দেয়া

ইসলামে যেনার শাস্তি এবং মাদক সেবনের শাস্তি

অনুচ্ছেদ—২৩ঃ রজম সম্পর্কে
অনুচ্ছেদ—২৪ঃ মাইয ইবনি মালিককে রজম করার ঘটনা
অনুচ্ছেদ-২৫ঃ নাবী [সাঃআঃ] জুহাইনাহ গোত্রের যে মহিলাকে পাথর মারার আদেশ দিয়েছিলেন
অনুচ্ছেদ—২৬ঃ দুই ইয়াহুদীকে রজম করার ঘটনা
অনুচ্ছেদ-২৭ঃ যে ব্যাক্তি মাহ্‌রাম নারীর সঙ্গে যেনা করে
অনুচ্ছেদ-২৮ঃ যে ব্যাক্তি তার স্ত্রীর দাসীর সঙ্গে যেনা করে
অনুচ্ছেদ-২৯ঃ কেউ কওমে লূতের অনুরূপ অপকর্ম করলে
অনুচ্ছেদ-৩০ঃ যে ব্যাক্তি পশুর সঙ্গে সঙ্গম করে
অনুচ্ছেদ-৩১ঃ যদি পুরুষ যেনার কথা স্বীকার করে এবং নারী তা অস্বীকার করে
অনুচ্ছেদ-৩২ঃ যে ব্যাক্তি কোন মহিলার সাথে সঙ্গম ছাড়া অন্য সবকিছু করে এবং কর্তৃপক্ষের নিকট ধরা পড়ার পূর্বেই তাওবাহ করে নেয়
অনুচ্ছেদ-৩৩ঃ অবিবাহিত দাসী যেনা করলে
অনুচ্ছেদ-৩৪ঃ রোগীর উপর হাদ্দ কার্যকর সম্পর্কে
অনুচ্ছেদ-৩৫ঃ যেনার মিথ্যা অপবাদ দাতার শাস্তি
অনুচ্ছেদ-৩৬ঃ মাদক সেবনের শাস্তি
অনুচ্ছেদ-৩৭ঃ মাদক সেবনের পুনরাবৃত্তি করলে
অনুচ্ছেদ-৩৮ঃ মাসজিদে হাদ্দ কার্যকর করা
অনুচ্ছেদ-৩৯ঃ বিচারকের সুবিবেচনামূলক শাস্তি সম্পর্কে
অনুচ্ছেদ-৪০ঃ হাদ্দের ক্ষেত্রে চেহারায় আঘাত না করা


Posted

in

by

Comments

Leave a Reply