অনুমতি চাওয়া
পর্বঃ ৭৯, অনুমতি চাওয়া, অধ্যায়ঃ (১-৫৩)=৫৩টি
সালামের নিয়ম -মহিলা পুরুষ ও অমুসলিমদের সালাম ও জবাব কীভাবে দিবে
৭৯/১. অধ্যায়ঃ সালামের সূচনা
৭৯/২. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ হে ঈমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেয়া ব্যতীত। এটাই তোমাদের জন্য কল্যাণকর যাতে তোমরা উপদেশ লাভ কর। সেখানে যদি কাউকে না পাও, তাহলে তাতে প্রবেশ করিবে না, যতক্ষণ না তোমাদেরকে অনুমতি দেয়া হয়। আর যদি তোমাদেরকে বলা হয়, ফিরে যাও, তাহলে ফিরে যাবে, এটাই তোমাদের জন্য বেশি পবিত্র। তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি অবগত। সে ঘরে কেউ বাস করে না, তোমাদের মালমাত্তা থাকে, সেখানে প্রবেশ করলে তোমাদের কোন পাপ হইবেনা, আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ কর আর যা তোমরা গোপন কর। [১৯ ] (সুরা আন-নূর ২৪/২৭-২৯)
৭৯/৩. অধ্যায়ঃ আল্লাহ তাআলার নামের মধ্যে সালাম একটি নাম।
৭৯/৪. অধ্যায়ঃ অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকেদের সালাম করিবে।
৭৯/৫. অধ্যায়ঃ আর আরোহী পদচারী কে সালাম করিবে।
৭৯/৬. অধ্যায়ঃ পদচারী উপবিষ্টকে সালাম দিবে।
৭৯/৭. অধ্যায়ঃ বয়োকনিষ্ঠ বয়োজ্যেষ্ঠকে সালাম করিবে।
৭৯/৮. অধ্যায়ঃ সালামের বিস্তারণ।
৭৯/৯. অধ্যায়ঃ পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দেয়া।
৭৯/১০. অধ্যায়ঃ পর্দার আয়াত
৭৯/১১. অধ্যায়ঃ তাকানোর অনুমতি গ্রহন করা ।
৭৯/১২. অধ্যায়ঃ যৌনাঙ্গ ব্যতীত অঙ্গ-প্রত্যঙ্গের ব্যভিচার ।
৭৯/১৩. অধ্যায়ঃ তিনবার সালাম দেয়া ও অনুমতি চাওয়া ।
৭৯/১৪. অধ্যায়ঃ যখন কোন ব্যক্তিকে ডাকা হয় আর সে আসে, সেও কি প্রবেশের অনুমতি নিবে ?
৭৯/১৫. অধ্যায়ঃ শিশুদের সালাম দেয়া।
৭৯/১৬. অধ্যায়ঃ মহিলাকে পুরুষদের এবং পুরুষকে মহিলাদের সালাম দেয়া।
৭৯/১৭. অধ্যায়ঃ যদি কেউ জিজ্ঞেস করেন যে, ইনি কে? আর তিনি বলেন, আমি।
৭৯/১৮. অধ্যায়ঃ যে সালামের জবাব দিল এবং বললঃ আলাইকাস্ সালাম।
৭৯/১৯. অধ্যায়ঃ যদি কেউ বলে যে, অমুক তোমাকে সালাম দিয়েছে।
৭৯/২০. অধ্যায়ঃ মুসলিম ও মুশরিকদের একত্রিত মাজলিসে সালাম দেয়া।
৭৯/২১. অধ্যায়ঃ গুনাহগার ব্যক্তির তাওবাহ করার আলামাত প্রকাশিত না হওয়া পর্যন্ত এবং গুনাহগারের তাওবাহ কবূল হবার প্রমাণ না পাওয়া পর্যন্ত যিনি তাকে সালাম করেননি এবং তার সালামের জবাবও দেননি।
৭৯/২২. অধ্যায়ঃ অমুসলিমদের সালামের জবাব কীভাবে দিতে হইবে।
চিঠিপত্র কার নাম দিয়ে শুরু করিতে হইবে
৭৯/২৩. অধ্যায়ঃ কারো এমন পত্রের বিষয়ে স্পষ্টরূপে জানার জন্য তদন্ত করে দেখা, যাতে মুসলিমদের জন্য শংকার কারণ আছে।
৭৯/২৪. অধ্যায়ঃ গ্রন্থধারীদের নিকট কিভাবে পত্র লিখতে হয়?
৭৯/২৫. অধ্যায়ঃ চিঠিপত্র কার নাম দিয়ে শুরু করিতে হইবে।
মুসাফাহা ও আলিঙ্গন করা। যে লাব্বাইকা এবং সাদাইকা বলে জবাব দিল
৭৯/২৬. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ) এর বাণীঃ তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়াও।
৭৯/২৭. অধ্যায়ঃ মুসাফাহা করা।
৭৯/২৮. অধ্যায়ঃ দু হাত ধরে মুসাফাহা করা।
৭৯/২৯. অধ্যায়ঃ আলিঙ্গন করা এবং কারো এ কথা কীভাবে তোমার সকাল হয়েছে?
৭৯/৩০. অধ্যায়ঃ যে লাব্বাইকা এবং সাদাইকা বলে জবাব দিল।
মজলিসের ফজিলত – মসজিদে ও জুমুআহর সলাত পর কা-ইলাহ
৭৯/৩১. অধ্যায়ঃ কেউ কাউকে তার বসার স্থান থেকে উঠাবে না।
৭৯/৩২ অধ্যায়ঃ (আরবি) “যখন বলা হয়- মাজলিস প্রশস্ত করে দাও, তখন তোমরা তা প্রশস্ত করে দিবে, আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন … ।” (সুরা মুজাদালাহ ৫৮/১১)
৭৯/৩৩. অধ্যায়ঃ সাথীদের অনুমতি না নিয়ে মজলিস কিংবা ঘর থেকে উঠে যাওয়া, কিংবা নিজে উঠে যাবার প্রস্তুতি গ্রহণ করা যাতে অন্যরা উঠে যায়।
৭৯/৩৪. অধ্যায়ঃ দু হাঁটুকে খাড়া করে দু হাতে বেড় দিয়ে নিতম্বের উপর বসা।
৭৯/৩৫. অধ্যায়ঃ যিনি তার সাথীদের সামনে হেলান দিয়ে বসেন।
৭৯/৩৬. অধ্যায়ঃ বিশেষ প্রয়োজনে অথবা যে কোন উদ্দেশ্যে যিনি তাড়াতাড়ি চলেন।
৭৯/৩৭. অধ্যায়ঃ পালঙ্ক ব্যবহার করা।
৭৯/৩৮. অধ্যায়ঃ হেলান দেয়ার জন্য যাঁকে একটা বালিশ পেশ করা হয়।
৭৯/৩৯. অধ্যায়ঃ জুমুআহর সলাত পর কা-ইলাহ।
৭৯/৪০. অধ্যায়ঃ মাসজিদে কা-ইলাহ করা।
৭৯/৪১. অধ্যায়ঃ যিনি কোন কাওমের নিকট যান এবং তাদের নিকট কা-ইলাহ করেন।
৭৯/৪২. অধ্যায়ঃ যেভাবে সহজ, সেভাবেই বসা।
৭৯/৪৩. অধ্যায়ঃ যিনি মানুষের সামনে কারো সঙ্গে কানে কানে কথা বলেন। আর যিনি আপন বন্ধুর গোপন কথা কারো কাছে প্রকাশ করেননি। অবশ্য তাহাঁর মৃত্যুর পর তা প্রকাশ করেন।
৭৯/৪৪. অধ্যায়ঃ চিত হয়ে শোয়া
গোপনীয়তা রক্ষা করা, খেলাধুলা ও পাকা ঘর-বাড়ি নির্মাণ করা
৭৯/৪৫. অধ্যায়ঃ তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দুজনে কানে-কানে বলবে না।
৭৯/৪৬.অধ্যায়ঃ গোপনীয়তা রক্ষা করা।
৭৯/৪৭. অধ্যায়ঃ তিনজনের অধিক হলে গোপনে কথা বলা, আর কানে-কানে কথা বলা দূষণীয় নয়।
৭৯/৪৮.অধ্যায়ঃ দীর্ঘক্ষণ কারো সাথে কানে-কানে কথা বলা।
৭৯/৪৯. অধ্যায়ঃ ঘুমানোর সময় ঘরে আগুন রাখবে না।
৭৯/৫০. অধ্যায়ঃ রাতে দরজা বন্ধ করা।
৭৯/৫১. অধ্যায়ঃ বয়োঃপ্রাপ্তির পর খাতনা করা এবং বগলের পশম উপড়ানো।
৭৯/৫২.অধ্যায়ঃ যেসব খেলাধুলা আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে সেগুলো বাতিল (হারাম)।
৭৯/৫৩. অধ্যায়ঃ পাকা ঘর-বাড়ি নির্মাণ করা।
Leave a Reply