নবী সাঃ এর ফযীলত
নবী সাঃ এর ফযীলত
পর্বঃ ৪৪, ফযীলত, অধ্যায়ঃ (১-৪৬)=৪৬টি
অধ্যায় | বিষয় | হাদীস |
---|---|---|
১-৮ | নবীর তাওয়াক্কুল, ফযীলত, হিদায়াত, উম্মাত ও মুজিযা ১. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর বংশে ফযীলত এবং নুবূওয়াত প্রাপ্তির আগে [তাঁকে] পাথরের সালাম করা প্রসঙ্গ ২. অধ্যায়ঃ আমাদের নবী [সাঃআঃ] -কে সমুদয় সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব প্রদান প্রসঙ্গ ৩. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর মুজিযা প্রসঙ্গ ৪. অধ্যায়ঃ আল্লাহ তাআলার উপরে নবী [সাঃআঃ] -এর তাওয়াক্কুল এবং তাঁকে লোকদের [অনিষ্ট] হইতে আল্লাহ তাআলার হিফাযাত ৫. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] যে হিদায়াত ও ইলম সহ প্রেরিত হয়েছেন তা দৃষ্টান্তের বিবরণ ৬. অধ্যায়ঃউম্মাতের প্রতি নবী [সাঃআঃ]-এর স্নেহ এবং তাদের জন্য ক্ষতিকর বিষয় থেকে গুরুত্ব সহকারে সতর্কীকরণ ৭. অধ্যায়ঃ নবী [সাঃআঃ]-এর শেষ নবী হওয়ার বিবরণ ৮. অধ্যায়ঃ আল্লাহ তাআলা কোন উম্মাতের প্রতি রহম করার ইচ্ছা করলে সে উম্মাতের নবী কে তাদের আগে তুলে নেন | ৫৮৩২-৫৮৫৯ |
৯ | আমাদের নবী [সাঃআঃ] -এর জন্য হাওয [কাওসার] প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ | ৫৮৬০-৫৮৯৭ |
১০-১১ | নবী [সাঃআঃ] -এর বীরত্ব ও যুদ্ধে অগ্রগামী ১০. অধ্যায়ঃ উহুদ যুদ্ধের দিন নবী [সাঃআঃ]-এর পক্ষে জিব্রীল ও মীকাঈল ফেরেশ্তার অংশগ্রহণ ১১. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর বীরত্ব ও যুদ্ধে অগ্রগামী | ৫৮৯৮-৫৯০২ |
১২-১৫ | রসূলুল্লাহ সাঃ চরিত্রবান, বিনয় ও দানশীল ছিলেন ১২. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] মানুষের মধ্যে প্রবাহমান বায়ু থেকেও শ্রেষ্ঠ দানশীল ছিলেন ১৩. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] সর্বোত্তম চরিত্রবান ছিলেন ১৪. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -এর কাছে কেউ কিছু চাইলে তিনি কক্ষনো না বলেননি এবং তাহাঁর বদান্যতা প্রসঙ্গ ১৫. অধ্যায়ঃ ছেলেদের প্রতি নবী [সাঃআঃ] –এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তাহাঁর মর্যাদা | ৫৯০৩-৫৯২৫ |
১৬-২০ | নবী সাঃ লজ্জাশীলতা, হাসি, আচরণ ও দয়া ১৬. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] এর অধিক লজ্জাশীলতা ১৭. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] এর মুচকি হাসি ও উত্তম জীবন যাপন ১৮. অধ্যায়ঃ স্ত্রীলোকদের প্রতি রসূলুল্লাহ [সাঃআঃ]-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ ১৯. অধ্যায়ঃ সৎ লোকদের সাথে নবী [আঃ]-এর আচরণ, তাহাঁর মাধ্যমে তাঁদের পুণ্য লাভকরণ ২০. অধ্যায়ঃ খারাপ কাজ হইতে নবী [সাঃআঃ] -এর দূরে অবস্থান এবং মুবাহ্ কাজের মাঝে সহজটিকে গ্রহণ করা এবং আল্লাহ্র মর্যাদা হানি হয় এমন বিষয়ে প্রতিশোধ নেয়া | ৫৯২৬-৫৯৪৫ |
২১-২৩ | নবী সাঃ এর শরীরের ঘাম, সুরভি ও কোমলতা ২১. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর শরীরের সুরভি ও কোমলতা ২২. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর ঘামের সুগন্ধ এবং তা থেকে বারাকাত লাভ ২৩. অধ্যায়ঃ শীতের দিনে নবী [সাঃআঃ] -এর নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন | ৫৯৪৬-৫৯৫৬ |
২৪-২৮ | নবী সাঃ এর চুল, মুখ, গোড়ালি ও লাবণ্যময় চেহারা ২৪. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর চুল ঝুলিয়ে দেয়া ও তার সিঁথির বিবরণ ২৫. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর বর্ণনা এবং তাহাঁর চেহারা ছিল সবচাইতে সুন্দর ২৬. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর চুলের বর্ণনা ২৭. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর মুখাবয়ব, দুটি চোখ ও গোড়ালির বর্ণনা ২৮. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] উজ্জ্বল লাবণ্যময় চেহারা বিশিষ্ট ছিলেন | ৫৯৫৭-৫৯৬৬ |
২৯-৩৩ | নবী সাঃ এর নুবুওয়াতের প্রমাণ, বয়স ও বার্ধক্য ২৯. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -এর বার্ধক্য ৩০. অধ্যায়ঃ মোহরে নুবুওয়াতের প্রমাণ, গুণাবলী এবং নবী [সাঃআঃ] -এর শরীরে তার অবস্থান ৩১. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর গুণাবলী, নুবূওয়াত প্রাপ্তি ও বয়স প্রসঙ্গ ৩২. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর ওফাতকালে বয়স কত ছিল ৩৩. অধ্যায়ঃ মাক্কায় ও মাদীনায় নবী [সাঃআঃ] -এর অবস্থানকাল কত ছিল | ৫৯৬৭-৫৯৯৮ |
৩৪-৩৯ | রসূলুল্লাহ সাঃএর নামসমূহ, ফযীলত ও অনুসরণ ৩৪. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নামসমূহ ৩৫. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -এর আল্লাহ সম্বন্ধে জ্ঞান এবং তাঁকে অত্যধিক ভয় করা ৩৬. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -এর অনুসরণ ওয়াজিব হওয়া প্রসঙ্গে ৩৭. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -কে সম্মান প্রদর্শন করা এবং অকারণে বেশি প্রশ্ন করা বা কষ্ট দেয়া ও অবাঞ্চিত ইত্যাদি বিষয় থেকে বিরত থাকা ৩৮. অধ্যায়ঃ শারীয়াত হিসেবে রসূলুল্লাহ [সাঃআঃ] যা আদেশ করিয়াছেন তা পালন করা ওয়াজিব আর পার্থিব বিষয়ে তিনি যে অভিমত ব্যক্ত করেন তা পালন করা ওয়াজিব নয় ৩৯. অধ্যায়ঃ রসূলুল্লাহ [সাঃআঃ] -কে দেখার ফযীলত ও এর আকাঙ্ক্ষা | ৫৯৯৯-৬০২৩ |
৪০ | ঈসা [আঃ]এর ফযীলত | ৬০২৪-৬০৩১ |
৪১ | ইব্রাহীম খলীল [আঃ]- এর মর্যাদা | ৬০৩২-৬০৩৯ |
৪২ | মুসা [আঃ]-এর ফযীলত | ৬০৪০-৬০৫২ |
৪৩ | ইউনুস [আঃ]-এর বর্ণনা এবং নবী [সাঃআঃ] -এর উক্তি- কারো এ কথা বলা ঠিক নয় যে, আমি ইউনুস ইবনি মাত্তা থেকে উত্তম | ৬০৫৩-৬০৫৪ |
৪৪ | ইউসুফ [আঃ]-এর ফযীলত | ৬০৫৫-৬০৫৫ |
৪৫ | যাকারিয়্যা [আঃ]-এর ফযীলত | ৬০৫৬-৬০৫৬ |
৪৬ | খাযির [আঃ]-এর ফযীলত | ৬০৫৭-৬০৬২ |
Leave a Reply