ইসমে আজম আল্লাহর নাম এর জিকির ও দোয়া
ইসমে আজম আল্লাহর নাম এর জিকির ও দোয়া
- পরিচ্ছেদঃ আল্লাহুম্মা আনতাস্ সালামু ওয়া মিনকাস সালামু তাবারক্তা জালজালালি ওয়াল ইকরাম
- পরিচ্ছেদঃ অধ্যায় আল্লাহর এক কম একশত নাম আছে।
২২ পরিচ্ছেদঃ অধ্যায় আল্লাহর এক কম একশত নাম আছে।
আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ তাআলার নিরানব্বই নাম আছে, এক কম একশত নাম। যে ব্যক্তি এ (নাম) গুলোর হিফাযাত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। আল্লাহ বিজোড়। তিনি বিজোড় পছন্দ করেন। ইমাম বুখারী (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, মান আহসাহা অর্থ যে হিফাযাত করিল।
ফায়দাঃ মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি তার ফাজায়েলে আমল কিতাবের ফাজায়েলে কালেমা অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের ২৯ নং হাদিসে ইসমে আজম এর কথা উল্লেখ করেছেন
ইমাম বুখারী, সহীহ বুখারী শরিফে এই হাদিসটির অধ্যায়ের নামকরন করেছেন “আল্লাহর এক কম একশত নাম আছে”। সহীহ বুখারী-৬৪১০ (আঃপ্রঃ- ৫৯৬২, ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৫)
ইমাম মুসলিম তার সহীহ মুসলিমে উপরোক্ত হাদিসের অনুরুপ আবু হুরাইরাহ্ [রাদি.] এর বর্ণনায় ২ টি হাদিস বর্ণনা করেছেন এবং অধ্যায়ের নামকরন করেছেন “আল্লাহর নামসমূহের বর্ণনা এবং যারা এগুলো সংরক্ষণ করে তার মর্যাদা প্রসঙ্গে”। [ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৫, ৬৫৬৬ ইসলামিক সেন্টার- ৬৬১৯, ৬৬২০]
Leave a Reply