হেদায়া কিতাব ডাউনলোড – আলী ইবন আবূ বকর >> মুখতাসারুল কুদুরী পড়ুন
হেদায়া কিতাব ডাউনলোড
বইঃ হেদায়া কিতাব
বই এর পুরো নামঃ আল-হিদায়াহ ফী শারহ বিদায়াত আল-মুবতাদী
লেখকঃ আলী।
উপনামঃ আবুল হাসান।
উপাধিঃ বুরহান উদ্দীন।
বংশধারাঃ বুরহান উদ্দীন আবুল হাসান আলী ইবনে আবু বকর ইবনে আব্দুল জলিল আল-ফারগানী আল-মারগিনানী।
ফারগানের একটি জায়গার নাম মারগিনান সেই দিকে লক্ষ্য করে তাকে মারগিনানী বলা হয়।
জন্মস্থানঃ মারগিনান,ফারগান (বর্তমান উজবেকিস্তান)
জন্মঃ ৫১১হিজরী
মৃত্যুঃ ৫৯৩ হিজরি
শায়খুল ইসলাম বুরহান আল দীন আল ফারঘানি আল মারগানী হানাফি মাজহাবের অন্যতম সম্মানিত ফকীহ হিসাবে বিবেচিত হয়েছিলেন। আল হিদায়া হল আল মারঘিনানির নিজস্ব সংকলন আল বিদায়াতুল মুবতাদির উপর সংক্ষিপ্ত ভাষ্য। যা আল কুদুরি ও মুহাম্মাদ আশ-শায়বানির আল-জামিউস সাগীর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল।
হেদায়া কিতাব সূচীপত্র
- পরিচ্ছেদঃ উযূ ভংগের কারণসমূহ
- পরিচ্ছেদঃ গোসল
- প্রথম অনুচ্ছেদঃ পানি
- পরিচ্ছদঃ কুয়ার মাসআলা
- পরিচ্ছদঃ উচ্ছিষ্ট ইত্যাদি
- দ্বিতীয় অনুচ্ছেদঃ তায়াম্মুম
- তৃতীয় অনুচ্ছেদঃ মোজার উপর মাসহ
- চতুর্থ অনুচ্ছেদঃ হায়য় ও ইসতিহাযা
- পরিচ্ছদঃ মুসতাহাযা ( আল হেদায়া কিতাব )
- পরিচ্ছদঃ নিফাস সম্বন্ধে
- পণ্চম অনুচ্ছেদঃ বিভিন্ন
- পরিচ্ছদঃ ইসতিনজা
- প্রথম অনুচ্ছেদঃ সালাতের সময়সমূহ
- পরিচ্ছেদঃ সালাতের মুসতাহাব ওয়াক্ত
- পরিচ্ছেদঃ সালাতের মাকরূহ ওয়াক্ত
- দ্বিতীয় অনুচ্ছেদঃ আযান
- তৃতীয় অনুচ্ছেদঃ সালাতের পূর্ববর্তী শর্তসমূহ
- চতুর্থ অনুচ্ছেদঃ সালাতের ধারাবাহিক বিবরণ
- পরিচ্ছেদঃ কিরাত ( আল হেদায়া কিতাব )
- পণ্চম অনুচ্ছেদঃ ইমামত
- ষষ্ঠ অনুচ্ছেদঃ সালাতের মধ্যে হাদাছ হওয়া
- সপ্তম অনুচ্ছেদঃ যা সালাতকে ভংগ করে এবং যা সালাতকে মাকরূহ করে
- পরিচ্ছেদঃ সালাতের মাকরূহ
- পরিচ্ছেদঃ পায়খানায় কিবলামুখী বসা
- অষ্টম অনুচ্ছেদঃ সালাতুল বিতর
- নবম অনুচ্ছেদঃ নফল সালাত
- পরিচ্ছেদঃ কিরাত সংক্রান্ত
- পরিচ্ছেদঃ কিয়ামে রমাযান
- দশম অনুচ্ছেদঃ জামা’আত পাওয়া
- একাদশ অনুচ্ছেদঃ কাযা সালাত
- দ্বাদশ অনুচ্ছেদঃ সাজদায়ে সাহও
- ত্রয়োদশ অনুচ্ছেদঃ অসুস্থ ব্যক্তির সালাত
- চতুর্দশ অনুচ্ছেদঃ তিলাওয়াতে সাজদা
- পণ্চদশ অনুচ্ছেদঃ মুসাফিরের সালাত
- ষোড়শ অনুচ্ছেদঃ সালাতুল জুমুআ
- সপ্তদশ অনুচ্ছেদঃ দুই ঈদের বিধান
- পরিচ্ছেদঃ তাকবীরে তাশরীক
- অষ্টাদশ অনুচ্ছেদঃ সালাতুল কুসূফ
- ঊনবিংশ অনুচ্ছেদঃ ইসতিসকার সালাত
- বিংশ অনুচ্ছেদঃ ভয়কালীন সালাত
- একবিংশ অনুচ্ছেদঃ সালাতুল জানাযা
- পরিচ্ছেদঃ কাফন পরান
- পরিচ্ছেদঃ মাইয়েতের উপর সালাত আদায়
- পরিচ্ছেদঃ জানাযা বহন
- পরিচ্ছেদঃ দাফন
- দ্বাবিংশ অনুচ্ছেদঃ শহীদ
- ত্রয়োবিংশ অনুচ্ছেদঃ কা’বার অভ্যন্তরে সালাত
- প্রথম অনুচ্ছেদঃ গবাদি পশুর যাকাত
- পরিচ্ছেদঃ উটের যাকাত
- পরিচ্ছেদঃ গরুর যাকাত
- পরিচ্ছেদঃ বকরীর যাকাত
- পরিচ্ছেদঃ ঘোড়ার যাকাত
- পরিচ্ছেদঃ যে সব পশুর ক্ষেত্রে যাকাত নেই
- দ্বিতীয় অনুচ্ছেদঃ সম্পদের যাকাত
- পরিচ্ছেদঃ রুপার যাকাত
- পরিচ্ছেদঃ স্বর্ণের যাকাত
- পরিচ্ছেদঃ পণ্যদ্রব্যের যাকাত
- তৃতীয় অনুচ্ছেদঃ উশর উসূলকারীর সম্মুখ দিয়ে অতিক্রমকারী
- চতুর্থ অনুচ্ছেদঃ খনিজ-সম্পদ ও প্রোথিত-সম্পদ
- পণ্চম অনুচ্ছেদঃ ফসল ও ফলের যাকাত
- ষষ্ঠ অনুচ্ছেদঃ যাকাত-সাদকা কাকে দেয়া জাইয বা জাইয নয়
- সপ্তম অনুচ্ছেদঃ সাদাকাতুল ফিতর
- পরিচ্ছেদঃ সাদাকাতুল ফিতরের পরিমাণ ও সময়
- প্রথম অনুচ্ছেদঃ যে কারণে কাযা ও কাফফারা ওয়াজিব হয়
- পরিচ্ছেদঃ রোযা ভংগ ( আল হেদায়া কিতাব )
- পরিচ্ছেদঃ সে সিয়াম প্রসঙ্গে যা চান্দা নিজের উপর ওয়াজিব করে
- দ্বিতীয় অনুচ্ছেদঃ ইতিকাফ
- পরিচ্ছেদঃ ইহরামের স্থানসমূহ
- প্রথম অনুচ্ছেদঃ ইহরাম
- পরিচ্ছেদঃ উকুফের সাথে সংশ্লিষ্ট
- দ্বিতীয় অনুচ্ছেদঃ কিরান
- তৃতীয় অনুচ্ছেদঃ হজ্জে তামাত্তু
- চতুর্থ অনুচ্ছেদঃ অপরাধ ও ত্রুটি
- পরিচ্ছেদঃ ইহরাম অবস্থায় স্ত্রী-সম্ভোগ
- পরিচ্ছেদঃ তাহারাত ব্যতীত তাওয়াফ সংশ্লিষ্ট বিষয়
- পরিচ্ছেদঃ শিকার
- পণ্চম অনুচ্ছেদঃ ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করা
- ষষ্ঠ অনুচ্ছেদঃ ইহরামের সম্পর্ক সম্বন্ধে
- সপ্তম অনুচ্ছেদঃ অবরুদ্ধ হওয়া
- অষ্টম অনুচ্ছেদঃ হজ্জ ফউত হওয়া
- নবম অনুচ্ছেদঃ অপরের পক্ষে হজ্জ করা
- দশম অনুচ্ছেদঃ হাদী সম্পর্কে
আল হেদায়া কিতাব বিবিধ মাসআলা
।।দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে (শুরু)।।
যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য তিনিই যথেষ্ট হন।
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি ইলমের নিদর্শন ও দৃষ্টান্তসমূহ ‘সমুন্নত’ করেছেন এবং যিনি শরীয়তের বিধান ও নির্দেশনাবলী সুপ্রকাশিত করেছেন, আর সত্যের পথ প্রদর্শনকারী রুপে বহু নবী ও রাসূল প্রেরণ করেছেন, (তাদের সকলের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক) আর যিনি আলিমগণকে তাদের স্থলবর্তী করেছেন যারা তাদের সুন্নতের পথের আহবান করেন। যে সকল বিষয়ে তাদের পক্ষ থেকে কোন বাণী বর্ণিত হয়নি সে সকল ক্ষেত্রে ইজতিহাদের নীতি অনুসরণ করেন এবং সে বিষয়ে আল্লাহর নিকট পথ-নির্দেশনা প্রার্থনা করেন। আর আল্লাহই সঠিক পথ প্রদর্শনের অধিকারী।
আর তিনিই প্রাথমিক যুগের মুজতাহিদগণকে বিশেষভাবে তাওফীক দান করেছেন, ফলে তারা সুস্পষ্ট ও সূক্ষ সকল প্রকার মাসআলা সন্নিবেশ করেছেন। তবে যেহেতু ঘটনাবলী পরস্পরায় ঘটমান এবং ‘আলোচ্য বিষয় অব্যাহত সমস্যাবলী বেষ্টন করতে অক্ষম উপরন্তু উত্সস্থল থেকে বিচ্ছিন্ন মাসআলাসমূহ আহরণ করা এবং সদৃশ মাসআলাসমূহের উপর কিয়াস করে সিদ্ধান্ত গ্রহণ করা অতি কামিল লোকদের কীর্তি-রূপে স্বীকৃত। আর মাসায়েলের উত্সসমূহ সম্পর্কে অবগতির মূলে তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা সম্ভর হয়, উল্লেখ্য যে, ‘বিদায়াতুল মুবতাদী’ নামক কিতাবের ভূমিকা অংশে আমার পক্ষ থেকে এ প্রতিশ্রুতি যে, আল্লাহ্ তা’আলা যদি তাওফীক দান করেন তাহলে ‘ফিকায়াতুল মুনতাহী’ নাম-কারণপূর্বক উক্ত কিতাবের একটি ব্যাখ্যাগ্রন্থ রচনা করবো। অতএব আমি শরাহ্ লেখতে আরম্ভ করলাম, যদিও কৃতপ্রতিশ্রুতি বাধ্য-বাধকতা ছিল না। অবশেষে যখন রচনা কার্য থেকে অবসর হওয়ার কাছাকাছি উপনীত হলাম তখন তাতে কিছু ‘বিশদতা’ অনুভব করলাম এবং আশংকা করলাম যে, একারণে গ্রন্থখানি পরিত্যাক্ত হতে পারে। তাই আল-হিদায়া নামকরণপূর্বক আর একটি ব্যাখ্যাগ্রন্থ রচনায় মনোনিবেশ করলাম, আল্লাহ্ তা’আলা তাওফীক দিলে এর প্রতি অধ্যায়ে অতিরিক্ত বিষয় পরিহার করে আমি সুনির্বাচিত বর্ণনা এবং অকাট্য দলীলসমূহ সমাবিষ্ট করবো। এ জাতীয় বিষয়ে অতিবিশদ আলোচনা উপেক্ষা করে চলবো। তবে এমন সকল মূলনীতি তাতে সন্নিবেশিত হবে যার উপর ভিত্তি করে বহু আনুষঙ্গিক বিষয় আহরিত হবে। আল্লাহ্ তা’আলার নিকট প্রার্থনা করি যেন তিনি আমাকে তা সম্পন্ন করার তাওফীক দান করেন এবং তার সমাপ্তির পর যেন সৌভাগ্যের সাথে আমার জীবনের অবসান ঘটান।
অতএব অধিক জ্ঞান অর্জনের উচ্চস্পৃহা যাদের হবে তারা সাগ্রহে সুদীর্ঘ ও বৃহত্তর ব্যাখ্যা গ্রন্থখানি অধ্যয়ন করবে। আর যাদের সময়ের তাড়াহুড়া থাকবে তারা সংক্ষিপ্ত ও ক্ষুদ্র পরিধির ব্যাখ্যা গ্রন্থের উপরই নির্ভর করবে।
এরপর আমার কতিপয় ভ্রাতা অনুরোধ করলেন, যেন আমি তাদের জন্য উক্ত দ্বিতীয় গ্রন্থটি লিপিবদ্ধ করি। সুতরাং আমি আল্লাহ্ তা’আলার সাহায্য কামনা করে আবার তা আরম্ভ করলাম, তাঁর দরবারে সকাতর প্রার্থনা সহকারে, যেন আমার প্রয়াস সহজ করে দেন। তিনিই সকল কঠিনকে সহজ করেন। তিনি তো যা ইচ্ছা করেন, তাঁর উপর ক্ষমতাবান এবং দু’আ কবুলের যোগ্য কেউ নেই। আল্লাহ্ই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কর্ম-বিধায়ক। হেদায়া কিতাব ডাউনলোড
বিঃ দ্রঃ বিভিন্ন সব্দ বিন্যাস দিয়ে এই কিতাব টি খুজতে পারেন যেমন হেদায়া কিতাব ডাউনলোড pdf, হেদায়া মূল কিতাব , হেদায়া কিতাব বাংলা , হেদায়া কিতাব বাংলা pdf , হেদায়া কিতাব বাংলা ডাউনলোড , আল হেদায়া কিতাব , হেদায়া কিতাব , hedaya kitab bangla pdf , bangla hedaya kitab , hedaya bangla pdf download , al hedaya bangla ইত্যাদি
Leave a Reply