আল্লাহর নামসমূহের বর্ণনা এবং দুআ করা

আল্লাহর নামসমূহের বর্ণনা এবং দুআ করা

আল্লাহর নামসমূহের বর্ণনা এবং দুআ করা সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

আল্লাহর নামসমূহের বর্ণনা এবং দুআ করা

১. অধ্যায়ঃ আল্লাহ তাআলার যিক্‌রের প্রতি অনুপ্রাণিত করা
২. অধ্যায়ঃ আল্লাহর নামসমূহের বর্ণনা এবং যারা এগুলো সংরক্ষণ করে তার মর্যাদা প্রসঙ্গে
৩. অধ্যায়ঃ দুআতে দৃঢ়তা অবলম্বন করা এবং আল্লাহ তুমি যদি চাও এ কথা না বলার বর্ণনা
৪. অধ্যায়ঃ বিপদে পড়লে মৃত্যু আকাঙ্ক্ষা পোষণ অপছন্দনীয়
৫. অধ্যায়ঃ যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তাদের সাক্ষাৎ ভালোবাসেন আর যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তাদের সাক্ষাৎ ভালোবাসেন না

১. অধ্যায়ঃ আল্লাহ তাআলার যিকরের প্রতি অনুপ্রাণিত করা

৬৬৯৮ :আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ আল্লাহ জাল্লা শানুহু বলেন, আমি বান্দার ধারণা অনুযায়ী নিকটে আছি। যখন সে আমার যিকির [স্মরণ] করে সে সময় আমি তার সাথে থাকি। বান্দা আমাকে একাকী স্মরণ করলে আমিও তাকে এককী স্মরন করি। আর যদি সে আমাকে কোন সভায় আমার কথা স্মরণ করে তাহলে আমি তাকে তার চেয়ে উত্তম সভায় স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত অগ্রসর হয় তাহলে আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়িয়ে আসি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬১, ইসলামিক সেন্টার- ৬৬১৫]

৬৬৯৯ : আমাশ [রাদি.] হইতে এ সূত্রে হইতে বর্ণীতঃ

অবিকল বর্ণনা করিয়াছেন। যদি সে আমার দিকে এক হাত এগিয়ে আসে তাহলে আমি তার দিকে এক গজ অগ্রসর হই তিনি এ কথাটি বর্ননা করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬২, ইসলামিক সেন্টার- ৬৬১৬]

৬৭০০ :হাম্মাম ইবনি মুনাব্বিহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এগুলো আমাদের নিকট রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে আবু হুরায়রা্ [রাদি.] হাদীস বর্ণনা করিয়াছেন। তারপর তিনি কিছু হাদীস উল্লেখ করেন। তম্মধ্যে একটি হাদীস এই, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা আমার দিকে এক বিঘত অগ্রসহর হয় তখন আমি তার পানে এক হাত অগ্রসহর হই। আর যখন সে একহাত অগ্রসহর হয় আমি তখন একগজ অগ্রসর হই। যখন সে দুহাত অগ্রসহর হয় তখন আমি তার কাছে অতি তাড়াতাড়ি আসি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৩, ইসলামিক সেন্টার- ৬৬১৭]

৬৭০১ :আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার রসূলুল্লাহ [সাঃআঃ] মক্কার পথে চলতে থাকেন। অতঃপর জুমদন নামে একটি পর্বতের কাছে গেলেন। এরপর তিনি বলিলেন, তোমরা এ জমদান পর্বতে সফর করো। মুফার্রিদগণ অগ্রগামী হয়েছে। মানুষেরা প্রশ্ন করিল, মুফার্রিদ কারা! হে আল্লাহর রসূল [সাঃআঃ]? তিনি বলিলেন, বেশি বেশি আল্লাহর যিকিরে নিয়োজিত পুরুষ ও নারী।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৪, ইসলামিক সেন্টার- ৬৬১৮]

২. অধ্যায়ঃ আল্লাহর নামসমূহের বর্ণনা এবং যারা এগুলো সংরক্ষণ করে তার মর্যাদা প্রসঙ্গে

৬৭০২ :আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম রয়েছে। যে লোকে এ নামগুলো সংরক্ষণ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বেজোড়। তিনি বেজোড় ভালবাসেন। ইবনি আবু উমর [রহমাতুল্লাহি আলাইহি]-এর বর্ণনায় [আরবী] [সংরক্ষণ করে]-এর স্থলে [আরবী] [যে তা আয়ত্ত করে] বর্ণিত আছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৫, ইসলামিক সেন্টার- ৬৬১৯]

৬৭০৩ : আবু হুরাইরাহ্ [রাদি.]-এর সানাদে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ

তিনি বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলার নিরানব্বইটি নাম অর্থাৎ- এক কমে একশটি নাম রয়েছে। যে লোক তা আয়ত্ত করিবে সে জান্নাতে গমন করিবে। হাম্মাম [রহমাতুল্লাহি আলাইহি] আবু হুরায়রা্ [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] থেকে এটুকু বাড়িয়ে বলেছেন যে, তিনি বেজোড় এবং তিনি বেজোড় পছন্দ করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৬, ইসলামিক সেন্টার- ৬৬২০]

৩. অধ্যায়ঃ দুআতে দৃঢ়তা অবলম্বন করা এবং আল্লাহ তুমি যদি চাও এ কথা না বলার বর্ণনা

৬৭০৪ : আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যখন দুআ করে সে যেন দৃঢ়তা প্রকাশের সাথে দুআ করে। আর সে যেন না বলে, arbi

اللَّهُمَّ إِنْ شِئْتَ فَأَعْطِنِي

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন সি,তা ফা,তিনি, “হে আল্লাহ! যদি তুমি ইচ্ছা কর তবে আমাকে দান কর”।

কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোন বাধ্যকারী নেই।

দুআতে দৃঢ়তা অবলম্বন করা -হাদিস [ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৭, ইসলামিক সেন্টার- ৬৬২১]

৬৭০৫ : আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যখন দুআ করে তখন সে যেন না বলে

اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ

উচ্চারণঃ আল্লাহুম্মাগ ফিরলি ইন সি,তা, [হে আল্লাহ! আপনি যদি চান আমাকে মাফ করুন]।

কিন্তু সে যেন দৃঢ়তার সাথে দুআ করে। সে যেন আগ্রহ নিয়ে দুআ করে। কেননা আল্লাহ তাআলা তাকে যা দান করেন তা আল্লাহ তাআলার নিকট তেমন কোন বিশাল জিনিস নয়।

দুআতে দৃঢ়তা অবলম্বন করা-হাদিস [ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৮, ইসলামিক সেন্টার- ৬৬২২]

৬৭০৬ : আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যেন কখনো এ কথা না বলে যে,

 اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ اللَّهُمَّ ارْحَمْنِي إِنْ شِئْتَ

উচ্চারণঃ আল্লাহুম্মাগ ফিরলি ইন সি,তা , আল্লাহুম্মার হামনি ইন সি,তা, “হে আল্লাহ! আপনি যদি চান আমাকে মাফ করুন, হে আল্লাহ! আপনি যদি চান আমার প্রতি রহ্মাত করুন।”

সে যেন অবশ্যই দৃঢ়তার সাথে দুআ প্রার্থনা করে। কেননা, আল্লাহ তাআলা মহান কারিগর, তিনি যা চান তাই করেন। তার উপর বাধ্যবাধকতা করার কেউ নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬৯, ইসলামিক সেন্টার- ৬৬২৩]

৪. অধ্যায়ঃ বিপদে পড়লে মৃত্যু আকাঙ্ক্ষা পোষণ অপছন্দনীয়

৬৭০৭ : আনাস [রাদি.]-এর সানাদে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যু আকাঙ্ক্ষা না করে। তবে মৃত্যু তার কামনা হয় তা হলে সে যেন বলে-

اللَّهُمَّ أَحْيِنِي مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِي وَتَوَفَّنِي إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِي

উচ্চারণঃ আল্লাহুম্মা আহইয়ানি মা কানাতিল হায়াতু খইরান লি ওয়া তাওয়াক্কানি ইজা কনাতিল ওয়া ফাতু খয়রান লি, “হে আল্লাহ! আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয়। আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয়, তবে আমাকে মৃত্যু দিয়ে দিন।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭০, ইসলামিক সেন্টার- ৬৬২৪]

৬৭০৮ : আনাস [রাদি.]-এর সানাদে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ

আনাস [রাদি.]-এর সানাদে নবী [সাঃআঃ] হইতে হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন। তাছাড়া তিনি لِضُرٍّ نَزَلَ بِهِ (তার উপর আপতিত বিপদের কারণে) এর স্থলে مِنْ ضُرٍّ أَصَابَهُ (যে বিপদ তার উপর পতিত হয়েছে) বলেছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭১, ইসলামিক সেন্টার- ৬৬২৫]

৬৭০৯ : নায্‌র ইবনি আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

আনাস তখন জীবিত ছিলেন। তিনি [নায্র] বলেন, আনাস [রাদি.] বলেছেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যদি না বলিতেন, “তোমাদের মধ্যে কেউ কখনো মৃত্যুর আশা করিবে না”। তাহলে অবশ্যই আমি মৃত্যু কামনা করতাম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭২, ইসলামিক সেন্টার- ৬৬২৬]

৬৭১০ : কায়স ইবনি আবু হাযিম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা খাব্বাব [রাদি.]-এর নিকটে প্রবেশ করলাম। তিনি তার উদরে সাতবার লোহা গরম করে সেক দিয়েছিলেন। সে সময় তিনি বলিলেন, যদি রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের মৃত্যু কামনা করে দুআ করিতে বারণ না করিতেন তাহলে অবশ্যই আমি মৃত্যুর জন্য দুআ করতাম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭৩, ইসলামিক সেন্টার- ৬৬২৭]

৬৭১১ : ইসহাক্ ইবনি ইব্রাহীম [রহমাতুল্লাহি আলাইহি] ….. অপর সানাদে ইবনি নুমায়র, উবাইদুল্লাহ ইবনি মুআয ও ইয়াহ্ইয়া ইবনি হাবীব ও মুহাম্মাদ ইবনি রাফি [রহমাতুল্লাহি আলাইহি] ইসমাঈল [রহমাতুল্লাহি আলাইহি] থেকে এ সূত্রে হইতে বর্ণীতঃ অবিকল হাদীস আলোচনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭৪, ইসলামিক সেন্টার- ৬৬২৮]

৬৭১২ : হাম্মাম ইবনি মুনাব্বিহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি আবু হুরায়রা্ [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] হইতে আমাদের নিকট যা বর্ণনা করিয়াছেন, অতঃপর তিনি কয়েকটি হাদীস বর্ণনা করিলেন। তার অন্যতম একটি এই যে, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দুআ না করে। কেননা তোমাদের কেউ মারা গেলে তার আমাল বন্ধ হয়ে যায়। আর মুমিন লোকের বয়স তার কল্যাণই বাড়িয়ে থাকে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭৫, ইসলামিক সেন্টার- ৬৬২৯]

৫. অধ্যায়ঃ যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তাদের সাক্ষাৎ ভালোবাসেন আর যারা আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তাদের সাক্ষাৎ ভালোবাসেন না

৬৭১৩ :উবাদাহ্ ইবনি সামিত [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেছেনঃ যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭৬, ইসলামিক সেন্টার- ৬৬৩০]

৬৭১৪ ;উবাদাহ্ ইবনি সামিত [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ

অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭৭, ইসলামিক সেন্টার- ৬৬৩১]

৬৭১৫ ;আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে লোক আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করেন তো আল্লাহও তার সাক্ষাৎ অপছন্দ করেন। তখন আমি বললাম, হে আল্লাহর নবী [সাঃআঃ]! এটা কি মরণকে অপছন্দ করা আমরা সবাই তো তা অপছন্দ করি? তিনি বলেন, বিষয়টি এরূপ নয়। তবে যখন একজন মুমিনকে আল্লাহর রহ্মাত, তাহাঁর রিযামন্দির ও জান্নাতের সুসংবাদ দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন এবং আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যখন কাফিরকে আল্লাহর আযাব ও তার অসন্তুষ্টির সংবাদ দেয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না এবং আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭৮, ইসলামিক সেন্টার- ৬৬৩২]

৬৭১৬ : কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] থেকে এ সূত্রে হইতে বর্ণীতঃ

হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৭৯, ইসলামিক সেন্টার- ৬৬৩৩]

৬৭১৭ : আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না। আর মৃত্যু আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে [সংঘটিত হয়]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮০, ইসলামিক সেন্টার- ৬৬৩৩]

৬৭১৮ : শুরায়াহ্ ইবনি হানী [রাদি.] হইতে বর্ণীতঃ

আয়িশা [রাদি.] তাকে অবহিত করিয়াছেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] তার হাদীসের হুবহু বলেছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮১, ইসলামিক সেন্টার- ৬৬৩৪]

৬৭১৯ : আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসেন আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন। আর যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসেন না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না। তিনি [শুরায়াহ্] বলেন, অতঃপর আমি আয়িশা [রাদি.]-এর নিকট আসলাম এবং বললাম, হে মুমিনদের জননী! আমি আবু হুরায়রা্ [রাদি.]-কে রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে একটি হাদীস বর্ণনা করিতে শুনেছি। যদি বিষয়টি এমন হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তখন তিনি {আয়িশা [রাদি.]} বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কথা অনুযায়ী যে লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সে প্রকৃতভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি কী? তিনি [রাবী] বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে লোক আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে না আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন না আর আমাদের মধ্যে এমন কেউ নেই, যে মৃত্যুকে অপছন্দ করে না। তখন তিনি {আয়িশা [রাদি.]} বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এ কথাই বলেছেন। তবে তুমি যা বুঝেছ বিষয়টি ঠিক তা নয়। মূলতঃ যখন অপলক দৃষ্টিতে তাকাবে, শ্বাস বুকে থমকে যাবে, শরীরের পশম খাড়া হয়ে যাবে এবং আঙ্গুলগুলো খিচে যাবে ঐ সময় যে লোক আল্লাহর সাক্ষাৎ ভালোবাসে আল্লাহও তার সাক্ষাৎ ভালোবাসেন এবং সে সময় যে আল্লাহর সাক্ষাৎ পছন্দ করিবে না আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করবেন না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮২, ইসলামিক সেন্টার- ৬৬৩৫]

৬৭২০ : মুতার্রিফ [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে হইতে বর্ণীতঃ

আবসার [রহমাতুল্লাহি আলাইহি]-এর বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮৩, ইসলামিক সেন্টার- ৬৬৩৬]

৬৭২১ : আবু মূসা [রাদি.] সানাদে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ

তিনি বলেছেন, যে লোক আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে লোক আল্লাহর সাথে সাক্ষাৎ পছন্দ করে না আল্লাহও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮৪, ইসলামিক সেন্টার- ৬৬৩৬]


Posted

in

by

Comments

One response to “আল্লাহর নামসমূহের বর্ণনা এবং দুআ করা”

Leave a Reply