Sunan Daraqutni Bangla – কিতাবুস সালাত

Sunan Daraqutni Bangla – কিতাবুস সালাত

Sunan Daraqutni Bangla – কিতাবুস সালাত >> সুনান আদ দারাকুতনী এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-কিতাবুস সালাত

  • বিসমিল্লাহ পাঠ সম্পর্কে
  • ফরয নামাযসমূহ এবং তা পাচ ওয়াক্ত
  • নামাযসমূহের তালিম দেওয়া এবং এজন্য প্রহার করার নির্দেশ এবং সতরের সীমা যা ঢেকে রাখা বাধ্যতামূলক
  • তাদের জীবন ও সম্পদে হস্তক্ষেপ করা হারাম যদি তারা দুই কালেমার সাক্ষ্য দেয় এবং নামায কায়েম করে ও যাকাত দেয়
  • আবু মাহযুরা (রা)-এর আযান এবং এ সম্পর্কে বিভিন্নরূপ রিওয়ায়াত
  • সা’দ আল-কারায-এর বর্ণনা
  • ইকামত এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
  • ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ
  • নামাযের ওয়াক্তসমূহ এবং এ সম্পর্কিত হাদীস বর্ণনায় মতভেদ
  • জিবরাঈল (আ)-এর ইমামতি
  • প্রতি ওয়াক্ত নামাযের আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে নেফল) নামায পড়িতে উৎসাহিত করা এবং মাগরিবের নামাযের পূর্বে দুই রাকআত নফল নামায পড়া এবং এতদসম্পর্কে মতানৈক্য
  • সুবহে সাদেক ও শাফাক-এর বৈশিষ্ট্য এবং তাতে নামায বাধ্যতামূলক হওয়া সম্পর্কে
  • মাগরিব ও.সুবহে সাদেক-এর বিবরণ
  • শেষ এশার নামাযের বিবরণ
  • (কিবলা নির্ধারণের জন্য যথাসাধ্য চেষ্টা করা এবং এ ব্যাপারে অনুমান করা বৈধ
  • আযান ও ইকামাত এর নির্দেশ এবং এতদুভয়ের জন্য যোগ্যতর ব্যক্ত প্রসঙ্গে
  • কা’বা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়াবৈধ
  • নফল লামায আদায়কারীর পিছনে ফর নামায আদায়কারীর নামায পড় প্রসঙ্গে
  • ছাগল ও উটের খৌয়াড়ে নামায পড়া প্রসঙ্গে
  • জামায়াতে পুনরায় নামায পড়া
  • জাম়াআত, জামাআতে নামায আদায়কারী এবং ইমাম প্রসঙ্গে
  • ইমাম হওয়ার যোগ্য লোক
  • দুই ব্যক্তি হলেই জামাআত হয়
  • ইমামের ঠিক প্রিছনে যাদের দীড়ানো উচিৎ
  • একটিমাত্র কাপড় পরিধান করে নামায পড়া
  • নামাযের কাতারসমূহ সোজা করার জন্য উৎসাহিত করা
  • নামাথের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
  • তাকবীর (তাহ্রীমা) বলা এবং নামাযের শুরুতে, রুকৃতে যেতে ও রুকৃ থেকে উঠতে উভয় হাত ডেপরে) উঠানো এবং এর পরিমাণ ও এ সম্পর্কিত হাদীসসমূহের বিভিন্নতা
  • তাকবীর (তোহরীমা) বলার পর (নামায) শুরু করার দোয়া
  • নামাযে উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রাহীম পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে হাদীসসমূহের বিভিন্নতা
  • ফাতিহাতুল কিতাব (সূরা আল-ফাতিহা) পড়তে অপারগ হলে যে দোয়া পড়লে যথেষ্ট হবে
  • সশব্দে “বিসমিল্লাহির রহমানির রাহীম” পড়া সম্পর্কে বিভিন্ন রিওয়ায়াত
  • নামাযে ইমামের পিছনে উত্মুল কিতাব পড়া ওয়াজিব
  • রাসূলুল্লাহ প্র -এর বাণী, যে ব্যক্তি ইমামের সাথে নামায পড়ে, ইমামের কিরাআতই তার, নি রে শত হা
  • নামাথের মধ্যে সূরা আল-ফাতিহা পাঠশেষে সশব্দে আমীন বলা
  • মোক্তাদীর কিরাআত (ফাতিহা) পড়ার জন্য ইমাথের বিরতি দেয়ার স্থান
  • যুহর, আসর ও ফজর নামাযের কিরাআতের পরিমাণ
  • রুকু অবস্থায় দুই হাটুর মাঝখানে হাত রাখা রহিত হয়েছে এবং তা উভয় হাটুতে রাখার নির্দেশ দেয়া হয়েছে
  • রুকৃ-সিজদার সময় নামাধী যা বলবে তার বিবরণ
  • রুকৃ-সিজদা এবং উভয়ের মধ্যে যে বাক্য যথেষ্ট তার বর্ণনা
  • যে ব্যক্তি ইমামের (রুকু থেকে) পিঠ সোজা করে ওঠার পূর্বে নামাযে যোগদান করতে পারলো সে (ৰ রাকআত) নামায পেলো
  • রুকু ও সিজদায় মেরুদণ্ড সোজা রাখা আবশ্যক
  • (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
  • দুই সিজদার মাঝখানে এবং তাশাহ্‌হদের জন্য বসার বর্ণনা
  • তাশাহ্‌হদের বর্ণনা এবং তা পড়া ওয়াজিব এবং এ সম্পর্কে বিভিন্ন রেওয়ায়েত
  • তাশাহ্হুদের সাথে জঃ-এর প্রতি দরূদ পাঠ আবশ্যক এবং প্রাসংগিক বিভিন্নদূপ হাদীস
  • নামায থেকে অবসর হওয়ার এবং সালাম ফিরানোর পদ্ধতির বর্ণনা
  • পবিত্রতা হলো নামাযের চাবি
  • অপবিত্র অবস্থায় বা উু ছুটে যাওয়া অবস্থায় ইমামের নামায
  • নামাযের মধ্যে ভুলক্রটি হওয়া ও তার বিধান এবং এই বিষয় সংক্রান্ত প্রাসঙ্গিক হাদীস। নামাযরত অবস্থায় নামাধীর সামনে দিয়ে কোন কিছু অতিক্রম করলে তাতে নামায নষ্ট হয় না
  • আযান ধ্বনি শুনে শয়তানের পালানো এবং সালাম ফিরানোর পূর্বে দু’টি সাহু সিজদা করবে
  • প্রবল ধারণার উপর ভিত্তি করা
  • সালাম ফিরানোর পর সাহু সিজদা করা
  • মোকতাদীর ভুলের জন্য সাহু সিজদা নেই, তাকে ইমামের সাথে সাহু সিজদা করতে হবে
  • চিন্তার উপর ভিত্তি করা, সালাম ফিরানোর পর সিজদা করা এবং সালাম ফিরানোর পূর্বে ও পরে তাশাহ্‌হুদ পড়া
  • পূরণরূপে না দীড়ালে বসে যাবে
  • নামাযের হালালকারী হলো সালাম ফিরানো
  • নামাযের শেষ প্রান্তে সালাম ফিরানোর পূর্বে কারো উযু ভঙ্গ হলে অথবা ইমামের সালাম ফিরানোর পূর্বে কারো উহু ভঙ্গ হলেও তার নামায পূর্ণ হলো
  • অসুস্থ ব্যক্তির নামায যার দীড়ানোর শক্তি নেই এবং জন্তুযানের পিঠে ফরয নামায পড়া
  • জামায়াতে নামায পড়ার জন্য উৎসাহিত করা এবং এজন্য নির্দেশ দেয়া
  • ওয়াক্ত চলে যাওয়ার পর নামায কাঘা করা এবং কোন ব্যক্তি নামায শুরু করার পর তা সমাগত
  • হওয়ার পূর্বে ওয়াক্ত শেষ হয়ে গেলে
  • কতটা দূরত্ সফর করলে নামায কসর করা যাবে এবং তার মেয়াদ
  • সফরকালে দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
  • সফরকালে নামায পড়ার নিয়ম-কানুন, কোনরূপ ওজর ব্যতীত দুই ওয়াক্তের নামায একত্রে পড়া
  • এবং নৌযানে অবস্থানকালে নামায পড়ার নিয়ম
  • সফরকালে নফল নামায পড়ার নিয়ম এবং বাহনের উপর নামায পড়ার সময় কিবলামুখী হওয়া
  • অসুস্থ ব্যক্তির মোক্তাদীদের সাথে বসে নামায পড়া
  • ধনুক, শিং ও জুতা পরে নামায পড়া এবং নামাযের মধ্যে কোন জিনিস নিক্ষেপ করা, যদি তাতে নাপাক থাকে
  • ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
  • যে পরিমাণ নাপাক নামায নষ্ট করে
  • ইমাম নামাযের কিছু অংশ পড়ার পর মোক্তাদীরা তার নামাযে শামিল হলো, এ অবস্থায় তাদের সাথে আদায়কৃত নামাযই তার নামাযের প্রথম অংশ গণ্য হবে
  • ইমামের কিরাআতই মোক্তাদীদের কিরাআত
  • মহিলাদের জামাআতে নামায পড়া এবং তাদের ইমামের দীড়ানোর স্থান
  • জানাযার নামাযের তাকবীরসমূহের বর্ণনা
  • আল-কুরআনের সিজদাসমূহ
  • কৃতজ্ঞতার সিজদাসমূহের সুন্নাত নিয়ম
  • কোন ব্যক্তি একাকী (ফজরের) নামায পড়ার পর পুনরায় জামাআত পেল, সে যেন জামাআতে নামায পড়ে
  • (একই) নামায পুনর্বার পড়া
  • একই ফরয নামায এক দিনে দুইবার পড়া যাবে না
  • রাত ও দিনের নফল নামায
  • ফজর (সুবহে সাদেক) হওয়ার পর দুই রাক্আত (সুন্নাত) ব্যতীত অন্য কোন নামায নেই
  • কোন ওজর বা অসুবিধা না থাকলে মসজিদ সংলগ্ন বাড়ি-ঘরের লোকজনকে মসজিদে এসে নামায পড়তে উৎসাহিত করা
  • কোন ব্যক্তির এক ওয়াক্তের নামায পড়া অবস্থায় অন্য ওয়াক্তের নামাযের কথা স্মরণ হলে
  • বসে নামায পড়া অপেক্ষা দীড়িয়ে নামায পড়ার ফযীলাত বেশি এবং বসে নামায আদায়কারীর পিছনে সুস্থ ব্যক্তির নামায পড়া
  • ভুলে যাওয়া নামাযের ওয়াক্ত
  • বায়তুল্লাহ শরীফে সব সময় নফল নামায পড়া জায়েয

Posted

in

by

Comments

Leave a Reply