Noorani Qaida Online Class দীর্ঘ স্বর মাদ্দ লিন সুকুন ও তাশদীদ

Noorani Qaida Online Class দীর্ঘ স্বর মাদ্দ লিন সুকুন ও তাশদীদ

Noorani Qaida Home >>

Lesson 9: Long Vowels দীর্ঘ স্বর
Lesson 10: Madd মাদ্দ
Lesson 11: Leen লিন
Lesson 121: Long Vowels, Madd, Leen Exercises
Lesson 13: Sukoon সুকুন
Lesson 14: Shaddah/Tashdīd শাদ্দাহ/তাশদীদ
Lesson 15: Sukoon and Shaddah Exercises
Lesson 16: Double Shaddah Exercises
Lesson 17: Muqatta’at Letters & Short Phrases
Lesson 18: Short Phrases

Lesson 9: Long Vowels দীর্ঘ স্বর

Long vowels refers to three small letters: small Alif (ا), small Waaw (و), and small Yaa (ى) such that, if any letter has any of these long vowels on it, the pronunciation of that letter is prolonged. দীর্ঘ স্বর বলতে তিনটি ছোট অক্ষরকে বোঝায়: ছোট আলিফ (ا), ছোট ওয়াও (و) এবং ছোট ইয়া (ى) যেমন যে কোনো বর্ণে যদি এই দীর্ঘ স্বরগুলোর কোনোটি থাকে তাহলে সেই বর্ণের উচ্চারণ দীর্ঘায়িত হয়।

Lesson 10: Madd মাদ্দ

Madd refers to prolongation of the sound of a letter. There are three letters of Madd: Alif (ا), Waaw (و) and Yaa (ى). If Alif (ا) is preceded by Fat-ha ( َ), the Alif will be prolonged. If Waaw (و) is preceded by Dhamma ( ُ), the Waaw will be prolonged. If Yaa (ى) is preceded by Kasra ( ِ), the Yaa will be prolonged. Madd একটি বর্ণের শব্দ দীর্ঘায়িত বোঝায়। মদ্দের তিনটি অক্ষর রয়েছে: আলিফ (ا), ওয়াও (و) এবং ইয়া (ى)। আলিফ (ا) এর পূর্বে ফাত-হা ( َ) থাকলে আলিফ দীর্ঘায়িত হবে। ধম্ম ( ُ) এর পূর্বে ওয়াও (و) থাকলে ওয়াও দীর্ঘায়িত হবে। কাসরা ( ِ) এর পূর্বে ইয়া (ى) থাকলে, ইয়া দীর্ঘায়িত হবে।

Madd Madd Madd
بِــىبُــوابَــا
تِــىتُــواتَــا
ثِــىثُــواثَــا
حِــىحُــواحَــا
خِــىخُــواخَــا
رِىرُوارَا
زِىزُوازَا
طِــىطُــواطَــا
ظِــىظُــواظَــا
فِــىفُــوافَــا
هِــىهُــواهَــا
يِــىيُــوايَــا
إِىأُواءَا
جِــىجُــواجَــا
دِىدُوادَا
ذِىذُواذَا
سِــىسُــواسَــا
شِــىشُــواشَــا
صِــىصُــواصَــا
ضِــىضُــواضَــا
عِــىعُــواعَــا
غِــىغُــواغَــا
قِــىقُــواقَــا
كِــىكُــواكَــا
لِــىلُــوالَا
مِــىمُــوامَــا
نِــىنُــوانَــا
وِىوُواوَا

Lesson 11: Leen লিন

Leen refers to the shortening of the sound of a letter by pronouncing it quickly and swiftly. There are two letters of Leen: Waaw (و) and Yaa (ى). When Waaw (و) is preceded by Fat-ha ( َ), the Waaw is shortened by pronouncing it quickly and swiftly. By the same token, when Yaa (ى) is preceded by a Fat-ha ( َ), the Yaa is shortened by pronouncing it quickly and swiftly. লিন শব্দটি দ্রুত এবং দ্রুত উচ্চারণের মাধ্যমে একটি বর্ণের শব্দকে সংক্ষিপ্ত করাকে বোঝায়। লিনের দুটি অক্ষর রয়েছে: ওয়াও (و) এবং ইয়া (ى)। যখন Waaw (و) এর আগে Fat-ha ( َ), তখন দ্রুত এবং দ্রুত উচ্চারণ করে Waaw সংক্ষিপ্ত করা হয়। একই টোকেন দ্বারা, যখন Yaa (ى) এর আগে একটি Fat-ha ( َ), তখন দ্রুত এবং দ্রুত উচ্চারণ করে Yaa সংক্ষিপ্ত করা হয়।

LeenLeenLeenLeen
ثَــىْثَــوْتَــىْتَــوْ
ذَىْذَوْدَىْدَوْ
زَىْزَوْرَىْرَوْ
شَــىْشَــوْسَــىْسَــوْ
ضَــىْضَــوْصَــىْصَــوْ
ظَــىْظَــوْطَــىْطَــوْ
نَــىْنَــوْلَــىْلَــوْ
بَــىْبَــوْأَىْأَوْ
حَــىْحَــوْجَــىْجَــوْ
عَــىْعَــوْخَــىْخَــوْ
فَــىْفَــوْغَــىْغَــوْ
كَــىْكَــوْقَــىْقَــوْ
وَىْوَوْمَــىْمَــوْ
يَــىْيَــوْهَــىْهَــوْ

Lesson 12: Long Vowels, Madd, Leen Exercises

ExercisesExercisesExercisesExercises
إِ لَـفِءَانِيَةٍءَاوَىءَامَنَ
جِاْئَجَــآءَبِـهِىأَيْنَ
دَاوُ دُخَيْرٌخَوْفٍجُوعٍ
.شَــآءَرَضُواْ.
طَيْرًاطَغَوْا.شَىْءٍ
فِيهِعَيْنٌ.عَادٍ
كَيْدًاكَانَقَوْلٌقَالَ
مَالًالَيْسَلَوْحٍكَيْفَ
يَوْمٍوَيْلٌمَــآءٍنَارًا
دَافِقٍحَافِظٌحَاسِدٍيَرَهُو
غّاسِقٍعَــآئِلًاعَابِدٌشَاهِدٍ
أَكِيدُأَعُوذُوَالِدٍنَاصِرٍ
.يُقَالُيَدَاهُيَخَافُ
سَلَـمٌسِرَاجًاسُبَاتًاحِسَابًا
طَعَامٍصَوَابًاشَرَابًاشِدَادًا
.غُثَــآءًعَطَــآءًعَذّابٌ
مَـابًالِسَانًالِبَاسًاكِرَامًا
مَفَازًامَعَاشًامُطَاعٍ.
ثُبُورًاوِفَاقًانَبَاتًا.
وُجُوهٌقُعُودٌشُهُودٌرَسُولٍ
خَبِيرًابَصِيرًاأَلِيمٍأَثِيمٍ
قَرِيبًاعَظِيمٍشَهِيدٌرَحِيقٍ
نَعِيمٍمُحِيطٌمَجِيدٌكَرِيمٍ
قُرَيْشٍرُوَيْدًايَسِيرًايَتِيمًا
مَوَزِينُهُمَوْضُوعَةٌالْمَوْءُدَةُعِيشَةٍ
...يَوْمَئِذٍ

Lesson 13: Sukoon সুকুন

A letter that is having a Harakat is called mutaharrik (moved) letter, and one of these three signs ( َ) ( ِ) ( ُ) appears over it, but a letter that is having no Harakat is called saakin (resting) letter, and a sign ( ْ) appears over it, which is referred as Sukoon. A letter with a Sukoon over it, shows that the letter has no vowel, and only the phonetic sound of the letter should be pronounced. A word can never begin with a saakin letter because the saakin letter can only be read joined with a previous letter which has a Harakat such as Fat-ha, Kasra, or Dhamma.

যে অক্ষরে হরকত আছে তাকে মুতাহাররিক (সরানো) অক্ষর বলা হয় এবং এই তিনটি চিহ্নের মধ্যে একটি ( َ) ( ِ) ( ُ) প্রদর্শিত হয়, কিন্তু যে অক্ষরে হরকত নেই তাকে সাকিন (বিশ্রাম) চিঠি এবং একটি চিহ্ন বলে ( ْ) এটির উপরে প্রদর্শিত হয়, যাকে সুকুন বলা হয়। এটির উপরে একটি সুকুন সহ একটি অক্ষর দেখায় যে অক্ষরটির কোন স্বরবর্ণ নেই এবং কেবলমাত্র অক্ষরের ধ্বনিগত ধ্বনিটি উচ্চারণ করা উচিত। একটি শব্দ কখনই সাকিন অক্ষর দিয়ে শুরু হতে পারে না কারণ সাকিন অক্ষরটি কেবলমাত্র পূর্ববর্তী অক্ষরের সাথে যুক্ত করে পড়া যায় যার হরকত আছে যেমন ফাত-হা, কসরা বা ধম্ম।

SukoonSukoonSukoon
أُبْإِبْأَبْ
أُتْإِتْأَتْ
أُثْإِثْأَثْ
أُجْإِجْأَجْ
أُحْإِحْأَحْ
أُخْإِخْأَخْ
أُدْإِدْأَدْ
أُذْإِذْأَذْ
أُرْإِرْأَرْ
أُزْإِزْأَزْ
أُسْإِسْأَسْ
أُشْإِشْأَشْ
أُصْإِصْأَصْ
أُضْإِضْأَضْ
أُطْإِطْأَطْ
أُظْإِظْأَظْ

Lesson 14: Shaddah/Tashdid শাদ্দাহ/তাশদীদ

A Shaddah/Tashdīd is a symbol ( ّ) that when it appears on top of a letter, that letter is strengthened or stressed like you are pronouncing it twice. To produce the sound of Shaddah correctly, imagine the letter with a Shaddah is made up of two same letters such that the first letter has Sukoon ( ْ) sound and the second letter has any of the three Harakat (Fat-ha or Kasra or Dhamma) sound. একটি শাদ্দা হল একটি প্রতীক ( ّ ) যেটি যখন একটি অক্ষরের উপরে প্রদর্শিত হয়, তখন সেই অক্ষরটি শক্তিশালী হয় বা জোর দেওয়া হয় যেমন আপনি এটি দুবার উচ্চারণ করছেন। শাদ্দাহের ধ্বনি সঠিকভাবে উৎপন্ন করতে, কল্পনা করুন যে শাদ্দা সহ অক্ষরটি দুটি একই বর্ণ দ্বারা গঠিত যেমন প্রথম অক্ষরে সুকুন ( ْ ) ধ্বনি এবং দ্বিতীয় অক্ষরে তিনটি হরকতের (ফাত-হা বা কাসরা বা ধম্ম) ধ্বনি রয়েছে।

TashdidTashdidTashdid
أَبُّأَبِّأَبَّ
إِبُّإِبّإِبَّ
أُبُّأُبِّأُبَّ
أَبٌّأَبًّأَباًّ
إِبٌّإِبًّإِباًّ
أُبٌّأُبًّأُباًّ
أَتُّأَتِّأَتَّ
إِتُّإِتِّإِتَّ
أُتُّأُتِّأُتَّ
أَتٌّأتًّأَتاًّ
إِتٌّإِتًّإِتاًّ
أُتٌّأُتّأُتاًّ
أَتُّأَثِّأَثَّ
إِثُّإِثِّإِثَّ
أٌثُّأُثِّأُثَّ
أَثٌّأَثّأَثاًّ
إِثٌّإِثًّإِثاًّ
أُثٌّأُثًّأُثاًّ
أَجُّأَجِّأَجَّ
إِجُّإِجّإِجَّ
أّجُّأُجِّأُجَّ
أَجٌّأَجًّأَجاًّ
إِجٌّإِجًّإِجاًّ

Lesson 15: Sukoon and Shaddah Exercises

This lesson will help you to practice reading and correctly pronouncing letters with a combination of Sukoon (no Harakat) and Shaddah. এই পাঠটি আপনাকে সুকুন (কোন হরকত) এবং শাদ্দাহের সমন্বয়ে অক্ষর পড়ার এবং সঠিকভাবে উচ্চারণের অনুশীলন করতে সহায়তা করবে।

ExercisesExercises
رَبِّىمَرُّوا
حُقَّتْمُدَّتْ
تَبَّتْخَفَّتْ
قَدَّمْتُتَخّلَّتْ
وَالشَّمْسِوَالصُّــبْــحِ
بِالصَّــبْــرِوَالشَّفْعِ
وَالَّيْلِوَالصَّيْفِ
سِجِّيلٍوَالتِّينِ وَالزَّيْتُونِ
مُــنْــفَكِّينَسِجِّينٌ
لِحُبِّ الْخَيْرِفَإِنَّ الْجَــنَّــةَ
إِذَا السَّمَــآءُ انْــشَقَّتْ
مَا الطَّارِقُ الــنَّـــجْــمُ الثَّاقِبُ
مِــنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَــنَّــاسِ

Lesson 16: Double Shaddah Exercises

This lesson will help you to practice correct pronunciation of two letters following each other, but both with Shaddah. The same rule of pronouncing Shaddah is applied on each letter. ই পাঠটি আপনাকে পরস্পর অনুসরণ করে দুটি বর্ণের সঠিক উচ্চারণ অনুশীলন করতে সাহায্য করবে, তবে উভয়ই শাদ্দাহ সহ। শাদ্দাহ উচ্চারণের একই নিয়ম প্রতিটি অক্ষরে প্রয়োগ করা হয়।

ExercisesExercises
يَذَّكَّرُ.
الْمُزَّمِّــلُالْمُدَّثِّرُ
عِلِّيُّونَإِنَّ الَّذِينَعِلِّيِّينَ
إِلاَّ الَّذِينَ
فَعَّالٌ لِّمَا يُرِيدُ.

Lesson 17: Shaddah and Madd Exercises

This lesson will help you to practice reading and correctly pronouncing words with letters that have a combination of Shaddah and Madd. এই পাঠটি আপনাকে পড়ার অভ্যাস করতে এবং সঠিকভাবে শব্দ উচ্চারণ করার অভ্যাস করতে সাহায্য করবে যাতে শাদ্দাহ এবং মদ্দের সংমিশ্রণ রয়েছে।

ExercisesExercises
ضَــآلاًّضَــآلاًّ
حَــآجُّوكَضَــآلاًّ
وَلَا الضَّــآلِّينَلَضَــآلُّونَ
وَلَا تَحَـآـضُّونَأَتُحَــآجُّــو~نِّى
جَــآءَتِ الصَّــآخَّةُوَالصَّـآ

فَإِذَا جَــآءَتِ الطَّــآمَّةُ الْكُبْرَى

Lesson 18: Muqatta’at Letters & Short Phrases

There are 114 Surah (Chapters) in the Holy Qur’an. 29 of these Surah (Chapters) start with “Muqatta’at”, that is, they begin with a letter or a combination of letters instead of a word. These letters are not pronounced phonetically but are read separately with their letter name. This lesson will help you to recognize Muqatta’at letter(s) and correctly pronounce their names. পবিত্র কুরআনে 114টি সূরা (অধ্যায়) রয়েছে। এই সূরার 29টি (অধ্যায়) “মুকাত্তাআত” দিয়ে শুরু হয়, অর্থাৎ এগুলি একটি শব্দের পরিবর্তে একটি অক্ষর বা অক্ষরের সংমিশ্রণ দিয়ে শুরু হয়। এই অক্ষরগুলি উচ্চারণগতভাবে উচ্চারিত হয় না তবে তাদের অক্ষরের নামের সাথে আলাদাভাবে পড়া হয়। এই পাঠটি আপনাকে মুকাত্তা’আত অক্ষর(গুলি) চিনতে এবং তাদের নাম সঠিকভাবে উচ্চারণ করতে সাহায্য করবে

MuqattaatMuqattaat
المصالـم
المرالـر
طـهكهيعص
طسطـه
صيس
حم عسقحم
نق

Lesson 19: Short Phrases

This lesson will help you to practice correct pronunciation of some of the short phrases from the Qur’an with different kinds of linguistic features that you have studied so far. এই পাঠটি আপনাকে কুরআনের কিছু ছোট বাক্যাংশের বিভিন্ন ধরণের ভাষাগত বৈশিষ্ট্য সহ সঠিক উচ্চারণ অনুশীলন করতে সাহায্য করবে যা আপনি এখন পর্যন্ত অধ্যয়ন করেছেন।

PhrasesPhrases
الْمَلَــئِكَةُجَزَآءً
إِلَيْنَــآ إِيَابَهُمْإِنَّــآ أَعْطَيْنَـك
شَرّايَرَهُوخَيْرايَرَهُو
فَمَن يَعْمَلْ.
مِن رَّبِّكَيَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ
صُحُفًا مُّطَهَّرَةًرَسُولٌ مِّنَ اللَّهِ
صَفًّا لَّا يَتَكَلَّمُونَ
سِرَاجًا وَهَّاجًاقُلُوبٌ يَوْمَئِذٍ وّاجِفَةٌ أَبْصَرُهَا
أَكْلًا لَّمًّاوَأَنزَلْنَا
غُثَــآءً أَحْوَىوَتٌحِبُّونَ الْمَالَ حُبًّاجَمًّا
مُعْتَدٍ أَثِيمٍ إِذَاتُتْلَىنَارًا حَامِيَةً تُسْقَى مِنْ عَيْنٍ ءَانِيَةٍ
مِن بَيْنِ الصُّلْبِمِن بَعْدِ
بِذَنبِهِمْلَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
هُمْ فِيهَامُطَهَّرَةٍ بِأَيْدِى سَفَرَةٍ كِرَامٍ بَرَرَةٍ
إِنَّ رَبَّهُم بِهِمْلّكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ
لَهُم مَّا يَشَــآءُونَتَرْمِيهِم بِحِجَارَةٍ
اللَّهُمَّمِمَّ

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply