মাদীনার খেজুরের মর্যাদা

মাদীনার খেজুরের মর্যাদা

মাদীনার খেজুরের মর্যাদা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৭. অধ্যায়ঃ মাদীনার খেজুরের মর্যাদা

৫২৩৩. সাদ ইব্‌নু আবু ওয়াক্কাস [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে, লোক মাদীনার উভয় সীমান্তের মধ্যে উৎপাদিত খেজুরের সাতটি করে প্রতি সকালে আহার করে সন্ধ্যা অবধি কোন বিষ তাহাঁর অনিষ্ট করিতে পারে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৬৫, ইসলামিক সেন্টার-৫১৭৭]

৫২৩৪. সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ] –কে বলিতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া [মদীনার উৎপন্ন এক জাতীয় উৎকৃষ্ট মানের খেজুর] আহার করে, সেদিন তাঁকে কোন বিষ বা যাদু অনিষ্ট করিতে পারে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৬৬, ইসলামিক সেন্টার-৫১৭৮]

৫২৩৫. ইবনে আবু উমর মারওয়ান আল-ফাযারী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

ভিন্ন সূত্রে ইসহাক্ ইব্‌নে ইবরাহীম [রহমাতুল্লাহি আলাইহি] আবু বদর শুজা ইব্‌নে ওয়ালীদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে, তাঁরা দুজনেই হাশিম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উপরোল্লিখিত সূত্রে নবী [সাঃআঃ] থেকে অবিকল বর্ণনা করিয়াছেন। তবে তারা উভয়ে আমি নবী [সাঃআঃ] –কে বলিতে শুনেছি উক্তিটি উল্লেখ করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৬৭, ইসলামিক সেন্টার- ৫১৭৯]

৫২৩৬. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মাদীনার উঁচু ভূমির আজওয়াহ্‌ খেজুরে শিফা [রোগমুক্তি] রয়েছে। কিংবা তিনি বলেছেন, এগুলো প্রতি সকালে খাবারে বিষমুক্ত ঔষধের কাজ করে।

[ই.ফা.৫১৬৮, ইসলামিক সেন্টার- ৫১৮০]


Posted

in

by

Comments

Leave a Reply

Discover more from HADIS QURAN

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading