আল্লাহ তাআলা যেভাবে চান হৃদয়সমূহ পরিবর্তন করেন
আল্লাহ তাআলা যেভাবে চান হৃদয়সমূহ পরিবর্তন করেন >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়ঃ আল্লাহ তাআলা যেভাবে চান হৃদয়সমূহ পরিবর্তন করেন
৬৬৪৩
আবদুল্লাহ ইবনি আম্র ইবনিল আস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছেন যে, তিনি বলেছেন, আদাম সন্তানের কল্বসমূহ পরম দয়াময় আল্লাহ তাআলার দুআঙ্গুলের মধ্যে এমনভাবে আছে যেন তা একটি কল্ব। তিনি যেভাবে চান সেভাবেই তা উলটপালট করেন। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, “কল্বসমূহের পরিচালক হে আল্লাহ! আপনি আমাদের কল্বসমূহকে তোমার বশ্যতার উপর স্থির রাখুন।” arbi
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৫০৯, ইসলামিক সেন্টার- ৬৫৬০]