নবী [সাঃআঃ] যে হিদায়াত ও ইলম সহ প্রেরিত হয়েছেন তা দৃষ্টান্তের বিবরণ
নবী [সাঃআঃ] যে হিদায়াত ও ইলম সহ প্রেরিত হয়েছেন তা দৃষ্টান্তের বিবরণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] যে হিদায়াত ও ইলম সহ প্রেরিত হয়েছেন তা দৃষ্টান্তের বিবরণ
৫৮৪৭
আবু বুরদাহ্ [রাদি.] ও আবু মূসা [রাদি.]-এর সানাদে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে যে হিদায়াত ও ইল্ম সহকারে প্রেরণ করিয়াছেন; তার দৃষ্টান্ত সে বৃষ্টির মত যা কোন ভূমিতে বর্ষিত হলো, আর সে ভূমির উৎকৃষ্ট কতকাংশ পানি গ্রহণ করে এবং প্রচুর তরতাজা ঘাস-পাতা উৎপাদন করে। আর কতকাংশ হলো শক্ত মাটি, যা পানি আবদ্ধ রাখে, ফলে আল্লাহ তাআলা তা দ্বারা মানুষের উপকার করেন এবং তারা তা থেকে পান করেন, [অন্যদের] পান করায় ও পশু চড়ায়। আর বৃষ্টি সে জমির আরও কিয়দংশ বর্ষিত হলো- যা উঁচু অনুর্বর, যা কোন পানি আবদ্ধ করে রাখে না আর কোন লতা-পাতাও উৎপাদিত করে না। সে উদাহরণ হলো সেসব লোকের- যারা আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তাদের সেসব বস্তু দিয়ে উপকৃত করেন যা নিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করিয়াছেন। ফলে সে ইল্ম অর্জন করে অন্যকেও শিক্ষা দেয়। আর তৃতীয় উদাহরণ হলো ঐ লোকদের যারা তার প্রতি মাথা উঁচু করেও তাকায় না এবং আল্লাহর ঐ হিদায়াতও কবূল করে না, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। [ইসলামিক ফাউন্ডেশন- ৫৭৫৪, ইসলামিক সেন্টার- ৫৭৮৫]