হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম
হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়ঃ হিংস্র পশু ও নখরওয়ালা পাখি খাওয়া হারাম
৪৮৮২
আবুসালাবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হিংস্র পশু খেতে নিষেধ করিয়াছেন। ইসহাক্ এবং ইবনি আবু উমর [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসে আরো রয়েছে, যুহ্রী বলেছেন, আমরা এ হাদীসটি সিরিয়ায় আসার পূর্বে শুনিনি। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৫, ইসলামিক সেন্টার- ৪৮৩৬]
৪৮৮৩
আবু সালাবাহ্ খুশানী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সব ধরনের হিংস্র জন্তু খেতে বারণ করিয়াছেন।
ইবনি শিহাব [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি এ হাদীসটি হিজাযে আমাদের আলিমদের কাছে শুনিনি। শেষ পর্যন্ত আবু ইদ্রীস [রহমাতুল্লাহি আলাইহি] তা আমার কাছে বর্ণনা করেন। আর তিনি ছিলেন সিরিয়ার ফিকাহ্বিদদের অন্তর্ভৃক্ত। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৬, ইসলামিক সেন্টার- ৪৮৩৭]
৪৮৮৪
আবু সালাবাহ্ খুশানী [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সব ধরনের হিংস্র পশু খেতে নিষেধ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৭, ইসলামিক সেন্টার- ৪৮৩৮]
৪৮৮৫
আবু তাহির, মুহাম্মাদ ইবনি রাফি, ইয়াহ্ইয়া ইবনি ইয়াহ্ইয়া, হুলওয়ানী ও আব্দ ইবনি হুমায়দ [রহমাতুল্লাহি আলাইহি] যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
এ সানাদে ইউনুস ও আমর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। তাঁরা সকলেই খাওয়ার কথা উল্লেখ করিয়াছেন, কিন্তু সালিহ্ ও ইউসুফ-এর বর্ণনায় খাওয়ার কথা উল্লেখ নেই। তাদের বর্ণনায় রয়েছে, তিনি হিংস্র পশু থেকে নিষেধ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৭, ইসলামিক সেন্টার- ৪৮৩৯]
৪৮৮৬
আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ সকল প্রকার হিংস্র জন্তুই খাওয়া হারাম। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৮, ইসলামিক সেন্টার- ৪৮৪০]
৪৮৮৭
আবু তাহির [রহমাতুল্লাহি আলাইহি] মালিক ইবনি আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
এ সানাদে অনুরূপ বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৮, ইসলামিক সেন্টার- ৪৮৪১]
৪৮৮৮
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সব ধরনের হিংস্র জন্তু এবং সব ধরনের নখরধারী পাখি খেতে বারণ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৯, ইসলামিক সেন্টার- ৪৮৪২]
৪৮৮৯
শুবাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
এ সানাদে অনুরূপ বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৪০, ইসলামিক সেন্টার- নেই]
৪৮৯০
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সকল প্রকার হিংস্র জন্তু এবং নখরধারী শিকারী পাখি [খেতে] নিষেধ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৪১, ইসলামিক সেন্টার- নেই]
৪৮৯১
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] নিষেধ করিয়াছেন…। অবশিষ্ট অংশ শুবাহ হইতে হাকাম [রহমাতুল্লাহি আলাইহি]-এর মাধ্যমে বর্ণিত হাদীসের অনুরূপ। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৪২, ইসলামিক সেন্টার- ৪৮৪৩]