পুনরুত্থান, হাশর-নাশর ও কিয়ামাত দিবসে পৃথিবীর অবস্থা
পুনরুত্থান, হাশর-নাশর ও কিয়ামাত দিবসে পৃথিবীর অবস্থা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২. অধ্যায়ঃ পুনরুত্থান, হাশর-নাশর ও কিয়ামাত দিবসে পৃথিবীর অবস্থা
৬৯৪৮. সাহ্ল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ লোকেদেরকে কিয়ামাতের দিন ময়দার রুটির ন্যায় [গোল] লালচে সাদা জমিনের উপরে জমায়েত করা হইবে। সেখানে কারো কোন বিশেষ নিদর্শন মওজুদ থাকিবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৯৮, ইসলামিক সেন্টার- ৬৮৫২]
৬৯৪৯. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে আল্লাহর বাণীঃ
يَوْمَ تُبَدَّلُ الأَرْضُ غَيْرَ الأَرْضِ وَالسَّمَوَاتُ
[অর্থ] “যেদিন এ পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হয়ে যাবে এবং আকাশমণ্ডলীও” – [সুরা ইবরা-হীম ১৪ : ৪৮] সম্পর্কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! তবে সেদিন লোকেরা কোথায় থাকিবে? তিনি বলিলেন, [জাহান্নামের উপরে নির্মিত] সেতুর উপরে অবস্থান করিবে।[ইসলামিক ফাউন্ডেশন- ৬৭৯৯, ইসলামিক সেন্টার- ৬৮৫৩]