হাবালুল হাবালাহ ক্রয়-বিক্রয় হারাম
হাবালুল হাবালাহ ক্রয়-বিক্রয় হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়: হাবালুল হাবালাহ ক্রয়-বিক্রয় হারাম
৩৭০১
ইয়াহ্ইয়া ইবনি ইয়াহ্ইয়া, মুহাম্মাদ ইবনি রুমহ ও কুতাইবাহ্ ইবনি সা`ঈদ [রহ:] আব্দুল্লাহ [রাদি.] সূত্রে রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
তিনি “হাবালুর হাবালা” শর্তে কেনা-বেচা নিষেধ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩৬৬৭, ইসলামিক সেন্টার- ৩৬৬৭]
৩৭০২
ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন: জাহিলী যুগের লোকেরা হাবালুর হাবালাহ শর্তে উটের গোশত কেনা-বেচা করত। “হাবালুল হাবালাহ” হল উটনীর বাচ্চা হইবে, তারপর ঐ বাচ্চা গর্ভধারন করলে মূল্য পরিশোধ করা হইবে। রসূলুল্লাহ [সাঃআঃ] এ ধরনের ক্রয়-বিক্রয় নিষেধ করিয়াছেন। [ই.ফা.৩৬৬৮, ইসলামিক সেন্টার- ৩৬৬৮]