পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা
পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪. অধ্যায়ঃ পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা
৫৩২৭
আবদুল্লাহ ইবনি আম্র ইবনিল আস [রা:] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমার পরিধানে হলুদ রংয়ের দুটি বস্ত্র দেখে বলিলেন, এগুলো কাফিরদের বস্ত্র। অতএব তুমি এসব পরবে না। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬০, ইসলামিক সেন্টার- ৫২৭৩]
৫৩২৮
যুহায়র ইবনি হারব ও আবু বাকর ইবনি আবু শাইবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] ইয়াহ্ইয়া ইবনি আবু কাসীর [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেন। কিন্তু তারা উভয়ে খালিদ ইবনি মাদান [রহমাতুল্লাহি আলাইহি] এর থেকে বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬১, ইসলামিক সেন্টার- ৫২৭৪]
৫৩২৯
আবদুল্লাহ ইবনি আম্র [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] আমার গায়ে হলুদ রংয়ের দুটি বস্ত্র প্রত্যক্ষ করে বলিলেন, তোমার মা কি তোমাকে এ কাজে নির্দেশ দিয়েছেন? আমি বললাম, এ দুটি ধুয়ে ফেলি? তিনি বলিলেন, বরং দুটিকেই পুড়ে ফেল। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬২, ইসলামিক সেন্টার- ৫২৭৫]
৫৩৩০
আলী ইবনি আবু তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] কাস্সী [এক প্রকার রেশমী বস্ত্র] ও মুআসফার হলুদ রংয়ের বস্ত্র পরিধান করিতে, স্বর্ণের আংটি পরিধান করিতে এবং রুকুতে কুরআন পাঠ করিতে বারণ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৩, ইসলামিক সেন্টার- ৫২৭৬]
৫৩৩১
আলী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] আমাকে রুকু অবস্থায় কুরআন পাঠ করিতে, সোনা ও হলুদ রংয়ের বস্ত্র পরিধান করিতে বারণ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৪, ইসলামিক সেন্টার- ৫২৭৭]
৫৩৩২
আলী ইবনি আবু তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে সোনার আংটি পরিধান করিতে, কাস্সী বস্ত্র পরিধান করিতে, রুকু ও সিজ্দায় কুরআন পাঠ করিতে এবং হলুদ রংয়ের বস্ত্র পরতে বারণ করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৫, ইসলামিক সেন্টার- ৫২৭৮]